শূন্যতা যদি অন্তহীন হয়, তবে সবকিছু শূন্যতার মধ্যে স্থির থাকে। ভেতরে শূন্যতার ছদ্মবেশ ধারণ করার জন্য মায়া প্রয়োজন। আর সেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র সমগ্র তথা বিশ্বব্রহ্মাণ্ড টিকে আছে। তবে মানুষ দীর্ঘক্ষণ সহ্য করতে পারে না। আমি বা আমার ও আমাদের মধ্যে এক ভয়ানক শূন্যতা, একটি উদাসীনতা যা আঘাত করে। তবে আমাদের এই শূন্যতাকে আড়াল করবেন না। এটি ভালোবাসায় পূর্ণ করুন এবং আপনার জীবনকে আনন্দের সাথে পূর্ণ করতে দিন। তবেই সুন্দর হবে পৃথিবী ও প্রকৃতি। শূন্যতা যখন মানুষকে ঘিরে ধরে তখন তার জন্য একাকিত্ব যেন এক সঙ্গী হয়ে যায়। মানুষের মধ্যে যখন শূন্যতা ধারণ করে তখন তার কাছে প্রতিটা মুহূর্ত একা মনে হয়। মানুষ মূলত সমাজবদ্ধ জীব। মানুষের সাথে একসাথে বেড়ে ওঠে। তাই তখন একাকিত্বকে সে মানতে পারে না। শূন্যতার সচেতনতা হৃদয়ে সহমর্মিতার জন্ম দেয়। জীবন একটি মায়া। এখানে শিল্প দ্বারা শূন্যতাকে একসঙ্গে রাখা হয়। মানুষ প্রকৃতিগতভাবে চঞ্চল, তাই অস্থিরতায়, চঞ্চলতায় আনন্দিত হয়, কষ্ট পায়, মস্তিষ্কে মৃত শূন্যতা থাকে, শূন্যতার একটি সহজাত সচেতনতা। শূন্যতা কোনো কোনো ক্ষেত্রে সাময়িক যন্ত্রণা হয়। আমরা মানুষ বিচিত্র। অবস্থানগত শূন্যতা, সম্পর্কের শূন্যতা, মূল্যবোধের শূন্যতা নিয়ে বাস করছি নিজের মধ্যে। শিল্পী হলো নন্দন তত্ত্ব বা বিকশিত সৌন্দর্যের জন্য বিকশিত কর্ম। আবার অর্থশাস্ত্রের মতে, সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্পী নতুন উপযোগ তৈরি করে। সকল শিল্পের ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন রকম শূন্যতায় থাকে। চাহিদা, আকাক্সক্ষার সাথে প্রাণিকুল জীবন ধারণ করে। তাই ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমরা শূন্যতায় বসবাস করি। রাজনীতি একটি বহুমুখী শব্দ। রাজনৈতিক ব্যবস্থা হলো কোনো কাঠামো যা কোনো সমাজের মধ্যকার গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতিসমূহকে সংজ্ঞায়িত করে।
লিজা কামরুন্নাহার নারায়ণগঞ্জ জেলায় ১৯৭৫ সালে ১৬ মে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম কাইয়ূম মাহতাব, মা রিজিয়া কাইয়ূম। জীবনসঙ্গী শামীম আল মামুন। তাঁর পিতৃ-পিতামহ তৌশাদ্দোল হোসেন ব্রিটিশ আমলে নারায়ণগঞ্জ মহকুমার প্রথম কমিশনার ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে যোহেব আহনাফ তীব্র এবং ছোট ছেলে আবরার আহনাফ তাহসিন। পেশাগত জীবনে সাংবাদিকতা, শিক্ষকতা ও লেখালেখি নিয়ে ব্যস্ত। দক্ষ সংগঠক হিসেবেও তিনি সুপরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ- অন্তর হ'তে আহরি বচন, নতুন প্রজন্মের ইন্টারনেট আসক্তি, সরলা, প্রেম। এটি তাঁর পঞ্চম গ্রন্থ।