বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সর্বকালের সেরা একটি আত্মজীবনী মূলক ইতিহাস গ্রন্থ । যেটি ইতিমধ্যে বেশ কয়েকটি জাতীয় পুরষ্কার অর্জন করতে সক্ষম হয়েছে। প্রথম আলো বর্ষসেরা বইয়ের ও বা... See more
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সর্বকালের সেরা একটি আত্মজীবনী মূলক ইতিহাস গ্রন্থ । যেটি ইতিমধ্যে বেশ কয়েকটি জাতীয় পুরষ্কার অর্জন করতে সক্ষম হয়েছে। প্রথম আলো বর্ষসেরা বইয়ের ও বাংলা একাডেমি জাতীয় সাহিত্য পুরষ্কার প্রাপ্তি অন্যতম। মূলত পুরো বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও তার ব্যক্তিজীবন নিয়ে লেখা । হায়দার আকবর খান রনোর মতো রাজনৈতিক নেতা ও দেশের কমিউনিস্ট আন্দোলনের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যখন আত্মজীবনী লেখেন, তখন তা হয়ে দাঁড়ায় রাজনৈতিক দলিল। মার্কসীয় তত্ত্ব, রাশিয়ান ও সোভিয়েতের বিভিন্ন তত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, দর্শন এমনকি সাহিত্য ও বিজ্ঞান নিয়েও তার রয়েছে অনেক রচনা। কিন্তু জীবনীমূলক এ বই রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতির আত্মানুসন্ধান। ষাটের দশকের শুরু থেকে বিংশ শতাব্দীর পুরোটা জুড়ে সংগ্রাম ও রাজনৈতিক ঘটনাবলীর অভিজ্ঞতাসমৃদ্ধ লেখাটি যখন ধারাবাহিকভাবে খবরের কাগজে প্রকাশিত হচ্ছিল, তখনই পাঠকের কৌতূহল সৃষ্টি করেছিল। আত্মজীবনী হলেও গ্রন্থের পরিধি ও বিস্তার বহুদূর পর্যন্ত জাতীয় রাজনীতি থেকে কমিউনিস্ট আন্দোলন, দেশ থেকে বিদেশ, ব্যক্তিজীবন থেকে সমাজজীবন, বড় বড় রাজনৈতিক ঘটনা থেকে ছোট ছোট চমকপ্রদ কাহিনী- যা গ্রন্থটিকে বহুমাত্রিক বৈশিষ্ট্য দান করেছে। ইতিহাসের উপাদান ও তত্ত্বের গভীরতাও পাঠক পাবেন গল্পের ঢং-এ লেখা এ রচনা থেকে, যদিও লেখক বইটিকে ইতিহাস বা তাত্ত্বিক রচনা বলতে রাজি নন। শতাব্দী পেরিয়ে বইতে লেখক পেছনের দিনগুলির দিকে ফিরে তাকিয়েছেন, কিন্তু অঙ্গুলি নির্দেশ করেছেন নতুন শতাব্দীর দিকে। আত্মজীবনী মূলক ইতিহাস ও রাজনৈতিক গ্রন্থ । মূলত পুরো বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও তার ব্যক্তিজীবন নিয়ে লেখা । হায়দার আকবর খান রনোর মতো রাজনৈতিক নেতা ও দেশের কমিউনিস্ট আন্দোলনের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যখন আত্মজীবনী লেখেন, তখন তা হয়ে দাঁড়ায় রাজনৈতিক দলিল। মার্কসীয় তত্ত্ব, রাশিয়ান ও সোভিয়েতের বিভিন্ন তত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, দর্শন এমনকি সাহিত্য ও বিজ্ঞান নিয়েও তার রয়েছে অনেক রচনা। কিন্তু জীবনীমূলক এ বই রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতির আত্মানুসন্ধান। ষাটের দশকের শুরু থেকে বিংশ শতাব্দীর পুরোটা জুড়ে সংগ্রাম ও রাজনৈতিক ঘটনাবলীর অভিজ্ঞতাসমৃদ্ধ লেখাটি যখন ধারাবাহিকভাবে খবরের কাগজে প্রকাশিত হচ্ছিল, তখনই পাঠকের কৌতূহল সৃষ্টি করেছিল। আত্মজীবনী হলেও গ্রন্থের পরিধি ও বিস্তার বহুদূর পর্যন্ত জাতীয় রাজনীতি থেকে কমিউনিস্ট আন্দোলন, দেশ থেকে বিদেশ, ব্যক্তিজীবন থেকে সমাজজীবন, বড় বড় রাজনৈতিক ঘটনা থেকে ছোট ছোট চমকপ্রদ কাহিনী- যা গ্রন্থটিকে বহুমাত্রিক বৈশিষ্ট্য দান করেছে। ইতিহাসের উপাদান ও তত্ত্বের গভীরতাও পাঠক পাবেন গল্পের ঢং-এ লেখা এ রচনা থেকে, যদিও লেখক বইটিকে ইতিহাস বা তাত্ত্বিক রচনা বলতে রাজি নন। শতাব্দী পেরিয়ে বইতে লেখক পেছনের দিনগুলির দিকে ফিরে তাকিয়েছেন, কিন্তু অঙ্গুলি নির্দেশ করেছেন নতুন শতাব্দীর দিকে।
Title
শতাব্দী পেরিয়ে (বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১)
Hayder Akbor Khan Rano জন্ম : ১৯৪২ খ্রিস্টাব্দ, কলিকাতা। হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা। একই সঙ্গে জননেতা ও তাত্ত্বিক। প্রকাশিত বইয়ের সংখ্যা তেইশটি। রাজনীতি, অর্থনীতি, দর্শন, বিজ্ঞান ও সাহিত্য নিয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। প্রবন্ধের সংখ্যা অসংখ্য। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার ছাত্র থাকা অবস্থাতেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। তখনই নিষিদ্ধ ঘোষিত গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। কমিউনিস্ট আন্দোলনের বিভিন্ন ভাঙা-গড়া ও বাঁকমোড়ে তিনি ভূমিকা রেখেছিলেন। ’৬২-র সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ষাটের দশকে নতুন ধারার জঙ্গি শ্রমিক-আন্দোলনের অন্যতম স্থপতি, ’৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ’৭১-এর রণাঙ্গনের সৈনিক, ’৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার হায়দার আকবর খান রনো’র জীবন বৈচিত্র্যে ভরপুর। বারবার কারাবরণ ও আত্মগোপন জীবন এবং রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি লিখে চলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ইতিহাস বুঝতে হলে এই বইটি অবশ্যপাঠ্য।এদেশের সমাজতান্ত্রিক দল গুলোর ইতিহাস ও তার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে ও এ বইটি সাহায্য করবে। লেখকের সততা এইখানে যে তিনি এই বইতে সমাজতান্ত্রিক আন্দোলন এর ভুলত্রুটি এবং তার ব্যক্তিগত রাজনৈতিক ভুলত্রুটি ও অগোচরে স্বীকার করে নিয়েছেন। এককথায় অসাধারন এক বই।
Read More
Was this review helpful to you?
By Mahmudur Rahman,
08 Oct 2019
Verified Purchase
বাংলাদেশের প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের মাঝে অন্যতম, হায়দার আকবর খান রনো। রাজনীতি জীবনের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন সমাজতান্ত্রিক রাজনীতির সাথে। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলন, কমিউনিস্ট পার্টির উত্থান পতনের সাথে তিনি সরাসরি জড়িত। তাই তার আত্মজীবনী হয়ে উঠেছে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস।
আদতে 'শতাব্দী পেরিয়ে' ঠিক 'আত্মজীবনী' নয়। কেননা এখানে লেখকের নিজের কথা খুব কমই আছে। না আছে তার ব্যক্তিগত সুখ দুঃখ, গল্পকথা, না আছে স্মৃতির বাজার। বরং শুরু থেকে শেষ পর্যন্ত উঠে এসেছে তার জীবদ্দশায় ঘটে যাওয়া বিশেষ সব রাজনৈতিক ঘটনার কথা।
বইটা সুলিখিত এবং সুখপাঠ্য। দেশভাগ থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের কথা লিখেছেন তিনি। তৃতীয় অংশে আছে নান দেশ ভ্রমণের অভিজ্ঞতা। বাংলাদেশের কমিউনিস্ট রাজনীতির ইতিহাস উঠে এসেছে দারুন ভাবে। সেই সঙ্গে তাদের নানা বিভক্তি, মতবিরোধের কথাও। কিন্তু, রনোরা ঠিক কি করেছেন আসলে?
বুর্জোয়া, শ্রেনী সংঘাত, মার্কস, লেলিন প্রভৃতি কথা আর নাম ঘুরেফিরে আসে। অথচ, সেসব তত্ত্বের সারবত্তা কিংবা বিস্তৃত ব্যাখ্যা আসে না। সে না আসুক, দৃষ্টিকটু বিষয় হলো লেখকের বয়ানে পাওয়া যায়, দেশের গুরুত্বপূর্ণ সব ঘটনা তাদের অগোচরে ঘটেছে। মুজিব হত্যা, ক্যু-পাল্টা ক্যু, জিয়া হত্যা কোন কিছুই তারা আঁচ করতে পারেন নি। কেবল অবাক হয়েছেন। রনো নিজে এই বিশেষ সময়গুলোতে 'আন্ডারগ্রাউন্ডে' ছিলেন।
কাল পরম্পরায় ঘটনা জানার জন্য বইটা ভালো। লেখক পাক্কা কমিউনিস্ট। মেনন-ইনুদের মতো বুর্জোয়া দলে ভেড়েন নি। মুজিব থেকে এরশাদ, সবাইকে কষে গাল দিলেও, 'সমাধান' কিংবা 'করনীয়' প্রসঙ্গে কোন কথা খুঁজে পাওয়া কষ্টকর
Read More
Was this review helpful to you?
By Shadin Pranto ,
06 Oct 2019
Verified Purchase
প্রবীণ বামনেতা হায়দার আকবর খান রনোর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের খতিয়ান এই প্রায় পাচঁশো পৃষ্ঠার এই বই।
নিজে বামপন্থী। তাই বাংলাদেশের বামরাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের অবশ্যপাঠ্য এই বই।
বামপন্থী রনো অনেকক্ষেত্রেই নিজ পার্টি বা বামপন্থীদের ভুল-চুক এড়িয়ে গেছেন। মুক্তিযুদ্ধে শহীদের ইস্যুকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। বাংলাদেশের রাজনীতিতে দলপাল্টানো কাপড় বদলানোর চে' সোজা। রনোর বারবার এসব পল্টিবাজ সাদা রাজনৈতিক নেতাদের কালো অতীত সামনে এনেছেন। কিন্তু নিজের বন্ধু বলে কাজী জাফর ও মেননদের ছাড় দিয়েছেন সোৎসাহে।
রাজনৈতিক ইতিহাসের এক অনবদ্য দলিল রনোর "শতাব্দী পেরিয়ে "।
Read More
Was this review helpful to you?
By G S M Fazlullah Raaz,
01 Jan 2022
Verified Purchase
Shotti rono sir ar lekhok jiboner shobcheye shera boi ati, jekhane akadhare Bangladesh er juddher ager itihash, onno dikey rajnitir itihash duitai paben, and shotti eti borsho shera boiyer puroshkar deserved kore,
Read More
Was this review helpful to you?
By Moon Light,
30 Mar 2024
Verified Purchase
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা এবং সুন্দর নিরপেক্ষ বই এটি, হুমায়ূন আহমেদ স্যারের দেয়াল বইটিতেও এই বইটির রেফারেন্স দেওয়া আছে।