"সবার জন্য Vocabulary"বইটির শেষের ফ্লাপের কিছু কথা: বইয়ের এতটুকু পর্যন্ত যদি পড়ে থাকেন তাহলে আপনার Vocabulary শেখার ধকলটা যে। অনেকখানিই কমেছে এটা নিশ্চিত। এবার দরকার শুধু ন... See more
"সবার জন্য Vocabulary"বইটির শেষের ফ্লাপের কিছু কথা: বইয়ের এতটুকু পর্যন্ত যদি পড়ে থাকেন তাহলে আপনার Vocabulary শেখার ধকলটা যে। অনেকখানিই কমেছে এটা নিশ্চিত। এবার দরকার শুধু নিয়মিত চর্চার, আর সেটা করতে থাকলেই আমার বিশ্বাস আপনি পরিস্থিতি অনুযায়ী কীভাবে কোন ইংরেজি শব্দ ব্যবহার করা উচিত সেটাও ধরতে পারবেন। ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করার এই যাত্রায় আপনার সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। আপনার সামনের দিনগুলাে যেন এই নতুন শেখা। স্কিলটার কারণে অনেক ভালাে হয় সেটা একজন। শিক্ষক নয়, একজন বন্ধু হয়ে সেই কামনা করছি। কোনাে একদিন দেখা হওয়ার প্রত্যাশা রইল। হয়তাে বইমেলায় কিংবা কোনাে ক্লাসে, নয়তাে নতুন কোনাে কোর্স টিউটোরিয়াল বা বইয়ের পাতায়। অভিনন্দন! বইটি শেষ করার মাধ্যমে Vocabulary শেখার Smart যাত্রায় আপনি। প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছেন। বইটি পড়ার সময়ে কি কখনও এমন মনে হয়েছে। “ইশ Vocabulary শেখার সাথে যদি Spoken English-টাও শিখে ফেলতে পারতাম?” কিন্তু কোচিং থেকে কোচিংয়ে দৌড়ানাের সময় কই? এর সমাধান পেতে । আমার ঘরে বসে Spoken English” কোর্সের মাধ্যমে ঘরে বসেই আপনার স্পােকেন। ইংলিশের দক্ষতাকে নিয়ে যান অ্যাডভান্সড লেভেলে। । এই বইয়ের মাধ্যমে Vocabulary শিখে, ও আমার স্পােকেন ইংলিশ। কোর্সের মাধ্যমে নিজের স্পিকিং স্কিল ঝালাই করে হয়ে উঠুন প্রাে।। আর কোর্স শেষে পাবেন সার্টিফিকেটও। ভিডিও লেকচারের সাথে কুইজ দিয়ে যাচাই করা যাবে নিজের প্রােগ্রেস।। আর শেখার সুবিধার্থে বাড়তি সংযােজন হিসেবে থাকছে ট্রান্সক্রিপ্ট, নােটস ও অডিওবুক। এই বইয়ের মাধ্যমে। Vocabulary শেখার পরে আমার কোর্সে স্পােকেন। ইংলিশ শিখে ঘরে বসে দুটোতেই হয়ে যান এক্সপার্ট।।
মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি এখন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০০পার্সেন্ট স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স করছেন ইংরেজি শিক্ষার ওপর। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম 10 Minute School এর একজন শিক্ষক এবং তার ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ২ কোটি ৫০ লক্ষ শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। তার IELTS স্কোর 8.5। এছাড়াও তিনি 10 Minute School - এর মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।
?বইঃ সবার জন্য ভোকাবুলারি (রিভিউ নং ৩) ✒️লেখকঃমুনজেরিন শহীদ ?পাঠকঃ ফাহিম ইনতিশার রাভি ⏱️ প্রকাশ কাল- ২০২১ ✅ ক্যাটাগরি-ইংরেজি শিক্ষা #সবারজন্যভোকাবুলারি #rokomari_book_club_review_competition
কোনো ভাষা শিখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ভাষায় ব্যবহৃত শব্দ জানা। ইংরেজি ও একটি ভাষা। এই ভাষাকে সঠিকভাবে আয়ত্ত করতে হলে এই ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উপর দক্ষতা থাকা আবশ্যক। ঠিক তেমনি ইংরেজি ভোকাবুলারি বা শব্দভান্ডার সহজে আয়ত্ত করার জন্য মুনজেরিন শহীদ আপু ২০২১ এর বই মেলায় তার "সবার জন্য ভোকাবুলারি" বইটি প্রকাশ করেন। বইটিতে ছবির মাধ্যমে প্রয়োজনীয় শব্দগুলি শেখা,মনে রাখা ও ব্যবহারের জন্য ফর্মুলার প্রয়োগ করা হয়েছে। বই এর শুরুতে আপনার ভোকাবুলারি লেভেল যাচাই করার জন্য কয়েকটি প্রশ্নসূচক বাক্য দেয়া হয়েছে,যাতে করে আপনি ভোকাবুলারিতে কতটুকু দক্ষ তা যাচাই করতে পারেন, যা সত্যিই প্রশংসনীয়। শব্দের 'ডিফিকাল্টি লেভেল' অনুযায়ী বইটির অধ্যায়গুলোকে ইজি(easy), মিডিয়াম(medium) এবং হার্ড(hard), তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। মোট ৮৬ টি চ্যাপ্টার রয়েছে। বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতি যেমন-শোবার ঘরে,রান্নাঘরে, হাসপাতলে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, পার্লারে প্রভৃতি অনুযায়ী শব্দ ব্যবহারের ফলে শব্দ শেখাটা সহজ হয়েছে। *ভোকাবুলারি শিখতে কিছু নির্দেশনা রয়েছে যেমন:- ১. নতুন যে শব্দ শিখবেন, সে শব্দ+তার অর্থ+একটি সমার্থক শব্দ, ব্যবহারিক জীবনে ব্যবহার করা যায় এমন একটি বাক্য নোট করে রাখার অভ্যাস তৈরি করুন। ২. শুধু একা শব্দ না শিখে শব্দটি যেসব পরিস্থিতিতে ব্যবহার হয় সেগুলোও শিখেন। ৩. বেশি বেশি করে বই ,আর্টিকেল ,সংবাদপত্র পড়ুন। ৪. শব্দটি বেশি বেশি করে দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন।এর কোনো বিকল্প নেই। ইত্যাদি।
*পাঠ্যানুভূতি:-সামগ্রিকভাবে বইটি আমার মোটামুটি ভালো লেগেছে।বইটি বিগিনার অর্থাৎ প্রাথমিকভাবে যারা ভোকাবুলারি শিখতে আগ্রহী তারা সহজে বইটি পরে শব্দ শিখতে পারবেন। এছাড়াও যে কোনো ধরনের মানুষ বইটি থেকে শব্দ শিখতে পারেন। *উল্লেখ্য যে, বইটি প্রথম সংস্করণ, তাই বইটিতে কিছু ভুল ত্রুটি রয়েছে। আর মানুষ ভুলত্রুটির উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আশাকরি পরবর্তী সংস্করণে বইটির ভুলত্রুটিগুলো সমাধান হয়ে যাবে। তাই বইটি পড়তে চাইলে এর পরবর্তী সংস্করণ এর জন্য অপেক্ষা করতে পারেন। রিভিউটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Read More
Was this review helpful to you?
By 880****393,
15 Sep 2023
Verified Purchase
"আমি সাব্বির হোসেন, ঠাকুরগাঁও থেকে" ১। প্রথমত ডেলিভারি খুবই তাড়াতাড়ি পাওয়া যায়। ২। বই এর কালার খুবই সুন্দর। ৩। বই গুলো আকারে ছোট ডাইরির মত। ৪। বই এর পাতাগুলো অরিজিলান। ৫। প্রত্যেকটা বিষয় চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছে। ৬। মূল পয়েন্ট গুলো মার্ক করা আছে। ৭। এবং অনেক উদারণ থাকায় সহজে বুঝা যায়।
আমি বইগুলো পড়া শুরু করেছি এবং প্র্যাক্টিসও করছি ইনশাআল্লাহ আমিও কথা বলবো ইংলিশে।
এই বইগুলো আমাদের মত ছোট ছোট গ্রামের ছাত্র ছাত্রীদের জন্য এটা অনের বড় পাওয়া। কারণ বাড়িতে শিক্ষক রেখে পড়ার মত সামর্থ আমাদের থাকেনা। পরিশেষে, রকমারি ডট কম এবং লেখককে অনেক ধন্যবাদ ।
Read More
Was this review helpful to you?
By sabbir ahmed,
15 Jun 2021
Verified Purchase
আসসালামু আলাইকুম। আমি মোঃ সাব্বির আহমেদ শিক্ষার্থী পাবনা বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়।কিছুদিন আগে মুনজারিন শহীদের ঘরে বসে স্পোকেন ইংলিশ এবং সবার জন্য ভোকাবুলারি বইটি রকমারি থেকে অর্ডার করেছিলাম
আলহামদুলিল্লাহ অর্ডার করার পর নিদিষ্ট তারিখের মধ্যে আমার অর্ডারকৃত বই রাজশাহী Express এর মাধ্যমে ডেলিভারি পেয়েছি।বইটি হাতে পাওয়ার পরে একটি বইয়ের কিছু অংশ ছেড়া পেয়েছিলাম।রকমারিতে অভিযোগ করার পরে অল্প কিছুদিনের ভিতরে নতুন ফ্রেশ বই পাঠিয়ে দিয়েছে।ধন্যবাদ রকমারিকে। মাধ্যমে ডেলিভারি পেয়েছি।
Read More
Was this review helpful to you?
By Muntasir Mamun,
05 May 2022
Verified Purchase
#বই_রিভিউ
যদি মুখস্থ করা ছাড়াই Vocabulary শিখতে চান তাহলে পড়ে ফেলতে পাড়েন মুনজেরিন শহীদের সবার জন্য Vocabulary বইটি। বইটিতে রয়েছে ছবির মাধ্যমে প্রয়োজনীয় ইংরেজি শেখা, মনে রাখা ও ব্যবহারের ফর্মুলা; মুখস্থ করা ছাড়াই Vocabulary মনে রাখার সহজ পদ্ধতি; বাংলা অনুবাদের মাধ্যমে ইংরেজি Vocabulary শেখার শর্টকাট; Vocabulary শিখতে আমরা যে ভুলগুলো করি; Vocabulary আরও ভালো করে যেভাবে শেখা যায় সহ আরও অনেক কিছু আছে বইটিতে। আপনারা যারা Vocabulary শিখতে বা শব্দভাণ্ডার বাড়াতে চান তারা এই বইটি পড়ে ফেলুন।
Read More
Was this review helpful to you?
By Wasif Ibn Harun,
20 Oct 2023
Verified Purchase
English is an international language. So we can't refuse its importance. And vocabulary has as much significance as it So we should enrich our vocabulary to improve our speaking and writing. This book is an ideal one to improve this language skill. Therefore, you can buy it without any hesitation. In my opinion, this is the best vocabulary book in BD, which a person who was never good at English can also easily understand.
Read More
Was this review helpful to you?
By lutfar rahman,
22 Jul 2023
Verified Purchase
Kono kichu sikhte chaile akdom basic theke sekha uchit.Ar ai boi ta sebhabei likha.I think this book is very essential for students because ai time a amra vocabulary sikhte giye aikhan theke oikhan theke onk word sikhi but in the end of the day amra besi kichu bujhi o na.Even ase paser jinish gular English o amra bolte pari na . So if you are a student like me you must buy this
Read More
Was this review helpful to you?
By Shikha,
29 Dec 2023
Verified Purchase
The book is well written for learning spoken English. I have become fluent speaker by reading, learning and practising the book thoroughly. I want to thank the writer of the book for her efforts in writing the book for all types of spoken English learners. I will suggest all to buy this book for improving English speaking skills.
Read More
Was this review helpful to you?
By Marufa Ferdousi Sakiba,
27 Aug 2021
Verified Purchase
মনে হচ্ছে আমার মতোই অনেকে ১০ মিনিট স্কুলের নাম দেখে কিনেছে.. যদি সত্যিই ভোকাবুলারি শেখার ইচ্ছা থাকে তবে অনেক ভালো বই আছে.. Not so good.. মনে হচ্ছিলো ভিডিওর স্লাইডগুলোই কেউ যেন বই এ প্রিন্ট করে দিয়েছে.. Totally disappointed.. Now it’s upon to you either you buy it or not.. but i will not suggest it
Read More
Was this review helpful to you?
By Istiaq Ahmed,
19 May 2021
Verified Purchase
বইটি ভাগ্নিকে উপহার দিলাম। অসাধারন বই। কার্টের মাধ্যমে কিছু কিছু জটিল শব্দ যা কখন ব্যাবহার করতাম না সেটাও খুব সহজে উপস্থাপন করা হইসে। ইংলিশ শিখার এই বড় সমস্যা এই ভকেবুলারি। আর ভকেবুলারি এর খুব সহজে শিখার জন্য এই বই। বই ধরেই বুঝা যায় কতটা পরিশ্রম আছে এই বইটির পিছনে। বই- ১০/১০ লেখক- ১০/১০
Read More
Was this review helpful to you?
By Estieak Ahamed,
16 Jul 2021
Verified Purchase
Its a great book for the beginners. Everybody should purchase this book to speak in english. But the vocabularies given in the last part seem me very difficult. Allover I like this book very much. Thanks Munzereen apu to give a such kind of book to us???
Read More
Was this review helpful to you?
By Mehedi Hasan Sazol ,
06 Jun 2021
Verified Purchase
অনেক অসাধারণ একটি বই।আমি মনে করি যারা Vocabulary মনে রাখতে পারেনা এটা তাদের জন্য খুবই কার্যকর একটি বই।আর হ্যা আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি বই উপহার দেবার জন্য। আশা করি ভবিষ্যতে এমন ধরনের ভালো বই প্রকাশিত হবে।
Read More
Was this review helpful to you?
By Jobayer Ahmad Romeo,
21 Feb 2023
Verified Purchase
ধন্যবাদ : ?? Munzereen Shahid Appi ?? সবার জন্য Vocabulary বইটি সত্যি অনেক ভালো।। আমার বইটি পড়ে অনেক ভালো লাগছে।। আশা করি বইটি পড়ে সবাই উপকৃত হবে।। Best Of Luck Munzereen Shahid Appi For Your Next Book..
Read More
Was this review helpful to you?
By M Rifat Hasan,
19 Feb 2024
Verified Purchase
ফ্রন্টপেজে এরকম ছবি না দিলে ভালো হতো। তাছাড়া এই বইটা হচ্ছে একদম বিগিনার লেভেলের। যারা ইংরেজিতে মুটামুটি ভালো, তাদের জন্য না। ভেবেছিলাম কাজে আসবে, তবে তেমন কিছু না(বাচ্চাদের জন্য পারফেক্ট)
Read More
Was this review helpful to you?
By ATIQUR RAHMAN ,
24 Sep 2021
Verified Purchase
আমার পড়ার মধ্যে সবচেয়ে খারাপ বই এইটা। নাম শুনেই কিনতে যাবেন না আগে যাচাই করে দেখুন।বাঙ্গালি অন্ধের মতো বিশ্বাস করে কিছু বইয়ের লেখক আছে ব্যবসা করে।এই লেখকের থেকে বিরত থাকা মঙ্গল জনক হবে।
Read More
Was this review helpful to you?
By Ifty Ahmed ,
28 Feb 2022
Verified Purchase
তেমন একটা উপকারী কোনো বই না এটা। পুরোপুরি আশাহত হতেছি। "মুখস্থ করা ছাড়াই Vocabulary শিখুন" "সবার জন্য Vocabulary" ইত্যাদি চাটুকার বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে শুধু শুধু টাকা নষ্ট করেছি।