ফ্ল্যাপে লেখা কিছু কথা সান্তা মনিকা পর্বতে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেল ছোট্ট একটি বিমান। খুনের গন্ধ পেল গোয়েন্দাপ্রধান কিশোর পাশা। দুই সহকারী মুসা আর রবিনকে নিয়ে তদন্তে নামল স... See more
ফ্ল্যাপে লেখা কিছু কথা সান্তা মনিকা পর্বতে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেল ছোট্ট একটি বিমান। খুনের গন্ধ পেল গোয়েন্দাপ্রধান কিশোর পাশা। দুই সহকারী মুসা আর রবিনকে নিয়ে তদন্তে নামল সে। খুনির গন্ধ শুঁকে শুঁকে, প্রাণের ঝুঁকি নিয়ে পৌঁছল গিয়ে নেভাডা মরুভূমিতে। ‘এক্স’,‘ওয়াই’ ও ‘জেড’-এর জটিল রহস্যের সমাধান না করে তারা ছাড়বে না। কিন্তু মরুভূমির আকাশে রাতের বেলা অদ্ভুত ভায়া হয়ে যা ওড়ে, ওটা আসলে কী?
রকিব হাসান বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা ও কিশোর-কিশোরীদের সেরা পছন্দের লেখকদের শীর্ষ তালিকার একজন। তাঁর মাধ্যমেই বাংলাদেশের কিশোর-কিশোরীরা গোয়েন্দা কাহিনি ও তিন গোয়েন্দা সিরিজের সাথে পরিচিত হতে থাকে। শুধু তাই নয়, তিনি বহু ক্লাসিক ও কিশোর রোমহর্ষক সিরিজের অন্যতম জনপ্রিয় লেখক। লেখালেখির দীর্ঘ ৫০ বছরে চারটি প্রজন্ম অতিবাহিত হলেও আজও তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বি। মূলত তিনি নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন বিধায় মিডিয়ায় তাঁর উপস্থিতি নেই বললেই চলে। তবুও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশ বিদেশে তাঁর লক্ষ লক্ষ পাঠকশ্রেণি রয়েছে। যাদের ছেলে-মেয়ে-নাতি-নাতনী এবং পরবর্তী প্রজন্মের কিশোর-কিশোরীদের কাছেও রকিব হাসান অত্যন্ত জনপ্রিয় লেখক। বর্তমান প্রজন্মের পাঠক-ভক্তদের কাছেও ‘তিন গোয়েন্দা সিরিজটি’ এবং ‘কিশোর, মুসা, রবিন’ চরিত্রটি অসম্ভব জনপ্রিয়। দেশের অন্যতম জনপ্রিয় ও কিশোর-কিশোরীসের সেরা পছন্দের এই গুণী লেখকের জন্ম কুমিল্লায়, ১৯৫০ সালে। মূলত এক সময়ে পাঠকের হাতে স্বল্পমূল্যে বই তুলে দিতে এবং নিত্য নতুন পাঠক সৃষ্টি করতে ‘পেপারব্যাক সংস্করণে’ প্রকাশিত স্বনামে-বেনামে তাঁর লেখা বহু বই তিন দশক ধরে বেস্টসেলার ও জনপ্রিয়তার শীর্ষে ছিল। আজও তাঁর প্রকাশিত বইগুলো সমান জনপ্রিয়তার শীর্ষে। সকল কিছুকে ছাপিয়ে তাঁর ‘তিন গোয়েন্দা সিরিজটি’ এবং ‘কিশোর, মুসা, রবিন’ চরিত্র কালজয়ী জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে। স্বনামে-বেনামে ও ছদ্মনামে এই তিন ক্যাটাগরিতেই তাঁর জনপ্রিয়তায় কোন ছেদ পড়েনি। তিনি সকল ধরনের মিডিয়া ও প্রচার প্রচারণাকে এড়িয়ে চলতে পছন্দ করতেন বলে অত্যন্ত জনপ্রিয় এই লেখকের ফেসটি তেমন পরিচিত নয়। কিন্তু আমরা বাস্তবতায় দেখেছি যে, যখন কোন পাঠক একটু জানতে পেরেছেন যে, রকিব হাসান বইমেলায় অমুক প্রকাশনীতে আছেন, তখন একে একে নিমিষেই প্রচÐ ভীড়ের সৃষ্টি হতো। এমনকি পাঠকের ভীড়ে তাঁকে খুঁজে পাওয়া দায় হয়ে যেতো। এই গুণী লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে প্রায় পাঁচ শতাধিক। তাঁর লেখা প্রথম বই প্রকাশিত হয় ১৯৭৭ সালে, ছদ্মনামে। স্বনামে প্রথম প্রকাশিত বইটি ছিল অনুবাদগ্রন্থ, ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’। এরপর অনুবাদ করেছেন জুল ভার্ন, জিম করবেট, কেনেথ অ্যান্ডারসন, মার্ক টোয়েন, রবার্ট লুই স্টিভেনসন, হেনরি রাইডার হ্যাগার্ড, ফ্রেড জিপসন, রেনে জুঁইঅ, এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেল-এর মত বিখ্যাত লেখকদের অনেক ক্লাসিক বই। অনুবাদ করেছেন মহাক্লাসিক ‘অ্যারাবিয়ান নাইটস’ ও এডগার রাইস বারোজ- এর ‘টারজান’ সিরিজ। তাঁর লেখা সবচেয়ে জনপ্রিয় হয়েছে ছোটদের নিয়ে রচিত ‘তিন গোয়েন্দা’ সিরিজটি। এই সিরিজের তিনটি মূল চরিত্র ‘কিশোর-মুসা-রবিন’কে নিয়ে লিখেছেন আরও তিনটি সিরিজ ‘তিন বন্ধু’, ‘তিন কিশোর গোয়েন্দা’ ও ‘গোয়েন্দা কিশোর মুসা রবিন’। লিখেছেন ‘কিশোর গোয়েন্দা’ সিরিজ ‘খুদে গোয়েন্দা’ সিরিজ, জাফর চৌধুরী ছদ্মনামে ‘রোমহর্ষক’ সিরিজ এবং আবু সাঈদ ছদ্মনামে ‘গোয়েন্দা রাজু’ সিরিজ। এ ছাড়া কিশোরদের জন্য বেশ কিছু ভূতের বই ও সাইন্স ফিকশনও লিখেছেন তিনি। তাঁর লেখা কিশোর-কিশোরীদের দারুণভাবে আকৃষ্ট করে এবং সেরা বিনোদন যোগায়। আমরা এই গুণী ও অত্যন্ত জনপ্রিয় লেখকের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহপাক আমাদের প্রত্যাশা পূরণ করুন। আমীন।
The story of this book is really awesome, Full of knowledge & thrill. After a long time I got to read such a book of Tin Goyenda which is here as Goyenda Kishore Musa Robin. I am eagerly looking for next book of this series. Thank you to Rokib Hasan for this book.
Read More
Was this review helpful to you?
By Wasinul Hoque Khan,
09 Jun 2022
Verified Purchase
Onek bhalo quality. Love it
Read More
Was this review helpful to you?
By Md.Masum Billah,
19 Nov 2023
Verified Purchase
সত্যিই অসাধারণ
Read More
Was this review helpful to you?
By Jannatul Naym Pieal,
31 May 2014
Verified Purchase
আমি প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। আমার কাছে মনে হয়েছে, সেবা প্রকাশনীতে 'তিন গোয়েন্দা' লেখার সময় প্রধান তিন চরিত্র কিশোর, মুসা আর রবিনের যে আলাদা আলাদা স্বকীয় ও স্বতন্ত্র চরিত্র রকিব হাসান সৃষ্টি করেছিলেন, তার সাথে 'প্রথমা' প্রকাশনী থেকে প্রকাশিত কিশোর-মুসা-রবিন সিরিজের প্রধান তিন চরিত্রের বেশ কিছু স্থূল বৈসাদৃশ্য বিদ্যামান রয়েছে যে কারণে বেশ স্বাভাবিকভাবেই এই উপন্যাস বা এই সিরিজের অন্যান্য উপন্যাস পড়তে গিয়ে পাঠকের কাছে মনে হতে পারে, এই কিশোর, এই মুসা, এই রবিন - এরা যেন তাদের কাছে কোন নতুন চরিত্র। দীর্ঘদিন ধরে যে কিশোর, মুসা, রবিনকে পাঠক চিনে এসেছে, শামসুদ্দীন নওয়াব 'তিন গোয়েন্দা'র হাল ধরার পরও কিন্তু খানিকটা হলেও সেই কিশোর, মুসা, রবিনের চরিত্রকে ধরে রাখতে পেরেছিলেন। কিন্তু এইখানে প্রধান তিন চরিত্রকে আমার একেবারে অন্যরকম লেগেছে। সম্পূর্ণ ভিন্ন একটি প্রকাশনী থেকে, সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং নতুন নামে সিরিজটি প্রকাশিত হচ্ছে বলেই হয়ত লেখক চরিত্রদেরকে নতুন করে ঢেলে সাজিয়েছেন। এই নতুনত্বকে অবশ্যই আমি স্বাগত জানাই। কিন্তু তারপরও চিরচেনা চরিত্রগুলোর স্বভাব-বৈশিষ্ট্য ইত্যাদির টুকটাক এদিক ওদিক হওয়াটা বারবার আমাকে বিস্মিত করেছে এবং অন্যান্য পাঠকদেরও করতে পারে বলেই আমার ধারণা। এবং সেকারণেই কোন পাঠক যদি এই আশা করে বইটি পড়তে শুরু করেন যে, যেহেতু রকিব হাসানের লেখা তাই নিশ্চয়ই সেই তিন গোয়েন্দা ভলিউম ১, ২ এর দিকে যে তিন গোয়েন্দাকে দেখেছি তাদেরই আবার দেখতে পাব। এইধরণের আশা যারা করবেন, নিঃসন্দেহে তাদেরকে হতাশ হতে হবে।
এবার আসা যাক এই বইয়ের দামের ব্যাপারে। বইগুলোর দাম যে খুবই বেশি এবং যেই বয়সের পাঠকদের জন্য তিন গোয়েন্দা লেখা অর্থাৎ কিশোর বয়সীদের জন্য, তাদের ক্রয়ক্ষমতা এতটা বেশি নয় যে তারা একশ বা একশ বিশ পৃষ্ঠার বইয়ের জন্য দুইশ-আড়াইশ টাকা গুনতে পারবে। তাছাড়া এক সময় তিন গোয়েন্দা সিরিজ সেবা প্রকাশনী থেকে প্রকাশ হত (এবং এখনো হয়) তাই তারা কত দামে একেকটি বই বিক্রি করত এবং এখন কোন দামে বিক্রি করে, পাঠক মন স্বাভাবিকভাবেই সেই 'কম্পারিজন'-এ উদ্যত হবে এবং ফলশ্রুতিতে অধিকাংশ পাঠকই 'প্রথমা' প্রকাশনী থেকে এই 'গোয়েন্দা কিশোর-মুসা-রবিন' সিরিজের বই কিনতে নিরুৎসাহিত হবে। এই বিষয়ে প্রকাশকের অবশ্যই ভেবে দেখা উচিৎ ছিল।
যাইহোক, কাহিনীর ব্যাপারে বলতে গেলে বলতেই হবে, 'হাইপারসনিক রহস্য' বইতে আবারো যৌক্তিক তিন গোয়েন্দাকে ফিরে পেয়ে ভালো লেগেছে যারা কোন ধরণের ভূত বিষয়ক রহস্যের সমাধান করছে না বরং সত্যিকারের হার্ডকোর রহস্যের সমাধান করছে। টেকনো-থ্রিলার ধাঁচের এই বইটি পড়ে তাই কিছু কিছু পাঠকের বেশ ভালোই লাগবে। তবে যারা প্রধান চরিত্রদের তাদের আসল রুপে না পেয়ে হতাশ হবেন, তাদের জন্য এই বই পাঠ পরবর্তি প্রতিক্রিয়া মিশ্র হবে বলেই আমার ধারণা।
Read More
Was this review helpful to you?
By Sawon Ahmed,
23 Jul 2016
Verified Purchase
গল্পের শুরুটা শুরু হয় তিন গোয়েন্দার অন্যতম চরিএ রবিনকে নিয়ে । বড়দিনের ছুটিতে রবিন তার এক দুরসম্পর্কের মামার এয়ার কোম্পানিতে চাকরি নেয়। সেখানে একদিন তার প্রান প্রিয় দুই বন্ধু কিশোর ও মুসাকে দাওয়াত করে ফ্লাইং সিমুলেটর এর এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য । যথারীতি তারা সেখানে উপস্থত হয় এবং সিমুলেটর এ চড়ার পর তারা রবিনের মামার অফিসে যায় রবিনের মামার সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে তারা জানতে পারে রবিনের মামা পাইলট মি. হ্যারেন্ড এক ধনী ধনকুবের কে নিয়ে এক প্লেন দুর্ঘটনায় পড়ে এবং প্লেনটি উধাও হয়ে যায় । কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভাল যে গল্পে রবিনের মামা একজন খুবই দক্ষ একজন পাইলট ছিলেন এবং আগে তিনি আমেরিকান এয়ার ফোর্সের একজন ফাইটার পাইলট ছিলেন। তাই তার পক্ষে প্লেন নিয়ে উধাও হয়ে যাওয়া বা প্লেন যদি কোন দুর্ঘটনায় পড়েও তা হলে তিনি কোনো মে - ডে সিগনাল না পাঠিয়ে এভাবে উধাও হয়ে যাওয়া রবিনের মামার মত দক্ষ একজন ফাইটার পাইলটের পক্ষে অসাভাবিক ঘটনা ছিল। যথারীতি এই বিষয়টাতে গোয়েন্দা প্রধান কিশোর পাশা র খটকা লাগে এবং এই বিষয়টি সে কিছুতেই মেনে নিতে পারে না । যথারীতি তিন গোয়েন্দা কিশোর মুসা রবিন এই কেসের দায়িত্ব নিজেদের নিজেদের ঘাড়ে তুলে নেয়। ওইদিকে পুলিশ ও এফ বি আই এ কেস নিয়ে কাজ করছে। যাই হোক এই কেসে হাত দেওয়ার পর থেকেই প্রতি পদে পদে তারা বিপদের সম্মুখীন হচ্ছে। গল্পের এ পর্যায়ে তারা কয়েকজনকে সন্দেহ করতে শুরু করে গল্পের এখানে তাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে এক কালপ্রিট। এবং গল্পের এ পর্যায়ে তাদের সন্দেহের তালিকা থেকে একে একে সন্দেহের ব্যাক্তির নাম কাটা পড়তে থাকে। গল্পের শেষের দিকে তারা আসল কালপ্রিটের পরিচয় এবং তার আসল উদ্দেশ্য সম্পর্কে তারা জানতে পারে। এবং যথারীতি তারা সেই কালপ্রিটকে বাধা দেওয়ার অপ্রান চেষ্টা করে। কি সেই রহস্য এবং সেই কালপ্রিটের প্রকৃত উদ্দেশ্য আসলে কি ছিল এবং তিন গোয়েন্দা কি আসলেই পারবে সেই কালপ্রিট কে এর উদ্দেশ্য বানচাল করতে এবং তাকে বাধা দিতে!!! তা জানতে হলে আপনাকে অবশ্য আপনাকে পুরো গল্পটি পড়তে হবে...