প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ তোমাদের জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছে। নতুন এই শিক্ষাক্রমের শিখন পদ্ধতির নাম দেওয়া হয়েছে “Experiential Learning” বা “অভিজ্ঞতামূলক শিখন”। এই শিক্ষা পদ্ধতিকে অভিজ্ঞতামূলক ধারণার সমন্বয়ে সাজানো হয়েছে যাতে তোমাদের শেখার জগৎ আরও সমৃদ্ধ হয়। নতুন শিখন পদ্ধতিতে ইংরেজি বইটি পড়ার মাধ্যমে তোমরা ইংরেজির বিভিন্ন বিষয় শিখবে এবং তার উপর অর্জিত অভিজ্ঞতার প্রয়োগ ঘটাতে পারবে। তোমাদের এই বইয়ের সাথেই সামঞ্জস্য রেখে আমাদের দক্ষ শিক্ষকগণের নিরলস শ্রম এবং “শিক্ষক সহায়িকা” বইয়ের সহযোগিতায় আমরা উদ্ভাস এর পক্ষ থেকে নিয়ে এসেছি ‘প্যারালাল টেক্সট’। এই বইটি হবে তোমাদের বোর্ড বইয়ের সহযোগী বই। আমাদের বিশ্বাস, এই বইটি তোমাদের ভবিষ্যৎ প্রস্তুতিকে আরো সুদৃঢ় করবে। ‘English প্যারালাল টেক্সট’ বইটি আমরা তোমাদের বোর্ড বইয়ের প্রতিটি অধ্যায়ের Competency কে মাথায় রেখে সাজিয়েছি। এখানে প্রতিটি অধ্যায়ের শুরুতেই থাকবে ঐ অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা, যা তোমাদেরকে ঐ অধ্যায়ের Competency এবং Topic সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করবে। প্রতিটি Text এর বাংলায় Easy Translation and Vocabulary Bank দ্বারা তোমরা Text গুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবে। এছাড়াও প্রতিটি Topic-এর সাথে দেওয়া প্রয়োজনীয় Notes আর Udvash Exclusive তোমাদেরকে ঐ Topic বিস্তারিতভাবে বুঝতে সাহায্য করবে। আমাদের বইয়ে প্রতিটি Activity এর শুরুতে ঐ অংশের উত্তর করার জন্য Hints এবং প্রয়োজনীয় Vocabulary Bank দেওয়া হয়েছে, যা তোমাদের Activity- এর Solution মুখস্থ না করে বুঝে এবং নিজের ভাষায় উপস্থাপন করতে পারদর্শী করে তুলবে। সর্বোপরি, তোমাদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের বিষয়টিকে মাথায় রেখে প্রতিটি অধ্যায়ের শেষে আমরা সংযোজন করেছি নমুনা ‘একক ও দলগত কাজ’, যা Answering questions, Image description, MCQ, Matching Free-hand writing এর আলোকে সাজানো হয়েছে। এসব Exercise তোমাদের প্রস্তুতিকে পরিপূর্ণ করতে সহায়ক হিসেবে কাজ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। মূল বইয়ের পাশাপাশি এই ‘প্যারালাল টেক্সট’ পড়ার মাধ্যমে তোমাদের বেসিক আরো বেশি মজবুত হবে। আমাদের বিশ্বাস, জ্ঞান এবং মূল্যবোধের সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন লেগে থাকা এবং চিন্তা করার দক্ষতা অর্জন করা। আমাদের ‘প্যারালাল টেক্সট’ বইটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন এই গুণগুলো একজন শিক্ষার্থীর মধ্যে তৈরি হতে পারে। আমরা আশা করছি এই বইগুলো অধ্যয়নের মাধ্যমে তোমরা হয়ে উঠবে আগামী দিনের আলোকিত মানুষ। তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। উদ্ভাস একাডেমিক টিম
একজন শিক্ষার্থী একটি জাতির অপার সম্ভাবনার ধারক। উদ্ভাস পরিবার সবসময় এই শিক্ষার্থীদের পথচলাকে বহুমাত্রিকভাবে অনুপ্রাণিত করতে চায়। উদ্ভাস একজন শিক্ষার্থীকে না বুঝে মুখস্থ করার বদলে প্রশ্ন করতে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী করে তোলে। উত্তর খুঁজে বের করার এরকম হাজারো অনিশ্চিত ভ্রমণের মাধ্যমে যুগে যুগে মানুষ জ্ঞানচর্চায় এগিয়ে গেছে। মানবসভ্যতা উন্নত হয়েছে। তবে এই উন্নতিই শেষ কথা নয়। কেননা উদ্ভাস মনে করে, একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে একজন শিক্ষার্থীকে কেবল পড়াশোনায় ভালো করলেই চলবে না। বরং তার মধ্যে থাকতে হবে চিন্তাশীলতার চর্চা, ইতিবাচক মনোভাব, পর্যাপ্ত আত্মবিশ্বাস এবং মূল্যবোধের বিকাশ। মানুষ চিন্তাশীল হতে পারলে স্রষ্টার দেয়া বিপুল শক্তিশালী মস্তিষ্ককে ব্যবহার করে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু মূল্যবোধের চর্চার অভাবে মানুষ নিজেই নিজেদের ধ্বংসের কারণ হতে পারে। মানবসভ্যতার ইতিহাস ঘাটলে এমন অনেক ঘটনাই পাওয়া যায়। অন্যদিকে, এই পৃথিবীর বুকে প্রতিনিয়ত অজস্র প্রতিকূলতার বিপরীতে মানুষের মতো ক্ষুদ্র প্রাণীর টিকে থাকার অন্যতম হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা। উদ্ভাস শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি এই গুণগুলোর বিকাশকেও অপরিহার্য মনে করে। কেননা এভাবেই সত্যিকারের পরিবর্তন আসে। বস্তুত পরিবর্তনের প্রত্যয়ে পথ চলতে চলতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকেই বাস্তবায়ন করতে চায় উদ্ভাস।