দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। সত্যটি জনাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন ক’রে। সত্যটি লালন ক’রে ... See more
দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। সত্যটি জনাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন ক’রে। সত্যটি লালন ক’রে আসছে একটি গুপ্ত সংঘ-সেই গুপ্ত সংঘের সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো ব্যক্তি। ওদিকে উগ্র ক্যাথলিক সংগঠন ওপাস দাই সেই সত্যকে চিরতরে নির্মূল করার আগেই গুপ্তসংঘের গ্র্যান্ডমাস্টার তার ঘনিষ্ঠ একজনের কাছে হস্তান্তর ক’রে দেয় আর ঘটনাচক্রে এরকম একটি মারাত্মক মিশনে জড়িয়ে পড়ে হারভার্ডের সিম্বোলজিস্টের এক প্রফেসর। পাঠকের মনোজগত নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে বইটি।
মার্কিন থ্রিলার লেখক ড্যানিয়েল গেরহার্ড ব্রাউনের জন্ম ১৯৬৪ সালের ২২ জুন। ড্যান ব্রাউন নামেই বিখ্যাত এই লেখকের জন্মস্থান যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক্সিটারে। তাঁর বাবা বিখ্যাত গণিত শিক্ষক রিচার্ড জি. ব্রাউন ফিলিপস এক্সিটার একাডেমিতে পড়াতেন। এই সূত্রে ড্যান এই একাডেমি থেকেই গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক শেষ করেন তিনি। ছোটবেলায় সংগীতের প্রতি ঝোঁক থাকায় ১৯৮৬ সালে পেশাদার সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে ব্যর্থ হন। ১৯৯৪ সালে সিডনি শেলডন এর লেখনী থেকে অনুপ্রাণিত হয়ে ড্যান লেখালেখির জগতে প্রবেশ করেন। উপন্যাস হিসেবে ড্যান ব্রাউন এর বই 'ডিজিটাল ফোরট্রেস' প্রকাশিত হয় ১৯৯৬ সালে, সেটাই ছিল তাঁর প্রথম লেখা। পাঠক বইটি সাদরে গ্রহণ করায় আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে প্রকাশিত 'দ্য ভিঞ্চি কোড' বিশ্বজুড়ে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক চিহ্নের রহস্যময়তা, কী, কোড এবং ষড়যন্ত্র তত্ত্বগুলোর সন্নিবেশ তাঁর রচনাগুলোকে করেছে আরো আকর্ষণীয়। রবার্ট ল্যাংডনের চরিত্রটিকে কেন্দ্রে রেখে তিনি দুঃসাহসিক সব অভিযানের রূপায়ণ করেছেন তাঁর লেখায়। ড্যান ব্রাউন এর বই সমূহ বিশ্বজোড়া থ্রিলার পাঠকদের জন্য যেন সোনার খনি। তাঁর রচনায় বুঁদ হয়ে থাকা পাঠকেরা সাংকেতিক রহস্যময়তার জন্য ড্যান এর রচনার সমাদর করেন। পাঠকনন্দিত ড্যান ব্রাউন এর বই সমগ্র হলো 'ডিসেপশন পয়েন্ট', 'এঞ্জেলস এন্ড ডেমনস', 'দ্য লস্ট সিম্বল', ' ইনফার্নো' ও 'অরিজিন'। তাঁর লেখা বই বিশ্বের ৫২টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিক্রি হয়েছে ২০০ মিলিয়নেরও বেশি কপি। এছাড়াও 'এঞ্জেলস এন্ড ডেমন্স', 'দ্য ভিঞ্চি কোড', এবং 'ইনফার্নো' পেয়েছে চলচ্চিত্র রূপ। যদিও তাঁর রচনা নিয়ে ধর্মতত্ত্ববিদেরা বিতর্কের জন্ম দিয়েছেন, তবে ড্যান তাঁর রচনাকে ধর্মের রহস্যময়তার নতুন এক দিক হিসেবেই বর্ণনা করেছেন।
বই এর নামঃ দ্য ভিঞ্চি কোড লেখকঃ ড্যান ব্রাউন অনুবাদকঃ মোহাম্মাদ নাজিম উদ্দিন প্রকাশনাঃ বাতিঘর মূল্যঃ ২৮০ টাকা ( রকমারি)
কাহিনীঃ আমরা খালি চোখে যা দেখি তা কি সব সত্য? নাকি তার আড়ালে লুকিয়ে আছে অজানা অনেক কিছু?
এক রাতে খুন হল চার জন বিখ্যাত ব্যক্তি। নৃশংসভাবে মেরে ফেলা হয় তাদের। এই চার জন ব্যক্তি ছিলেন খুব গোপন এক সংঘের সদস্য। এরা যুগ যুগ ধরে লুকিয়ে বহন করে নিয়ে বেড়াচ্ছিল এক “সিক্রেট”। যে সিক্রেট বদলে দিতে পারে অনেক জানা তথ্য। বদলে যাবে আপনার জানা ইতিহাস। পুরো পৃথিবী বদলে যাবে নিমেষেই। কি সেই সিক্রেট?
এদের ভেতর আছেন এক ব্যক্তি যিনি এক নামকরা জাদুঘর এর কিউরেট। সে মারা যাবার সময়, রবার্ট ল্যংডন এর নাম লিখে যান। তাকে ল্যংডন ঠিকমত চিনেন ও না। কিন্তু তাকে খুন করার অভিযোগে অভিযুক্ত হলেন রবার্ট। কেউ একজন চাইছে ল্যংডন সাহেব কে ফাঁসাতে। খুব সুক্ষ পরিকল্পনার জালে পা দিয়ে ফেলেছেন ল্যংডন। এর মধ্যে গল্পে আগমন সোফি নেভুর। কে এই সোফি নেভু? তো সেই মৃতব্যক্তির মধ্যে যার লাশের পাশে ছিল রবার্ট ল্যংডন এর নাম লেখা। স্বভাবতই সন্দেহের তীর তাঁর দিকেই।
অন্যদিকে যে চার জন খুন হলেন, তারা ছিলেন এমন এক গুপ্ত সংঘের সদস্য, যে সংঘের সদস্য তারা ছিলেন, তার সদস্য ছিলেন এমন কিছু মানুষ যাদের নাম শুনলে আপনি আমি বেশ বড়সড় ধাক্কা খাব। বাস্তবে আমি নিজেই খেয়েছিলাম। সেই দলে ছিলেন, স্বয়ং দ্য ভিঞ্চি, স্যার আইজাক নিউটন, ভিক্টর হুগো সহ আরো অনেকে। সেই সিক্রেট কে একদল প্রাণ দিয়ে রক্ষা করতে চাইছে, অন্য দিকে এক দল চাইছে ধ্বংস করে ফেলতে। আর এই দ্বিতীয় দল খুন করেছে সেই চার জন কে। তাদের খুনের লিস্টে আর কে কে আছে?
এইদিকে, এক এর পর এক পাতা শেষ হতে হতে আপনার সামনে আসবে, দ্য লাস্ট সাপার, মোনালিসার হাসির পেছনে লুকানো অনেক রহস্য। যা আপনার পিলে চমকে থমকে দেবেই।
এইদিকে রবার্ট ল্যংডন আর সোফির পিছু নেয় কিছু মানুষ। একদিকে পুলিশ অন্যদিকে এক চক্র। পালিয়ে তারা আশ্রয় নেই ল্যংডনের এক বন্ধুর বাড়িতে। সেই বাড়ির কোন এক সদস্য সেই খুনে সঙ্ঘের সাথে জড়িত, আড়ালে থেকে সোফি, ল্যংডন আর সেই বন্ধুর সব খবরাখবর পৌঁছে যাচ্ছে গোপনে।
একদিকে খুনে সংঘ, অন্যদিকে পুলিশের দল, কিভাবে পৌঁছাবে সেই রহস্যের কাছে রবার্ট আর সোফি নেভু? সেই রহস্যের কাছে পৌঁছানো কি খুব দরকার?
সোফি নেভু কে আসলে? রহস্যময়ী এই নারীর পরিচয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বই শেষ এ একটা প্রশ্ন মাথায় আসবেই, আসলেই কি তাই ?আসলেই আমরা যা জানি সেই সব তথ্যই কি তবে ভুল?
ব্যক্তিগত মতামতঃ
বইটা পড়তে শুরু করে বেশ দীর্ঘ , মানে বেশ বড়সড় একটা রিডার্স ব্লকে পড়েছিলাম। অন্য অনেকে বই পড়ে ফেললেও কোন কারণে এই বই কোনভাবেই শেষ করতে পারছিলাম না। তবে কিছুদিন আগে শেষ করে আমি নিজেকেই দোষ দিয়েছি, কেন বইটা আগে পড়িনি।
যাই হোক অনুবাদ বেশ ভাল আর সাবলীল ছিল।বাতিঘরের বানান ভুল একটু থাকে, সেটা ছিল, তুলনামূলক কিছু কম।
এই বই লেখক কে আর অনুবাদ কে সত্যি স্যালুট। ব্রাউন সাহেব যে এই লেখা লেখবার জন্য যে কত বড়সড় পড়াশোনা করতে হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। অন্যদিকে যদি এই তথ্যের সব কিছু সত্য হয়ে থাকে তবে? এত ব্যাখ্যা, এত রহস্য একেবারে ভিত্তিহীন নিশ্চয়ই নয়। অন্যদিকে আসলেই জানতে ইচ্ছা করবে মোনালিসা ছবির রহস্য কিংবা দ্য লাস্ট সাপার ছবির মধ্যে কোন অজানা সত্য লুকানো আছে।
বইটা আরো একবার পড়ে ফেলব যেকোন সময়, শুধু সময় হাতে পাওয়া দরকার। সোফি নেভু আর রবার্টের সাথে হাজার রহস্য আর কোড ভেদ করতে চাইলে এই বইটা পড়ে ফেলুন। বলা যায় না এমন অনেক কোড আপনি ও বের করে ফেলতে পারবেন, যা দুনিয়াতে তাণ্ডব সৃষ্টি করে ফেলবে।
Read More
Was this review helpful to you?
By Amit Kumar Biswas,
29 Sep 2019
Verified Purchase
দুই হাজার বছরের পুরনো একটি সত্যকে চিরতরে নির্মূল করার জন্য প্যারিসে একই দিনে হত্যা করা হয় চারজন প্রখ্যাত ব্যক্তি কে ।কি সেই সত্য যে সত্য উন্মোচিত হলে একটি প্রতিষ্ঠানে হাজার বছরের ইতিহাস লিখতে হবে একেবারে নতুন করে আর কেনইবা হাজার বছর ধরে একটি সিক্রেট সোসাইটি সেই সত্যকে লালন করে আসছে যে সোসাইটি সদস্য ছিলেন আইজ্যাক নিউটন victor-r লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ব্যক্তিবর্গ। উগ্র ক্যাথলিক সংগঠন ওপাশ দায়ী সেই সত্যকে পুরোপুরি নির্মূল করার আগে অভিনবভাবে সত্যটা হস্তান্তর করে দেয় বাইরের একজনের কাছে আর ঘটনাচক্রের এক সিম্বলজি জড়িয়ে পড়ে মারাত্মক মিশনে শেষ পর্যন্ত পৃথিবীবাসী কি সেই সত্যটা জানতে পেরেছিল তার এই উত্তর নিহিত আছে দ্য ভিঞ্চি কোড এ। নিউ ইয়র্ক টাইমস ,পিপলস ম্যাগাজিন ,বুক ওয়ার্ল্ড, ওয়াশিংটনপস্ট, সানডে টাইমস বুক রিভিউ পোস্ট ইত্যাদি বিভিন্ন বিশ্ব বিখ্যাত পত্রিকা দ্য ভিঞ্চি কোড এর সম্পর্কে জানতে পেরে এই বইটি পড়ার আগ্রহ সৃষ্টি হয় সর্বোপরি বইটি পড়তে আমার এক মাসের মত সময় লাগে ।ড্যান ব্রাউনের এই বইটি মূলত অসাধারণ একটি সৃষ্টি কিন্তু অনুবাদের বেড়াজালের কারণে বইটি পড়তে প্রায় এক মাস সময় লেগে গেল ।আমি বইটির রেটিংয়ে চার দিয়েছি শুধুমাত্র বইটির অসম্ভব ভালোলাগা থেকে আর বাতিঘর কে অনুরোধ করবো একজন ভালো অনুবাদক দিয়ে ড্যান ব্রাউনের সিরিজের সবগুলো বই পুনরায় প্রকাশের জন্য।
Read More
Was this review helpful to you?
By pritykona das,
07 Dec 2019
Verified Purchase
দ্যা গ্রেট 'লিওনার্দো দ্য ভিঞ্চি'র অসাধারণ সব চিত্রকর্ম আর দুর্বোধ্যসব কোডের প্যাচের মারফতে তৈরি রোমাঞ্চকর এক থ্রিলারের নাম "দ্যা ভিঞ্চি কোড"।অবশেষে ড্যান ব্রাউনের এই অনন্য সৃষ্টিকর্মটি পড়তে সক্ষম হলাম।
বইটা আমার রাতের ঘুম আর দিনের কাজ এলোমেলো করে দিয়েছিল। প্রথম ৭০পাতা পড়তে যেয়ে অধৈর্য আর হতাশা আমাকে ঘিরে ধরেছিল, মনে হয়েছিল ৪৩০ পাতার এই বই শেষ করা আমার কর্ম না! কিন্তু ১০০পাতায় রহস্যের গন্ধ আমাকে বইটার প্রতি আকৃষ্টতা শতগুন বাড়িয়ে দিয়েছে! বইটার প্রতিটা পৃষ্ঠা জুড়েই রয়েছে রহস্যের টানটান উত্তেজনা, ক্রিপ্টোগ্রাফির অসাধারণ নিদর্শন, বিভিন্ন গুপ্ত সংঘটন ও চার্চের অপ্রীতিকর সব ঘটনা এবং খ্রিস্টান ধর্মের অজানা এক ইতিহাস। সব মিলিয়ে বইটা র্দূদান্ত! যাই হোক ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই নিয়ে আর বেশি কিছু বলতে চাইনা :)
Read More
Was this review helpful to you?
By Md H M Farabi,
24 Apr 2020
Verified Purchase
বইটি পড়া হয়েছে এযাবত তিনবার। প্রথমবার পড়েছিলাম ২০০৮ এর দিকে। প্রত্যেকবারই নতুন স্বাদে। ধর্মীয় গোড়ামি, বিভিন্ন গুপ্ত সংগঠন, প্যাগান ধর্ম আর সাথে ল্যাংডনের বিভিন্ন রহস্য উদঘাটন করা। শুধু ড্যান ব্রাউন কথা না, সাথে নাজিম উদ্দিনের অনুবাদের প্রশংসাও করতে হবে। অসাধারণ প্লট সাথে এত খুঁটিনাটি তথ্য যা আসলেই মনে রাখা কষ্টসাধ্য। যারা এখনো বইটি পড়েননি খুব দ্রুতই পড়ে ফেলুন। তবে ভাল হইয় যদি এই সিরিজের প্রথম বইটি পড়েন।
সিক্যুয়াল মেইন্টেইন করে ফেলুন। অনেক কিছু জানার পাশাপাশি বইটি এক মুহুর্তের জন্যেও বোরিং লাগবে না। রেটিং ৫/৫
Read More
Was this review helpful to you?
By Noyon Mozumder,
30 Oct 2019
Verified Purchase
গল্পের শুরু হয় প্যারিসের ল্যুভর মিউজিয়ামের কিউরেটরের মৃত্যুর মধ্য দিয়ে। খুবই বিভৎসভাবে তার মৃত্যু হয়। কিন্তু তার ভেতরেও থেকে যায় রহস্য। অদ্ভুত একধরণের চিহ্ন রেখে মৃত্যুবরণ করেন তিনি। বোকা বনে যায় পুলিশ। ঘটনাচক্রে মৃত্যুটির সাথে জড়িয়ে পড়েন হাভার্ড ইউনিভার্সিটির সিম্বলজির প্রসেফর রবার্ট ল্যাংডন। প্রচ্ছন্নভাবে খুনের দায় গিয়ে পড়ে তার উপর। সাহায্য করতে এগিয়ে আসে একজন মহিলা পুলিশ। তারপর শুরু হয় অভিযান। নিজেকে নির্দোষ প্রমাণ করার অভিযান। আস্তে আস্তে কিছু আশ্চর্য সত্যের সম্মুখিত হতে থাকে ল্যাংডন। বেরিয়ে আসে কিছু সত্য যা আগে কেউ জানতো না। চরম এক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে সে।
Read More
Was this review helpful to you?
By Uday,
24 Oct 2019
Verified Purchase
From my childhood i read a lot of books. Thrillers, detective, fairy tale, travelling story. These are my favourite domains. But when i read this book. This become my favourite book and Dan brown become my favourite writer. After reading this everyone can justify that. Awesome plot, interesting storyline, unexpected ending. What is missing in this book! This is a full package. And the knowledge Mr. brown shared with us is priceless. May be i sound like a bias reviewer but trust me, it is a type of book that came in a century.
Read More
Was this review helpful to you?
By Suchona,
18 May 2021
Verified Purchase
"International Best Seller" এই ট্যাগ দেখে বইটা কেনার ইচ্ছা না যতটা ছিল, ইচ্ছা তার চেয়ে বেশি ইচ্ছা জাগলো যখন দেখলাম এই বইটার উপর টম হ্যাঙ্কস এর মুভি তৈরি হয়ে গেছে। তবে কেউ যদি আগেই মুভি দেখতে যান অনেকগুলো বিষয় আছে যা নাও বুঝতে পারেন। কিন্তু বইটি আগে পরলে নিঃসন্দেহে প্রতিটি ধারণাই চোখের সামনে এক নতুন দ্বার উন্মোচন করবে।
বইটা অসাধারণ মানের একটি থ্রিলার, প্রথম দুই তিন পেইজ পড়ার পর বাকি অধ্যায় না পড়ে সহজেই নিজের জায়গা ছেড়ে উঠতে পারবেন না এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
Read More
Was this review helpful to you?
By Sabrina Afrin Lira,
14 Mar 2013
Verified Purchase
বইটা পড়ার পর এত ভাল লাগল যে review না দিয়ে পারলাম না। পড়েছিলাম অবশ্য অনেক দিন আগেই কিন্তু, review দেয়া হয়ে উঠে নি। যাই হোক,রকমারি থেকে যেদিন বইটা আনালাম,পড়ার পর বুঝলাম আমার টাকাগুলো জলে যায় নি ! এক কথায় বইটা একেবারে জ্ঞানের আধার। international best seller সম্বন্ধে আর কি-ই বা বলব। তবু বলি,বইটা পড়ে আমি এমন কিছু জানতে পেরেছি যা থেকে আমি রীতিমত অবাক হয়েছি। এমন সব তথ্য বইটিতে আছে যা সত্যি চমকপ্রদ। যারা এখনো বইটা পড়েন নাই তারা পড়ে দেখতে পারেন।
Read More
Was this review helpful to you?
By Nayan Baruri,
14 Mar 2021
Verified Purchase
বইটা অনেক ভালো কিন্তু অনুবাদ আরেকটু ভালো হলে আরও ভালো হতো(তবে নিঃসন্দেহে পড়ার যোগ্য)।যারা খ্রিস্ট ধর্মের ইতিহাস সম্বন্ধে জ্ঞান রাখেন তারা আরও বেশি অবাক হবেন,মজা পাবেন(গোঁড়া হলে লেখককে গালাগাল ও দিতে পারেন)।আর যারা জানেন না(আমিও আগে জানতাম না)তারা শিখবেন।হয়তো একটু মজা কম পাবেন।তাতে হতাশ হওয়ার কিছু নেই লেখক সেটা শেষে পুষিয়ে দিয়েছেন। যদিও আমার কোনো পড়ুয়া বন্ধু নেই থাকলে আমি তাকে বইটি অবশ্যই পড়তে বলতাম।
Read More
Was this review helpful to you?
By Naim,
12 Nov 2019
Verified Purchase
বই পড়া আমার শখের বিষয়, ভাললাগারও। সেই শখ আর ভাললাগা থেকে আমরা গড়ে তুলেছি আমাদের অফিস লাইব্রেরী। রকমারিকে ধন্যবাদ আমাদের অর্ডারকৃত সমস্ত বই ঠিক সময়ে পৌঁছে দেবার জন্য। বইয়ের কোয়ালিটিও চমৎকার। আমাদের বই এর তালিকা করার সময়ও রকমারির সাইটটি আমাদের অনেক সাহায্য করেছে। রকমারিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আলোকিত বাংলাদেশ গড়ার প্রয়াস নেয়ার জন্য। রকমারি সমস্ত টিম মেম্বারদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
Read More
Was this review helpful to you?
By রাইসুল ইসলাম প্রান্ত,
03 Aug 2021
Verified Purchase
আসলে বইটার গল্প অসাধারণ। আমি অনেক ডিটেকটিভ থ্রিলার +অ্যাডভেনচারের বই পড়েছি কিন্তু এই ধরনের একটাও পড়ি নাই এর আগে। তাই এই বইটা highly recommended from me. আর অনেকেই দেখলাম বলেছেন অনুবাদে সমস্যা! আসলে তা নয়। অন্যকোনো ভাষায় রচিত সাহিত্যকে ট্রানসিলেট করতে গেলে একটু অসুবিধা হয়। তবে যাদের অনুবাদ পড়ার অভ্যাস আছে তারা একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন।
Read More
Was this review helpful to you?
By Sabbir,
24 Dec 2019
Verified Purchase
দ্য ভিঞ্চি কোড নিয়ে নতুন করে বলার কিছুই নাই। মাসুদ রানার গুপ্ত সংকেত অনেক আগেই পড়েছি তা ও কয়েকবার করে পড়েছি যেটা ভিঞ্চি কোডের ই মাসুদ রানা ভার্সন , ভিঞ্চি কোড পি ডি এফ এ পড়তেছিলাম কিন্তু কাগজের বই এর মজা ই আলাদা।
আর , রকমারির সার্ভিস নিয়ে নতুন করে কিছু বলার নাই, গতকাল সকালে অর্ডার দিয়ে বিকালেই ডেলিভারি, আমি তো পুরাই অবাক। ধন্যবাদ বিজয়ের গিফট এর জন্য।
Read More
Was this review helpful to you?
By Naeemul Ahsan,
21 Nov 2019
Verified Purchase
one of the masterpieces of dan brown..but be careful about one thing..it's a novel..so don't take the book as a reference of the history..it will take you nowhere..just try to feel thrill with robert langdon
Read More
Was this review helpful to you?
By Brishti Gomez,
02 Oct 2021
Verified Purchase
বইটা খুবই ভালো ছিল অনেকদিন আগেই হাতে পেয়েছিলাম । বই এর side e একটু ছেড়া ছিল অটা কোন সমস্যা না । এমনি বইটা একদম অনেক গতিতে আগায় আমি মাত্র ২০ অধ্যায় পর্যন্ত পরেছি এখন অ পরছি আশা করি ভালো হবে ।
Read More
Was this review helpful to you?
By Antor Mahmud,
28 Dec 2019
Verified Purchase
এটা আমার পড়া প্রথম বই রবার্ট ল্যাংডন সিরিজের। প্রথমেই গল্প আমাকে বিধে ফেলে। টানা পড়া শেষ করি। অসাধারন থ্রিলিং এক গল্প। অনেক অজানা কে জানা হয়ে গেল খুব দারুন ভাবে। খুবই উপভোগ্য একটা বই।