"সাইমুম সিরিজ - ৩০ : এক নিউ ওয়ার্ল্ড" বইটির ভূমিকার অংশ থেকে নেয়া: আহত বাঘের মত ভয়ংকর হয়ে উঠেছে জেনারেল শ্যারন। আহমদ মুসার উপর তার যে ক্রোধ এর সবটাই গিয়ে পড়েছে ডাঃ মার্গার... See more
"সাইমুম সিরিজ - ৩০ : এক নিউ ওয়ার্ল্ড" বইটির ভূমিকার অংশ থেকে নেয়া: আহত বাঘের মত ভয়ংকর হয়ে উঠেছে জেনারেল শ্যারন। আহমদ মুসার উপর তার যে ক্রোধ এর সবটাই গিয়ে পড়েছে ডাঃ মার্গারেট ও লায়লা জেনিফারের উপরে। তাদের কি বাঁচাতে পারবে আহমদ মুসা? ওদিকে হন্তাদের কালো হাত এবার ঘিরে ফেলেছে সারা জেফারসনকেও। সুটতে হলাে আহমদ মুসাকে সারা জেফারসনের মন্টিসেলােতে। কি ঘটছে মন্টিসেলােতে? শেষ রক্ষার ব্যবস্থা হিসাবে জেনারেল শ্যারন হানল ভয়াবহ এক রাজনৈতিক ছােবল। সে হেবিলের শিকার হলাে খােদ মার্কিন প্রেসিডেন্ট এবং তার সরকার। দুই নতুন পৃথিবীর দ্বন্দ্বই যেন মূখ্য হয়ে উঠল। আর এই দ্বন্দ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল আহমদ মুসার ভূমিকা। একদিকে ষড়যন্ত্র অন্যদিকে দেশপ্রেম। কে জিতবে? অবস্থা কি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিসেন্ট ও ক্রসকে কাছাকাছি নিয়ে আসবে? এসব প্রশ্নেরই জবাব নিয়ে হাজির হলাে - এক নিউ ওয়ার্ল্ড
দেশের অন্যতম জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘সাইমুম সিরিজ’ হলো লেখক আবুল আসাদ এর বই। এই একটি বাক্যই যথেষ্ট প্রখ্যাত সাংবাদিক, প্রাবন্ধিক, কলামিস্ট এবং সাহিত্যিক আবুল আসাদকে পরিচিত করিয়ে দেবার জন্য। গুণী এই লেখক ও সাংবাদিক ১৯৪২ সালের ৫ই আগস্ট রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এ. কে. ছামছালুল হক ভারতের বেনারসের মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী একজন আলেম ছিলেন। সে সূত্রে পারিবারিকভাবেই তিনি ইসলামিক শিক্ষা লাভ করেন। মেধাবী ছাত্র আবুল আসাদ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে এম.এ পাস করেন। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি হয় তার। রাজশাহীর একাধিক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ১৯৭০ সালে দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। ১৯৮১ সালে তিনি সংগ্রামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, যে পদে তিনি আজও কর্মরত আছেন। আবুল আসাদ এর বই সমগ্র পাঠকদের কেবল আনন্দই দেয় না, বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনও করে। বিশেষ করে সাইমুম সিরিজের প্রকাশিত ৬১টি বই কেবল থ্রিলারই নয়, এগুলো ইসলামিক ইতিহাস, ভূগোল আর সংস্কৃতির পাঠও। সাইমুম সিরিজ ছাড়াও আবুল আসাদ এর বই সমূহ এর মাঝে আছে ‘কাল পঁচিশের আগে ও পরে’, ‘আমরা সেই সে জাতি’ (৩ খণ্ড) ‘সময়ের সাক্ষী’ এবং প্রবন্ধ সংকলন ‘একুশ শতকের এজেন্ডা’। গুণী এ লেখক তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একাধিকবার গ্রেফতার হয়েছেন।
'New World-Order' এটা মানে বুঝাবে, মুক্ত সংস্কৃতি, মুক্ত অর্থনীতি, মুক্ত রাজনীতি প্রসংগে। এক কথায়, No Nationalism, No Socialism, No Islam যথাক্রমিক জাতীয়বাদী, সাম্যবাদী ও ইসলাম কোনটাই হচ্ছে না, হচ্ছে একমাত্র Libertarianism বা উদার-নীতি বাদ। সাম্রাজ্যবাদ পক্ষ থেকে চূড়ান্ত পরিকল্পনা হচ্ছে, এই নতুন বিশ্ব-ব্যবস্থাপনা (New World Order)। সে দর্শন (Vision) নিয়ে জাতিসংঘ (U.N) তৈরি করা হয়েছে । শুধু জাতিসংঘ নয়, এর অঙ্গ-প্রত্যঙ্গ গুলো বাদ যাচ্ছে না। আরও আছে, বিশ্ব-ব্যাংক (WB), বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), ন্যাটো (NATO)। ব্রিটিশ-ফ্রান্স-ইতালী উপ-নিবেশ যেভাবে বুঝাচ্ছে, এটা সেরকম মার্কিন উপ-নিবেশ তৈরি করা একটা অপ-কৌশল। কারণ, এভাবে যদি মুক্ত-সংস্কৃতি, মুক্ত-অর্থনীতি, মুক্ত-রাজনীতি অথবা, উদার নীতিবাদ (Democracy) গ্রহণ করে, তাহলে এই শূন্যতা দখল করবে মার্কিন সংস্কৃতি, মার্কিন অর্থনীতি, মার্কিন রাজনীতি ।
মার্কিন সাম্রাজ্যবাদ 'নতুন বিশ্ব-ব্যবস্থাপনা' নামে খতম করতে চাই, অন্য জাতির নিজস্ব মতবাদ, নিজস্ব সভ্যতা-সংস্কৃতি, নিজস্ব ভাষা, সেই দেশের অর্থনীতি,রাজনীতি আর সেখানকার প্রতিরক্ষা। এই 'নতুন বিশ্ব-ব্যবস্থাপনার' সামনে কিছু টিকে থাকবে না, জাতীয়বাদী এর উপর ভিত্তি করে একটা রাষ্ট্র বা সমাজতান্ত্রিক অথবা, দারূস সালাম । যদি ৩-টা মতাবাদে যে কোন একটা মতবাদ উপর ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইবে, তখন খেতাব দেয়া হবে, সেকেলে ও সন্ত্রাসী বলে।
এখন মার্কিন সাম্রাজ্যবাদী 'New World-Order' সমগ্র-পৃথিবীতে বিশেষ করে মধ্য-প্রাচ্যে চালু করার জন্য তার কর্তৃত্ত্বে জাতিসংঘ এবং তাঁর শাখা-প্রশাখা প্রতিষ্ঠান-গুলোকে ব্যবহার করছে আর এর সাথে পর্দার আড়ালে রয়েছে জায়ন-বাদ (Zionism)।
Read More
Was this review helpful to you?
By Tariq Nasrullah,
28 May 2021
Verified Purchase
বইটা অসাধারণ ছিল। থ্রিল, গোয়েন্দা, রোমান্টিকতা, ইতিহাস, ঐতিহ্য সবকিছু মিলিয়ে সত্যিই অনন্য। নৈতিকতার উজ্জ্বল নজির সমৃদ্ধ বই। বাস্তবতার সাথে ইসলামের সমন্বয় লেখকের কৃতিত্ব দিতেই হয় ।