User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
I recently read this novel and i absolutely loved it. The storyline was engaging, and the characters were well-developed. The plot had great twists and kept me hooked till the end. Overall, it was an enjoyable read, and i highly recommend it to others.
Was this review helpful to you?
or
#বকুলবাহা রিভিউ ? দীর্ঘ দিন অপেক্ষায় ছিলাম কবে প্রিয় লেখকের নতুন বই পাবো।হঠাৎ ফেইসবুক স্ক্রোল করার সময় সামনে পোষ্ট দেখতে পাই নতুন বইয়ের প্রচ্ছদ ছবি ও বইয়ের নাম।মনটা খুশিতে ডগমগ। তার এক দিন কি দু দিন পর দেখি প্রি-অর্ডার এর জন্য পোস্ট করা হয়েছে। আমি সবসময় সোয়েব আল হাসান ভাইয়ের নতুন বই প্রি-অর্ডার করি। সেইদিন অ ঠিক তাই করলাম পোষ্ট দেখা আর সাথে সাথে অর্ডার কনফার্ম করা। তার পর থেকে অপেক্ষা, অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।কবে পাব? বই কবে পড়বো? এই করতে করতে হটাৎ একদিন ফোনে একটা টেক্সট আসে। কোরিয়ারে আমার বইটা পাঠানো হয়। পরের দিন চলে গেলাম বই আনতে, বইটা হাতে পেয়ে কি যে খুশি হইছি,মনে হচ্ছিল আকাশের চাঁদ হাতে।রাস্তায় আশে পাশে যারা ছিলো সবাই তাকিয়ে আছে, শুধু জিজ্ঞেস করতে পারছে না আমি এতো খুশি কেন।আমার সাথে আমার ফ্রেন্ড ছিলো সেও অবাক একটা মানুষ বই পেয়ে এতো খুশি হয় কেমনে? এতখন যেই বইটার কথা বলছি তার নাম হলো" বকুল বাহা" লিখেছেন আমার প্রিয় কবি~ সোয়েব আল হাসান। বলা হয়ে ছে এটি একটি সামাজিক উপন্যাস। কিন্তু বইটা আমি গতকাল পড়ে শেষ করি।তাতে এটাকে শুধু সামাজিক না একটা ফুল প্যাকেজ বই বা একের ভিতর অনেক বই বলা যেতে পারে বকুল বাহা। শুরু তে ছিলো বইটি কবি তার মেজো আপা কে উৎসর্গ করেছেন,এখানে ভাই বোনের একটা পবিত্র সম্পর্ক ফুটে ওঠেছে।ভাই বোনের ভালোবাসা সৃষ্টি কর্তার দান।পড়তে পড়তে চোখে অশ্রু ঝড়ে ছিলো?। ভাই বোনের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। ❤️? ভুমিকায় দেখা যায় কবি লেখার শুরু তে অনেক কনফিউশানে পরতো।রাগ করে লেখা বন্ধ করে দিয়েছে।কিন্তু আবার থেমে থাকা চিন্তা গুলো নতুন করে উঁকি দিচ্ছে আর, কবি আবার লেখা শুরু করছে এবং শেষ অ করছে।যার জন্য আমরা এতো সুন্দর বই পেলাম। তার জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি ? গল্পের শুরু হয় এক ছোট গ্রাম দিয়ে।আলোকপুর এমন একটি গ্রাম যেখানে সবাই ভুতপ্রেত আর কুসংস্কারে বিশ্বাস করে।গ্রামের সহজ সরল মানুষের মন নিয়ে খেলা করে নিজেদের আখের গুছায় কিছু অসাধু লোক। গল্পে আরো আছে এক ধনী ফেমিলি। এক বয়স্ক লোকের প্রতিবাকে কিভাবে দমিয়ে রাখতে হয়,কি ভাবে বয়স বারার সাথে সাথে পরিবরের সদস্যদের কাছে অপ্রয়োজনীয় বোজা হয়ে যায়।আবার হাজারো রাগ অভিমানের পর স্বামী স্ত্রী একে অপরের সাথে মানিয়ে সংসার করে।একজন আরেক জনের পরিপূরক তা বুঝা গেছে। সংবাদ কর্মীদের কি ভাবে কাজ করা উচিত তা শেখার আছে। সব থেকে আকর্ষনীয় হচ্ছে বকুলের চরিত্র। কিভাবে একটা মেয়ে শুন্য থেকে উঠে আসে,, বকুল তার অদম্য আগ্রহের জন্য কোথা থেকে কোথায় গেছে তা সত্যি প্রশংসনীয়। বাবা -মা সন্তানের জন্য সমস্ত কষ্ট সহ্য করতে পারে। সন্তানের প্রতি মা বাবার সীমাহীন ভালোবাসা ফুটে ওঠেছে। আপনজন হারানোর কষ্ট বুকে চেপে, তাকে ফিরে পাওয়ার আসা নিয়ে বেঁচে থাকা।তাকে খোঁজে পাওয়ার জন্য সবটা দিয়ে চেষ্টা করা। আরো আছে কাছের মানুষের বেইমানী করার রুপ।আবার নিজের দোষ ডাকতে সবার সামনে ভালো সাজা।গল্পের মাঝে মাঝে কবিতার লাইন গুলো আরো বেশি ভালো লাগছে। গদ্যের মধ্যে পদ্য, প্রতিটা পৃষ্ঠায় শুধু রহস্য আর রহস্য। রয়েছে বন্ধুের ভালোবাসা। একটা ভুল সিদ্ধান্ত একটা জীবন ধ্বংসের কারণ এই গল্পে তা লেখা আছে।সত্যি কখনো চাপা থাকে না। আছে ৯০ দশকের ভালোবাসা। শেষে আছে আলোকপুরে আলো ফেরে। মানুষ আধুনিক যোগের সাথে পরিচিত হয়।আর বকুল ও সাদমানের ভালোবাসা পূর্ণতা পায়।❤️?? আমার কাছে অসম্ভব ভালো লাগছে বইটা।পড়ছিলাম আর কল্পনা করছিলাম চোখের সামনে চরিত্র গুলো। আমার লেখায় যদি কোনো ভুল থাকে তা হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বকুল বাহা পড়ার পড় থেকে বই পড়ারা ইচ্ছে টা বহুগুণ বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি ~সোয়েব আল হাসান বকুলবাহা &প্রিয় কবির জন্য দোয়া ও ভালোবাসা ?❤️ #বকুলবাহা সোয়েব আল হাসান & Soyeb Al Hasan
Was this review helpful to you?
or
# বকুলবাহা লেখকের এক অপূর্ব সৃষ্টি। একটা সহজ সরল গল্প থেকে হঠাৎ দুর্ধর্ষ অভিযান হয়ে ওঠার গল্প। শেকড় থেকে শিখরে যাওয়ার সংগ্রাম। সুন্দর উপস্থাপনা যেন ভিষন আপন খুব চেনা আবার অচেনা। গল্পের চরিত্র গুলো খুব হৃদয়স্পর্শী একজন স্নেহশীল ধার্মিক দরিদ্র বাবা, কন্যা হারানো মমতাময়ী মা,সংগ্রামী লক্ষ্যে অবিচল এক তরুণী, আত্ম অহংকার বিহীন পরোপকারী বন্ধু এমন অনেক চরিত্র রয়েছে ছোট্ট একটা চরিত্রে নিজের নাম দেখে অত্যন্ত ভালো লেগেছে।সবচেয়ে বেশি ভালো লেগেছে বিভিন্ন সময় দোয়া ও সূরা এর আয়াত নাম্বার উল্লেখ করা। ছোট ছোট কবিতার লাইন।অনুপ্রেরণা মূলক বক্তব্য। সব মিলিয়ে অসাধারন। এতো দিনের অপেক্ষা সেই বরিশাল থেকে ছুটে আসা সার্থক। ??