"টেলিভিশন নাটকের স্ক্রিপ্ট ও নির্মাণ" বইটি সম্পর্কে কিছু কথা: যিনি স্ক্রিপ্ট লিখতে চান, তার ভেতরে গল্প থাকতে হবে। গল্প বলার প্রবণতা থাকতে হবে। এই গ্রন্থে আমি যা বলবাে সব আমার নিজের অভিজ... See more
"টেলিভিশন নাটকের স্ক্রিপ্ট ও নির্মাণ" বইটি সম্পর্কে কিছু কথা: যিনি স্ক্রিপ্ট লিখতে চান, তার ভেতরে গল্প থাকতে হবে। গল্প বলার প্রবণতা থাকতে হবে। এই গ্রন্থে আমি যা বলবাে সব আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলবাে। নাটকের স্ক্রিপ্ট তৈরী, নির্মাণ এবং অভিনয় এই তিনটি বিষয়ের সাথেই আমি পেশাগতভাবে যুক্ত। অবশ্যই এই পেশাটা এসেছে নেশা থেকে। তিনটি বিষয়ই আর্ট বা শিল্পের সাথে যুক্ত। কাজেই যারা এই পথটি বেছে নেবেন কাজ করার জন্য তাদেরকে অবশ্যই মনের ভেতরে শিল্পীর মানসিকতা রাখতে হবে। কারণ যে প্রক্রিয়ায় একজন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যাংকার হয় বা অন্যান্য পেশার সাথে যুক্ত থাকে, মিডিয়ার সাথে তার একটা পার্থক্য রয়েছে। অন্য পেশার মানুষেরা স্বপ্ন দেখেন তাদের লক্ষ্যে পৌঁছানাের জন্য। মিডিয়াতে যারা কাজ করতে আসে তারাও স্বপ্ন দেখেন। এক্ষেত্রে মিডিয়ার মানুষের স্বপ্নের সাথে সগ্রামটা অনেক বেশি থাকে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানাের জন্য অভিভাবকেরা স্বেচ্ছায় তাদের সন্তানের পেছনে যে বিনিয়ােগ করেন, সন্তান যদি শিল্পী, লেখক, কবি হতে চান সেখানে অভিভাবকদের কোনাে বিনিয়ােগ থাকে না। শুধু তাই নয়, বিনিয়ােগ তাে দূরের কথা সম্মতিটুকুও পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। এ কথা বহুভাবে প্রমাণিত হয়েছে শিল্পের শাখায় যুক্ত বিভিন্ন মহামানবের জীবনে। এটা আমার নিজের কথা, 'Struggle is beauty' ‘সংগ্রামই সুন্দর জীবন। কাজেই যারা শিল্পের বিভিন্ন ধারায় কাজ করতে আসবেন তারা আজীবন যুদ্ধ করতে হবে মেনে নিয়েই আসেন বা আসতে হবে। এই গ্রন্থটি টেলিভিশন নাটকের স্ক্রিপ্ট এবং নির্মাণ নিয়ে গঠিত। যারা অভিনয় করবেন তাদের জন্যও গ্রন্থটি সাহায্য করবে। যারা নাটকের স্ক্রিপ্ট লিখতে চান এবং নাটক নির্মাণ করতে চান এই গ্রন্থটি পাঠের পর তারা তাদের কাজের একটা নতুন শক্তি পাবেন বলে আমি বিশ্বাস করি।। সবাইকে শুভেচ্ছা।
This book is not written by Tarek Masud. I bought this book some days ago from Rokomari seeing the name of Tarek Masud. But when I got this book, I saw that the book is actually written by Tarek Mahmud.