বাঙালি মুসলিম লেখকদের মধ্যে অন্যতম কীর্তিমান কথাসাহিত্যিক আহমদ ছফা একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সাংবাদিক, গণবুদ্ধিজীবী ও চিন্তাবিদ। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান আহমদ ছফা জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ৩০ জুন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে। নিজ এলাকায় তাঁর শিক্ষাজীবন শুরু হয়, এবং ১৯৫৭ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং মাস্টারদা সূর্যসেনের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হলেও সেখানে পড়ালেখা শেষ করেননি, এবং জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের অধীনে পিএইচডি শুরু করলেও তা আর শেষ করা হয়ে ওঠেনি। আহমদ ছফা এর বই সমূহ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে পাঠকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করে। স্বাধীন বাংলাদেশের প্রথম বই হিসেবে প্রকাশিত হয় তাঁর লেখা প্রবন্ধগ্রন্থ ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’। আহমদ ছফা এর বই সমূহের মাঝে 'ওঙ্কার', 'অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী', 'বাঙালি মুসলমানের মন', যদ্যপি আমার গুরু', 'গাভী বিত্তান্ত' প্রভৃতি উল্লেখযোগ্য। তাঁর আরেকটি উল্লেখযোগ্য কীর্তি হলো জার্মান সাহিত্যিক গ্যাটের অমর সাহিত্যকর্ম 'ফাউস্ট' বাংলায় অনুবাদ করা। আহমদ ছফা এর বই সমগ্র একত্রিত করে রচনাবলি আকারে ৯টি খন্ডে প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানবিরোধী এই সাহিত্যিক 'লেখক শিবির পুরস্কার' ও বাংলা একাডেমির ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ পেলেও সেগুলো গ্রহণ করেননি। এই পাঠকনন্দিত সাহিত্যিক ২০০১ সালের ২৮ জুলাই ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর 'একুশে পদকে' ভূষিত হন।
বুক রিভিউ সূর্য তুমি সাথী-- আহমদ ছফা ** আহমদ ছফার উপন্যাস সমগ্র থেকে প্রথম উপন্যাস ‘সূর্য তুমি সাথী’ উপন্যাসটি পড়লাম। ‘সূর্য তুমি সাথী’ মূলত ষাটের দশকের সমাজ ব্যবস্থার এক নিদারুণ প্রতিচ্ছবি। ব্রিটিশদের সময়কার জমিদারী প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন সমাজে জমিদারিত্বের প্রভাবে নিষ্পেষিত সমাজের করুণ বাস্তবতাকে সাহিত্যের ভাষায় শিল্পীয় রূপ দিয়েছেন সাহিত্যিক আহমদ ছফা। সমাজপতিদের নিষ্পেনের যাতাকলে পিষ্ট হয়ে নিম্ন বিত্তরা কিভাবে ধীরে ধীরে মাটির সাথে মিশে যায় সেই নিদারুণ সত্যই আহমদ ছফা তুলে ধরেছেন তাঁর প্রথম উপন্যাসে। নিম্ন বিত্ত, নিম্ন মধ্যবিত্তদের শোষন করে সমাজপতিরা কিভাবে ফুলে ফেঁপে উঠে সেই ছবিও চিত্তায়িত হয়েছে আহমদ ছফার প্রথম উপন্যাসে। ধর্মীয় গোঁড়ামী এবং শিক্ষার অভাবের ফলে পিছিয়ে পড়া সমাজের এক বাস্তব চিত্র ‘সূর্য তুমি সাথী’ উপন্যাস। সমাজপতি ও শাসকশ্রেণী স্বার্থের জেরে দিনের আলোতে একে অন্যের বিরোধী হলেও স্বার্থের কারণেই পর্দার আঁড়ালে তারা সবাই এক, এই রূঢ় সত্যটি তুলে ধরে আহমদ ছফা বলেছেন “পূণিমায় চোরেরা যতই মারামারি কাটাকাটি করুক না কেন অমাবশ্যার জোতে তারা সকলে একজাত”। নিষ্পেষিত সমাজের পদদলে পিষ্ট হয়েও নির্যাতিতদের একটি প্রতবাদী শ্রেণী থাকে, যারা সুযোগ ফেলে সমাজের সকল অন্যায়-অবিচার ভেঙ্গ চুরমার করে দিতে চাই। সেই প্রতিবাদী শ্রেণীকেও আহমদ ছফা তাঁর প্রথম উপন্যাসে শিল্পীয় ভাষায় তুলে ধরেছেন। উপন্যাসটি ষাটের দশকের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে রচিত। বর্তমান সমাজ ব্যবস্থা অনেকটা পরিবর্তন হলেও এই উপন্যাসের প্রতিচ্ছবি সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে ভেসে উঠে ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে। তাই কথাশিল্পী, ঔপন্যাসিক ও সাহিত্যিক হিসেবে আহমদ ছফা বেঁচে থাকবেন যুগের পর যুগ। ------ ফারুক আহমদ চন্দনাইশ, চট্টগ্রাম।
Read More
Was this review helpful to you?
By সবুজ আহম্মদ মুরসালিন ,
26 Feb 2020
Verified Purchase
আহমেদ সফা প্রিয় লেখকদের মধ্যে একজন।
আমার মতে পৃথকভাবে বই না কিনে সমগ্র কেনা অনেক ভাল। এখানে ৮ টা উপন্যাস আছে। আমরা যদি এটা ক্রয় করি তাহলে আমাদের ব্যয় খুব কম হয়। আমি হিসাব করে দেখেছি প্রতিঠি বই এর মূল্য ৪৫ টাকা পড়েছে। কিন্তু যখন আমরক প্রতিটি বই আলাদাভাবে কিনবো দাম পড়বে ১২০ । তাহলে সমগ্র সব চেয়ে বেস্ট
Read More
Was this review helpful to you?
By Md Thohidul Karim,
17 Aug 2021
Verified Purchase
I am very satisfied. The shipping was quite fast compare to previous couple of orders. Please keep up the good work.
Read More
Was this review helpful to you?
By Mrasel_x,
28 Feb 2022
Verified Purchase
উপন্যাসগুলো অনেক আগেই পরেছিলাম, কিন্তু সংগ্রহে ছিলনা তাই সংগ্রহ করা।।
আহমদ ছফা মানেই এক অন্য রকম কিছু❤️
Read More
Was this review helpful to you?
By Ahmed Tanim,
14 Jul 2021
Verified Purchase
ছফা সুন্দর কঠিন। ছফার বইকে মূল্যায়ন করার মতো যোগ্যতা আমার হয়নি। কোনোদিন হলে নিজে থেকে রিভিউ দিবো।