এক মহাজীবন। সত্য-সুন্দরের জীবন্ত অবয়ব। মহান আল্লাহ যে জীবনের আদর্শকে উসওয়াতুন হাসানাহ বা মহোত্তম নমুনা হিসেবে অভিহিত করেছেন। মহানবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেই চির সমুজ্জল জীবনকে বাংলা ভাষায় বৃহr আকারে উপস্থাপনের প্রয়াস রাসুলুল্লাহ (সা.) প্রথম খণ্ড । এ খণ্ড মূলত মহান এই জীবনপাঠের ভূমিকা। এতে মানবতার অনুকরণীয় এ জীবনীর প্রামাণ্যতার উপর আলোকপাত করা হয়েছে। এ প্রামাণ্যতার প্রথম ও প্রধান সূত্র হচ্ছে আল্লাহর কালাম; আল কুরআন। সেখানে আল্লাহর ভাষায় তাঁর রাসূলের (সা.) জীবন ও মহিমা উপস্থাপিত। এ উপস্থাপনের অনুপম ধারাকে বাংলা ভাষায় অনবদ্য বিশ্লেষণে উপস্থাপন করেছেন সীরাত গবেষক মাওলানা মুসা আল হাফিজ। এ গ্রন্থে সীরাতের পূর্ণাঙ্গ একটি চিত্র অঙ্কিত হয়েছে আল্লাহর ভাষায়। মহানবীর (সা.)অমোঘ বিবরণ আল কুরআনের বাক্যে বাক্যে , শব্দে শব্দে কী অনুপমায় বিবৃত, তার এক গভীর ও প্রজ্ঞাময় ইতিবৃত্ত এখানে উপস্থাপিত। যা পাঠককে বিস্ময়কর হাকিকত বা তত্ত্বজ্ঞানের জানান দেয়। এর পাশাপাশি গ্রন্থটি মহানবীর (সা.) পবিত্রতম জীবনের যথার্থতা , সারসত্য, মহিমা এবং আল কুরআনের হেদায়েতের সাথে তাঁর অবিচ্ছিন্নতাকে এমন ভাষা ও ভাবে ব্যাখ্যা করে, যার নজির বাংলা ভাষায় ইতোপূর্বে দেখা যায়নি। আল কুরআনের মোহনা থেকে সীরাতের তথ্য ও রহস্যজ্ঞানের এ গ্রন্থ মহানবীকে (সা.) এড়িয়ে আল কুরআন বুঝা ও ব্যাখ্যার চেষ্টাকে যেমন প্রত্যাখান করে, তেমনি আল কুরআনকে দেখায় এমন এক মহাগ্রন্থ হিসেবে, যার প্রতিফলন ও বিশ্লেষণ হচ্ছে মহানবীর (সা.) যাপিত জীবন। সীরাতপাঠের ক্ষেত্রে এ গ্রন্থ হাজির করে এমন অন্তর্দৃষ্টি, যা পাঠককে সীরাতের একেবারে গোড়া থেকে শাখা-প্রশাখার দিকে নিয়ে যায়। এ গ্রন্থে মূলত রয়েছে সীরাতের গোড়ার আলোকপাত।
Title
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) - প্রথম খণ্ড
মুসা আল হাফিজ একাধারে কবি, তাত্ত্বিক, গবেষক, সুবক্তা। তরুণদের মধ্যে তার প্রভাব ব্যাপক। কবিতা, গবেষণা, অনুবাদ, কথাশিল্প, ছড়া, আত্মকথন, কলামসহ নানা খাতে তার কলম স্রোতবাহী। দর্শন, ইতিহাস, রাজনীতি, ধর্মতত্ত্ব, সংস্কৃতি, সীরাত ও আন্ত:সভ্যতা বিষয়ে ইতোমধ্যে একজন একাডেমিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। দ্রোহ, প্রেম, জীবনরহস্য, আবহমান সংস্কৃতি এবং পরমের তত্ত্বসন্ধান ও আত্মমন্থনের মধ্যে তার কবিতা ও সাহিত্যের প্রবাহ। সুফি-ভাববাদী মুসা আল হাফিজ প্রকাশের ধরণে দার্শনিক। কাব্যিক মেজাজে পোস্টমডার্ন, সিম্বলিক ও সুররিয়্যালিস্ট। তবে ব্যক্তি চিন্তার তিনি পোস্ট-কলোনিয়াল। নানাবিষয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ষাটের অধিক। তিনি ১৯৮৪ সালের ৫ অক্টোবর সিলেটের বিশ্বনাথে জন্ম গ্রহণ করেন।