Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
  • Look inside image 9
  • Look inside image 10
  • Look inside image 11
ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ image

ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ (হার্ডকভার)

জামসেদুর রহমান সজীব

TK. 350 Total: TK. 263
You Saved TK. 87

down-arrow

25

ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ

ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ (হার্ডকভার)

রম্য উপন্যাস

62 Ratings  |  23 Reviews

সাধারণত মানুষ ভুলবশত খাল কেটে কুমির আনে। কিন্তু কুমিরভরা খালে গিয়ে স্বেচ্ছায় ঝাঁপ দেয় ক’জন? সাজিদ দিয়েছে! কিছুদিন আগেও সাজিদের নিজের বলতে তেমন কিছুই ছিল না। থাকার মধ্যে ছিল কেবল গ্রামের... See more

TK. 350 TK. 263 You Save TK. 87 (25%)
in-stock icon In Stock (only 2 copies left)

* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন

পাঠকেরা একত্রে কিনে থাকেন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

সাধারণত মানুষ ভুলবশত খাল কেটে কুমির আনে। কিন্তু কুমিরভরা খালে গিয়ে স্বেচ্ছায় ঝাঁপ দেয় ক’জন? সাজিদ দিয়েছে! কিছুদিন আগেও সাজিদের নিজের বলতে তেমন কিছুই ছিল না। থাকার মধ্যে ছিল কেবল গ্রামের ভিটে-মাটি, খানিক সহায়-সম্পত্তি, কতক হাঁস-মুরগি আর বিশালায়তনের ফুলি। এরপর প্রথমবারের মতো ঢাকায় ভ্রমণ রাতারাতি তার জীবনটাই পাল্টে দিল। কিছু বুঝে ওঠার আগেই সাজিদের ভাগ্যে এসে জুটল ফুটফুটে একটি বউ। তার পরিবারে গিয়ে মিলল একটি করে শ্বশুর, শাশুড়ি আর শ্যালক। পরিবারহীন সাজিদের কাছে এ যেন লটারি জয়। কিন্তু এত সুখ তার কপালে সইবে কেন?  নতুন পরিবার, ঢাকার পরিবেশ, আশপাশের নানান কাহিনি-কেচ্ছা তার জীবনে একাধিক জট সৃষ্টি করে। এই জট খুলতে গিয়ে আবিষ্কার করবেন, জীবন কতটা অদ্ভুত। আরও অদ্ভুত এ উপন্যাসের সকল চরিত্র, ঘটনা ও কাহিনি। যা আপনাকে প্রাণখুলে হাসাবে, কোথাও আবেগী করে তুলবে, কোথাও-বা ভাবিয়ে তুলবে। এমনকি উঠতে পারে রাগও! তবে পিংকি প্রমিজ, উপন্যাসের শেষপ্রান্তে গিয়ে সেই রাগ গলে হয়ে যাবে টলমলে জল।
Title ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ
Author
Publisher
ISBN 9789849624295
Edition 1st Published 2022
Number of Pages 224
Country বাংলাদেশ
Language বাংলা

Sponsored Products Related To This Item

Reviews and Ratings

4.97

62 Ratings and 23 Reviews

5

60

4

2

3

0

2

0

1

0

sort icon

বই: ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ
️লেখক: Zamsedur Rahman Sajib
️ধরণ: রম্য উপন্যাস
প্রকাশক: অক্ষরবৃত্ত
️মুদ্রিত মূল্য: ৳৩৫০
রেটিং: ৪.৫/৫
হুমায়ুন আজাদের একটি কথা আছে— দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম হয়। "ফার্স্ট টাইম স্যাকেন্ড ম্যারেজ" উপন্যাসের নাম দেখে প্রথমে ধারণা করেছিলাম হুমায়ূন আজাদের প্রথম প্রেমের সংজ্ঞা বোধহয় লেখক উপন্যাসে টেনে এনেছেন। অর্থাৎ, কোনো এক ব্যাক্তি বার বার বিয়ে করবে, আর সকলের কাছে বলে বেড়াবে প্রথম বিয়ে। কিন্তু পাঠকের ধারণার সাথে একজন লেখকের ধারণা কখনোই মিলে না। পাঠক যেখানে ভাবনা থামিয়ে ইতি টানেন, লেখক ঠিক সে স্থান থেকেই পুনরায় নতুন গল্প শুরু করেন। ঠিক এভাবেই "ফার্স্ট টাইম স্যাকেন্ড ম্যারেজ" বইটি লেখক জামসেদুর রহমান সজীবের এমন একটি রম্য উপন্যাস, যেখানে নামের সাথে উপন্যাসের মিল তো অবশ্যই আছে, কিন্তু আমার মতো পাঠকের প্রেডিক্ট করা ধারণার সাথে একদমই মিল নেই।

কাহিনি সংক্ষেপ—
গ্রামের সহজ সরল ছেলে সাজিদের অনেক দিনের ইচ্ছে ছিলো ঢাকা শহর ঘুরবে। বন্ধু পিয়ালের পরামর্শে পাঁচ লাখ টাকা নিয়ে ঢাকায় চলে আসে সাজিদ। এদিকে প্রথমবারের মতো ঢাকায় ঘুরতে এসেই পরের দিন সাজিদ বিয়ে করে নিলো বন্ধু পিয়ালেরই স্ত্রীকে। নিজের বলতে তেমন কেউ না থাকা সাজিদের বউ, শ্বশুর, শ্বাশুড়ি আর শ্যালকসহ একটি পরিবার মিলল। নতুন পরিবার ও ঢাকায় থাকতে গিয়ে তাকে সম্মুখীন হতে হয় বিভিন্ন ঝামেলায়। এসব জট খুলতে খুলতে ছ' মাস পেরিয়ে গেলে সাজিদ ও তার স্ত্রী মিনার ডিভোর্স লেটার আসে। এবং মীনা চলে যায় কানাডায় অন্যদিকে সাজিদ গ্রামের বাড়ি ফিরে আসে।

কাহিনি সংক্ষেপ দেখে হয়তো মনে মনে ভাবছেন, ধুর! আপনি দেখি স্পয়লার দিয়ে দিয়েছেন।

কিন্তু আদৌ স্পয়লার দিয়েছি? ফ্ল্যাপের লিখা পড়ে আমিও ভেবেছিলাম একই কথা। কিন্তু উপন্যাস যত এগোতে থাকলো তত বেশি আমার ভাবনার পরিবর্তন হতে লাগলো।

পাঠ-প্রতিক্রিয়া —
উপন্যাসের সকল চরিত্রকে যদি আমি যদি এক শব্দে ব্যখ্যা করতে যাই, তাহলে আমার মাথায় যে শব্দটি খেলতে শুরু করে তা হলো 'অদ্ভুত'। অদ্ভুত এই চরিত্রসমূহের একেকটি ঘটনা আপনাকে প্রাণ খুলে যেমন হাসাবে, ঠিক তেমনই নিয়ন্ত্রণ করবে আপনার রাগ, বিরক্ত ও ভাবনা। মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং কল্পনাগুলো একত্রে হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করার পর অসাধারণ একটা উপন্যাস হচ্ছে “ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ।”

সমালোচনা—
উপন্যাসের ৭১% চরিত্র পরিচিত হওয়ায় গল্পে ঢুকতেই আমি কল্পনাশক্তি হারিয়ে ফেলেছি। অর্থাৎ প্রত্যেকটি কাহিনীর সাথে বাস্তবিক চরিত্র নিজের অনিচ্ছা স্বত্তেও মেলাচ্ছিলাম। সাধারণত একটা উপন্যাস পড়া শুরু করলে আমি গল্পে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করি (ব্যাক্তিগত অভ্যেস)। অথচ এই উপন্যাসের চরিত্রের নামগুলো অধিকাংশ আমার চেনা মুখ, যার ফলে দুইয়ে দুইয়ে চার মেলাতে পারছিলাম না বলে মজা হারিয়ে ফেলছিলাম। অবশ্য প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনিতে যথেষ্ট পরিমাণের রসিকতায় পূর্ণ ছিলো বলে এটা তেমন একটা নজরেই আসে নি।

বইটি কেন পড়েছি?—
পরীক্ষা নামক বড় বড় যু দ্ধে অসফল হয়েছি গত কয়েকমাস। এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। সব কিছুর ভীড়ে রিডার্স ব্লকেও ভুগছিলাম অনেক মাস। তবে সমস্ত ক্লান্তিকর মুহূর্ত ভুলে গিয়ে আমার মতে মুখের হাসি ধরে রাখা অধিক জরুরি। তাই শত ঝামেলার মাঝেও মানুষ হাসতে চায়। উপন্যাসটি সহজ, সাবলীল অথচ হাস্যরসে ভরপুর। যার ফলে খুব সহজেই মানুষ কিছুটা সময়ের জন্য তার হতাশাময় সমস্ত ঘটনা ভুলে থাকবে এছাড়াও রিডার্স ব্লক কাটিয়ে উঠবে বলে আশা করছি।

লেখকের প্রতি ক্ষুদ্র বার্তা—
কী ব্যাপার? আপনার 'খান ফ্যামেলি', 'খোকা ডেঞ্জারাস', 'লাভলী অ্যান্ড্রয়েড' তিন তিনটে উপন্যাস শেষ করেছি। উল্লেখিত উপন্যাসগুলো যেমন স্বাদের ছিলো সে তুলনায় এই উপন্যাসের লবণ একটু কম হয়েছে কেন? নাকি এই উপন্যাস লিখার সময় আন্টি আপনাকে ভাত দেয় নাই।

সর্বোপরি এই বইয়ের মাধ্যমে আমার রিডার্স ব্লক যেহেতু খুলেছে আগামী কয়েকমাস আবার প্রচুর বই পড়তে পারব। যার জন্য উপন্যাসের লেখককে হালকা করে ধন্যবাদ?
[উপরের সমস্ত মন্তব্য আমার ব্যাক্তিগত মতামত। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে]

Read More

Was this review helpful to you?

খুম কম বই থাকে যেটা তার হাইপ শেষ পর্যন্ত ধরে রাখে। এই বই শুধু তার হাইপই ধরে রাখেনি, সকল প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এমনকি আমার কাছে তো মনে হয়েছে লেখকের প্রথম রম্য উপন্যাসকেও টেক্কা দেবে এটা।

গল্পটা সরলরৈখিক। কিন্তু যেভাবে গল্প এগিয়ে গেছে, যেভাবে গল্পটা বলা হয়েছে, এককথায় অসাধারণ। বাস্তব জীবন থেকে নেওয়া চরিত্র, গল্পের কাল্পনিক ঘটনার সাথে বাস্তবতার যে মিশ্রণ, আশপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার হাস্যরসাত্মক উপস্থাপন দারুণ ছিল। পুরো ব্যাপারটা একইসাথে ইউনিক আর সাহসী চেষ্টা।

বর্তমানে যারা নিয়মিত রম্য লিখছেন, তাদের কাতারে এই লেখক অনেক এগিয়ে৷ আশা থাকবে আগামীতে তিনি রম্য নিয়ে আরও লিখবেন৷ স্পয়লার দিতে চাই না বিধায় একটা বিষয় একটু ঘুরিয়ে বলছি৷ এই উপন্যাসে তার পরবর্তী বই সম্পর্কে ধারণা পাওয়া গেছে। খুব শীঘ্রই হাতে পাবো, সে প্রত্যাশাই করি৷

Read More

Was this review helpful to you?

যদিও বইয়ের কাহিনি ও ঘটনা কাল্পনিক, কিন্তু প্রতিটি ঘটনা-চরিত্র বাস্তবতা থেকে নেওয়া। আরো গুছিয়ে বললে নির্মম বাস্তবতাকে স্যাটায়ার হিসেবে তুলে ধরা হয়েছে এবং এখানেই উপন্যাসের সার্থকতা।

চমৎকার লিখনশৈলী। প্রত্যেকটা পৃষ্ঠা রম্যতে ভরপুর৷ পাঠকেরা না হেসে পারবে না। আমিও পারিনি। প্রচুর হেসেছি৷ হোক না কাল্পনিক কাহিনি, কিন্তু কল্পনার আশ্রয়ে এত সুন্দর করে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে যার প্রশংসা করতে হয়৷ প্রতিদিনকার ব্যস্ততা-ক্লান্তি কাটিয়ে উঠতে এই বইটা মেডিসিন হিসেবে কাজে দেবে৷

যদি এক বাক্যে বলতে হয়- সুখপাঠ্য উপন্যাস।

Read More

Was this review helpful to you?

আমার এখন পর্যন্ত পঠিত সবচাইতে হাস্যরসাত্মক উপন্যাস। গল্প, চরিত্র, সংলাপ... দুর্দান্ত। নিঃসন্দেহে সকল পাঠকের মন জয় করবে এই উপন্যাস। বইটির পাঠকপ্রিয়তা কামনা করি।

Read More

Was this review helpful to you?

a very good book

Read More

Was this review helpful to you?

আমাদের জীবনে খুব স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত অনেক কিছু ঘটে যায়। কিন্তু এই বইয়ের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, খুব স্বাভাবিকভাবে ঘটে যাওয়া মুহূর্তগুলোকে লেখক হাস্যরসাত্মকভাবে ফুটিয়ে তুলেছেন। 'খান ফ্যামিলি' আমাকে খুব হাসিয়েছিল। এর চেয়ে ঢের বেশি হাসিয়েছে এই বইটি।

এই বইয়ের প্রচ্ছদটা একে তো নজর কাড়বেই। কিন্তু এর চেয়েও মজার বিষয় হচ্ছে, বইটি পড়ার পর প্রচ্ছদে চোখ বুলালে চরিত্রগুলোকে জীবন্ত কল্পণা করা যাবে।

রম্য বই পড়ি আনন্দের জন্য। কিন্তু এই বইয়ের কিছু কিছু জায়গায় রম্য স্যাটায়ারও হয়েছে। আর একটা রম্য বইয়ের সার্থকতা তখনই হয় যখন বইটা কোথাও না কোথাও গিয়ে স্যাটায়ার হয়। বর্তমান সামাজিক অবস্থা, করোনাকালীন সময়, লকডাউন, রাজনৈতিক অবস্থার হেরফের এসব বিষয়ে বিদ্রুপসূচক নিন্দা একদিকে যেমন হাসিয়েছে, অন্য দিকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আর এসব রঙ্গ তামাশার মাঝ দিয়ে ছোট্ট একটা ভালোবাসার গল্প পূর্ণতা পেয়েছে।

এ বইটি শুধু হাসাবে না, শিখাবেও। এ বইটি হাসতে শিখাবে, সহজ ভঙ্গিমা শিখাবে আর তারই সাথে সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে আরেকবার ভাবতে শিখাবে।

'সাজিদ' এই গল্পের প্রধান চরিত্র। খুব জটিল বিষয়কে সহজভাবে দেখা দৃষ্টিভঙ্গি আছে তার। সাজিদের সহজ সরল মনোভাব প্রতিবার আমাকে একটা বাক্য মনে করিয়ে দেয়। - " জীবন আসলে খুব সহজ। এটাকে জটিল করি আমরাই।" ইশ! আমরা সবাই যদি খুব সহজভাবে জীবনকে উপোভোগ করতে পারতাম? ইশ! আমি যদি সাজিদ হতে পারতাম!

" সাজিদ" যেমন একদিকে সহজ সরল; 'মীনা' ঠিক তেমনি স্ট্রেট ফরোয়ার্ড। 'মীনা' চরিত্রের একটা বিষয় আমার খুব ভাল্লেগেছে। আর সেটা হলো-" যেকোন বিষয়ে মীনার পয়েন্ট অব ভিউ খুব স্ট্রং। আর সে তার মতামত খুব জোড়ালো ভাবে যেকোন জায়গায়, যেকোন পরিস্থিতিতে নিসঙ্কোচে রাখতে পারে। "এতো স্ট্রেট ফরোয়ার্ড একটা মেয়ের মানসিক অবস্থা, মনের কথা বা ভালোবাসা লেখক অত্যন্ত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন যেটা অবশ্যই প্রশংসার দাবিদার।

এই বইয়ে আমি কিছু নতুন বিষয় লক্ষ্য করেছি। এই বইয়ে অনেকগুলো চরিত্র। মজার বিষয় হচ্ছে, প্রত্যেকটি চরিত্রই বাস্তব জীবন থেকে নেওয়া। এ বিষয়টি আমার কাছে খুব ইউনিক লেগেছে! এর আগে কোন বইয়ে আমি কখনো এমনটা দেখি নি! আমার মতে এটা খুবই ইউনিক ভাবনা/কল্পনা/স্ট্র‍্যাটেজি! যেকোনোটাই বলতে পারেন। যদি এ বইটা সফলতা পায়, আমার ধারণা; এতো এতো বাস্তব চরিত্রকে একটি বইয়ে সাজানোর কথা অন্যানো লেখকরাও ভাবতে পারেন। বাস্তব চরিত্রের অনেক আপন মানুষরা একটা বইয়ের অংশ। মজার না বিষয়টা? তাছাড়া এই বইটির একটা অংশে 'খান ফ্যামিলি' রিটার্ন করেছে। অর্থাৎ, যারা খান ফ্যামিলিকে ভালোবাসেন, তারা এই বইয়ে খান ফ্যামিলির চরিত্রগুলোকে আবার খুঁজে পাবেন। আরও ইউনিক বিষয় হলো, এই বইয়ের একটা জায়গায় লেখকের পূর্ববর্তী লিখা বইগুলোর কথাও উঠে এসেছে। সেই সঙ্গে প্রচ্ছদেও পূর্ববর্তী লিখা বইয়ের ছোঁয়া আছে। এক কথায় এই বইটিতে খুব যৎসামান্য ভাবে 'জামসেদুর রহমান সজীব ' তার লেখক জীবনটাকেই তুলে ধরেছেন।
এইরকম ইউনিক বিষয়বস্তু, এর আগে কোন বইয়ে এটলিস্ট আমার তো বাবা চোখে পড়েনি! বইটা পড়ার পর আমি হতবাক হয়ে ছিলাম এটার নতুনত্ব দেখে! লেখকের আইকিউ লেভেল ভালো। আমি বলব, এক্ষেত্রে লেখকের বুদ্ধিমত্তা প্রশংসার দাবিদার। এভাবেও এতো এতো ইউনিক বিষয় এক্সিকিউট করা পসিবল! আসলেই?
তবে এত চরিত্রের ভীরেও মূল ফোকাস ছিল ওই প্রধান কিছু চরিত্রেই। আর সেই কিছু চরিত্রের খুন-সুটি ভালোবাসা নিয়ে গল্প এগিয়ে গিয়েছে। শেষমেশ, একটা সুন্দর সমাপ্তি! সুন্দর না ঠিক! রোমান্টিক, কিউট, আর হাস্যকর সমাপ্তি।
পরিশেষে, 'খান ফ্যামিলি ' আমার কাছে অসাধারণ একটা রম্য ছিল। খান ফ্যামিলি বইটা একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজের উপর ভিত্তি করে ছিল। কিন্তু এই বইটি কোন নির্দিষ্ট ম্যাসেজকে ভিত্তি করে লিখা না। এ বইটিতে যেভাবে ভিন্ন ভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন হেরফেরের বিদ্রুপমূলক উপহাস করা হয়েছে তা একই সাথে আপনাকে ঢের ম্যাসেজ দিবে এবং ভাবতে শেখাবে। ও হ্যা, তার সাথে হাসিটা ফ্রি❣️

Read More

Was this review helpful to you?

খান ফ্যামেলি থেকে দ্বিগুন হাসির ভাণ্ডার এই বইটি। চমৎকার ভাবে প্রতিটি চরিত্র তুলে ধরেছেন লেখক।

গ্রাম থেকে শহরে ঘুরতে আসা সাজিদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি কান্ডকারখানা আপনাকে হাসাতে বাধ্য করবেই। বর্তমান সমাজের অবস্থা, করোনাকালীন লকডাউন, হলুদ মিডিয়া নিয়ে অনেক হাস্যরসাত্বক ভাবে উপস্থাপন ও মূল্যয়ন সত্যিই লেখক প্রশংসার দাবীদার। স্বার্থপর মানুষে সমাজ তা মজিদের সাথে ঘটে যাওয়া ঘটনা পড়ে বুঝতে পারবেন। অনেক হাসিয়েছে এই বইটি।১০২ পৃষ্ঠায় যা লেখা দিয়েছেন লেখক তা অনেক মানুষের মনের কথা।খান ফ্যামিলির ও আগমন পড়ে ভালো লেগেছে। ব্যাক্তিগত সংগহ হিসেবে বইটি আপনাকে হতাশ করবে না । শুভকামনা রইলো লেখকের জন্য।

Read More

Was this review helpful to you?

রম্য উপন্যাস "খান ফ্যামিলি"র পর লেখকের নতুন রম্য "ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ" ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে৷ আমাদের অনলাইন বুকশপ "রিডার্স বুক" এর বেস্টসেলার লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে উপন্যাসটি৷ নতুন যে পাঠকেরা বইটি সংগ্রহ করে পড়েছেন, তারা পরবর্তীতে লেখকের বাকি বইগুলোও সংগ্রহ করেছেন৷ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, হাস্যরসাত্মক ধাঁচে গল্প বলার ক্ষেত্রে এই লেখক বরাবরই অনবদ্য। পাঠক এক মুহূর্তের জন্যও হতাশ হবে না৷ অদূর ভবিষ্যতে আরও চমৎকার বই তিনি লিখবেন, সেই প্রত্যাশা আমাদের সকলের।

Read More

Was this review helpful to you?

যে বিষয়গুলো আমরা সচরাচর এড়িয়ে যাই, বিরক্ত বা বিব্রত হই, কথা বলতে চাই না, সে বিষয়গুলো নিয়ে দারুণ স্যাটায়ার ধাঁচের উপন্যাস এটা। প্রথমদিকে অনেকগুলো চরিত্র থাকায় কেমন জানি লাগছিল৷ কিন্তু পরে সবগুলো চরিত্রই ভালো লেগেছে। গল্পের প্রয়োজনে এই চরিত্রগুলো যেমন এসেছিল, তেমনি নিজ নিজ জায়গায় সফলও হয়েছে। কনসেপ্টটাও ভালো৷ হাসি তামাশার ঘটনা থাকলেও প্রত্যেকটা ঘটনার পেছনে যে গভীর উপলব্ধি লুকিয়ে রয়েছে, সেটা পাঠকদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না৷ সকল বয়সী পাঠক-পাঠিকা বইটি পড়ে মজা পেতে বাধ্য।

Read More

Was this review helpful to you?

সজীব ভাইয়ের এ বইটা শেষ করেই খান ফ্যামিলি পড়েছি। অথচ আমার মনে হয়, আগে খান ফ্যামিলি পড়া উচিত ছিল। কেননা নতুন এ বইতে খান ফ্যামিলির রেফারেন্স ছিল। যাক, দুটোই পড়েছি। দুটোই মজার ছিল। এত মজা করে লেখা হয়েছে যে না হেসে উপায় নেই। এখন আমার রম্যর উপর আগ্রহ বেড়েছে। এতদিন শুধু ছোট গল্প পড়তাম। এখন থেকে রম্য পড়ব পাশাপাশি।

Read More

Was this review helpful to you?

রম্য রচনায় এই লেখকের জুড়ি নেই। পাঠক হিসেবে কনফিডেন্স নিয়ে বলতে পারি, জামসেদের রম্য উপন্যাস বরাবরই দুর্দান্ত। খান ফ্যামিলি'র কথাই বলি আর ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ; তার লেখার স্টাইল অনবদ্য। হাসিখুশি সময় কাটাতে চাইলে এই উপন্যাস আপনাকে হতাশ করবে না। হাইলি রেকমেন্ডেড।

Read More

Was this review helpful to you?

this book is totally insane. i don't remember when i laughed out so much by reading a book. this book made me smile and i really loved it. a big thanks to my friend who gifted me this beautiful book.

Read More

Was this review helpful to you?

জোশ! জোশ! জোশ!
দুই দিনে শেষ করেছি উপন্যাসটা।

এইটা "খান ফ্যামিলি"কেও ছাপিয়ে যাবে। প্রতিটা চরিত্র, ঘটনা দুর্দান্ত। খুব মজা পেয়েছি। যারা বই পড়ে প্রানখুলে হাসতে চান, তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন।

Read More

Was this review helpful to you?

খান ফ্যামিলি'র পর এইটা বেস্ট৷ এক সিরিয়ালে পড়ার কারণে বেশি মজা পেয়েছি৷ দুটো বইয়ের মাঝে লিংক রয়েছে, ব্যাপারটা মজার ছিল। আর ঘটনাগুলোর বর্ণনা খুবই হাস্যরসাত্মক। ভালো লেগেছে অনেক।

Read More

Was this review helpful to you?

"খান ফ্যামিলি" পড়ে যে পরিমাণ মজা পেয়েছি, এটার মজা তার চাইতেও তিনগুণ বাড়িয়ে দিয়েছে। এই বইটা প্রথম উপন্যাসকেও ছাপিয়ে যাবে।

Read More

Was this review helpful to you?

Show more Review(s)

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Q:

বইটি কত পৃষ্ঠা ? Questioned by 880****797 on 03 Dec, 2024

A:

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২২৪। ধন্যবাদ। Answered by Zakariya Arif on 03 Dec, 2024

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ

জামসেদুর রহমান সজীব

৳ 263 ৳350.0

Please rate this product