রাগিব হাসানের পৈতৃক বাড়ি জামালপুরে, তবে সরকারি কর্মকর্তা ও স্কুলশিক্ষিকা মায়ের এই মেধাবী সন্তানটির জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। মেধার স্বাক্ষর রেখেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে। পরবর্তীতে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে, এবং সর্বোচ্চ মার্কস নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া প্রতিটি বিভাগে ভালো ফলাফলের কারণে পেয়েছিলেন গোল্ড মেডেলও। বুয়েটে কিছুদিন শিক্ষকতা করে আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয়ে ছুটে গিয়েছিলেন স্নাতকোত্তর সম্পন্ন করতে, এবং এখান থেকেই তিনি পিএইচডি সম্পন্ন করেন। তিনি একাধারে শিক্ষক এবং বিজ্ঞানী, তবে তার আগ্রহের মূল বিষয় কম্পিউটার কৌশল। এর তাড়নায় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং নিয়ে গবেষণা করছেন সিক্রেটল্যাব নামের একটি গবেষণাগার প্রতিষ্ঠানে। এছাড়াও তিনি উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্ট্যারের একজন প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে তিনি সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে বসবাস করছেন, কিন্তু বাংলার সাথে ঠিকই সম্পর্ক বাঁচিয়ে রেখেছেন তার বইগুলোর মাধ্যমে। রাগিব হাসান এর বই মানেই সহজ ভাষায় কঠিন জ্ঞানের কথা। তিনি মূলত লেখেন প্রবন্ধ। রাগিব হাসান এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘বিজ্ঞানীদের কান্ডকারখানা’, ‘গবেষণায় হাতেখড়ি’, ‘মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা’, ‘বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা’ প্রভৃতি। রাগিব হাসান এর বই সমগ্র এর পাশাপাশি তার ব্লগিংও বাংলা ভাষাভাষী মানুষদের উপকার করছে। তার নিজের ভাষ্যমতে- শিক্ষকতা তার পেশা ও নেশা। তার শিক্ষা তিনি ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী। তাই অনলাইন শিক্ষাদান ওয়েবসাইট শিক্ষক ডট কম গড়ে তুলেছেন। তার এ উদ্যোগ ২০১৩ সালে গুগলের ‘রাইজ’ পুরস্কার লাভ করে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চশিক্ষার প্রচলন করতে চান তিনি। এছাড়াও গবেষণাকর্মে পারদর্শিতার জন্য ‘ক্যারিয়ার’ পুরস্কার লাভ করেন ২০১৪ সালে।
Norman Vincent peale ও আত্মোউন্নয়ন মুলক বই লিখেন, রাগিব হাসান, আয়মান সাদিকরাও লিখেন। কিন্তু লেখার সীমিত আকার, আর মোটিভেট করার চেষ্টা দেখে মনে হল-আমি যদি বই পড়ে মোটিভেট না হই, তাতে আমার দোষ। নিতান্ত ছোট লেখা-ফেসবুক অডিয়েন্স কে টার্গেট করে লেখা এগুলি। এতে কথা গুলো মনের ভিতরে দাগ কাটে না। বইয়ের পাঠক আর ফেসবুক পাঠক এক না। বইয়ের পাতায় ঘন্টার পর ঘন্টা আমরা চোখ রাখতে বিরক্ত হই না-ফেসবুকে পার পোস্ট ৫ মিনিট। আমার মতে মোটিভেটর হতে হলে প্রথমে মোটিভেটর স্পিকার হওয়া দরকার-দেখতে হবে কিসে জনগনের চোখ চিকচিক করে। তরুনরা কিসে উদ্বুদ্ধ হয়। আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার ভালো বলতে পারবেন। বই পড়ে আমি হতাশ। বারবার মনে হয়েছে-লেখকের নিজের তাড়া আছে-চটপট বলে যাচ্ছেন। যে আশা নিয়ে বই কিনেছিলাম তা ব্যার্থ। শিরোনাম টা সুন্দর। এলোচিন্তা ডট কম এখন কাজ করেনা।
Read More
Was this review helpful to you?
By Ahmed Zaman Shimul ,
20 Oct 2019
Verified Purchase
ফেসবুক স্ট্যাটাস তুলে দিয়ে বই বের করা হয়েছে। তারপরও যারা মনকে শান্ত করতে, মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য ভালো বই পারে। বিশেষ করে যারা সাইকোলজির বড় বড় বই পড়তে চান, আমার এ বিষয়ে অল্প কথায় জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য ভালো বই। কিন্তু অত বেশি গবেষণাধর্মী বই না। অনেকটা আড্ডায় যেভাবে মানুষ কথা বলে ওইভাবে লেখা বইটি।
Read More
Was this review helpful to you?
By Abu Talha Mihrab,
18 Jan 2020
Verified Purchase
মোটিভেশান বই খুব ভালো বিক্রি হয়। লেখকের পকেট ভারি হয়। আদতে ওইসব মোটিভেট কাজে লাগে না। তবু বইটা মন্দ না। ছোট ছোট প্যারায় একেকটা বিষয় বর্ণনা করেছেন লেখক। এসব বই যতক্ষণ পড়বেন, ততক্ষণই—তার পর নিমেষে শেষ সব আবেগ-উত্তেজনা। এজন্যই কে একজন বলছিল—মোটিভেশন এবং মাস্টারবেশন এক। দুটোই সাময়িক আনন্দ দেয়।
Read More
Was this review helpful to you?
By Naim,
12 Nov 2019
Verified Purchase
Boi porata amar shokh-er o valolagar bisoy . Sai shokh o valo laga hote amra gore tulesi amader office library . Thanks Rokomari amader sokol boi thik quality te ena dewar jonno . And aro thanks alokito bangladesh gorar proyash newar jonno . Thanks the all team member of Rokomari .
Read More
Was this review helpful to you?
By MD.Sakib Ahmed,
02 Nov 2019
Verified Purchase
বইটা অনেক ভাল।পড়ে অনেক কিছু জানতে পারছি।বইটা পড়লে আশা করি সবারই উপকার হবে।আমার অনেক ভাল লেগেছে।আপনারাও বইটা পড়ে দেখতে পারবেন আশা করি ভাল লাগবে।বইটি পড়ে সবারই মন কিছটা হলেও পরিবর্তন হবে আমি মনে করি।অনেক সুন্দর একটা বই।আমার কাছে সব থেকে ভাল বই এটা
Read More
Was this review helpful to you?
By Md. Aminul Islam,
03 Jul 2017
Verified Purchase
রেটিং ও নাম দেখে বইটি কিনেছিলাম, ভাবলাম বাংলাভাষায় এমন বইয়ের খুব প্রয়োজন ছিলো। পড়ার পরে মনটাই খারাপ হয়ে গেল। এটা একটা বই হলো..? এর চাইতে ইউটিউব এ সন্দিপ মাহেশরীর লাস্ট লাইফ চেনজিং সেমিনার হাজার গুনে ভালো।
Read More
Was this review helpful to you?
By Rasel Ahmed,
23 Apr 2020
Verified Purchase
Boi ta pore aj ses korlam r boi ta porar age ebong boi ta porar por j change amr maje feel korchi... asa Kori onk e omon ta feel korben & finally it's a nice motivation book. Thanks Ragib Hasan Vai k.
Read More
Was this review helpful to you?
By Joy Ahmed,
14 Apr 2016
Verified Purchase
অসাধারণ একটি বই । এই মানুষ কে নতুন করে স্বপ্ন দেখা শিখাবে আর স্বপ্ন বান মানুষদের নতুন ভাবনার দিক খুলে দিবে । আমি রাগিব স্যার এর কাছে অনেক কৃতজ্ঞ এই রকম বই আমাদের উপহার দেবার জন্য ।
Read More
Was this review helpful to you?
By Foial Ahmed,
07 Apr 2021
Verified Purchase
আমাদের জীবনে আমরা কোনো না কোনো সময় স্বপ্ন হারিয়ে ফেলি, এই বইটা পড়ে হয়তবা এমন কিছু পেতে পারেন যেটা দিয়ে আপনি আপনার স্বপ্ন ফিরে পাবেন আর আবার নতুন করে শুরু করতে পারবেন।
Read More
Was this review helpful to you?
By Sadman Sakib,
13 Jan 2019
Verified Purchase
বইটি ভালো। কিন্তু এই বইটি তে খুব বেসিক self helf content আছে। যারা self help নিয়ে অন্য কোনো বই পরেছেন বা YouTube এ ভিডিও দেখেন তাদের কাছে নতুন তেমন কিছুই নেই।
Read More
Was this review helpful to you?
By Eyamin Hossain,
06 Jan 2019
Verified Purchase
এই বইটি শুনেছি অনেক জনপ্রিয় একটি বই কিন্তু এই বইটি পড়ে তেমন ভালো লাগেনি আশা করছিলাম বইয়ের মধ্য অনেক শিক্ষানীয় বিষয় পাব কিন্তু তেমন কিছুই পাইনি
Read More
Was this review helpful to you?
By Abir Hossain,
22 Jul 2018
Verified Purchase
খুবই দুঃখজনক, এই বইটি বেস্ট সেলারের তালিকায়। আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ মনে হয়নি, শুধু রকমারির প্রচারের কারণে কিনেছিলাম। একদম ভাল লাগেনি।
Read More
Was this review helpful to you?
By MashrafI Islam,
05 Dec 2020
Verified Purchase
Boi ta tader jnnno jara olpotei hotash hoye jay . jara khei hariye fele . average motivational but onk kisu notun koore vababe
Read More
Was this review helpful to you?
By Dipto Karmakar,
28 Jan 2020
Verified Purchase
অসাধারণ একটি বই। বইটি পড়ার পরে অনেক ক্ষেত্রেই এখন নতুন ভাবে চিন্তা করা যায়। দৃষ্টিভঙ্গি বদলান যায়।
Read More
Was this review helpful to you?
By Mahmudul Hasan,
15 May 2016
Verified Purchase
its a superb book..u will have lot of inspirations to read this book
Read More
Was this review helpful to you?
By Mehedi H.,
14 Feb 2018
Verified Purchase
বুক রিভিউঃ "রিচার্জ ইউর ডাউন ব্যাটারি" লেখকঃ ঝংকার মাহবুব প্রকাশকঃ আদর্শ মূল্যঃ ২০০ টাকা ==================================রকমারি থেকে গতকাল বইটা পেয়েছি। বইটির ভূমিকা লিখেছেন মুনির স্যার। বইটি পড়ে রীতিমতো অবাক হয়েছি। আমার কাছে মনে হয়েছে ঝংকার ভাইয়া মাসুম ভাইয়ার সাহায্যে আমার সাথে কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন এবং ভূলত্রুটিগুলো তুলে ধরছেন! বইটির কিছুকিছু বিষয় আমার কাভে খুব ভালো লেগেছে। বইয়ের নাম থেকে শুরু করে প্রচ্ছদ, নানা ছবি, লেখার গদ্যশৈলী, প্রাসঙ্গিক উক্তি ও সবশেষে লেখক পরিচিতি বইটিকে অনন্য করে তুলেছে। . সবচেয়ে ভালো লেগেছে লেখার ধরন। প্রচলিত ধারার বাইরে গিয়ে ভাইয়া যেরকম করে লিখেব্ছে তা বইটিকে জীবন্ত করে তুলেছে। বইটি পড়ার সময় হুমায়ূন আহমেদ স্যারের কথা মনে পড়ে যায়। তাঁর বই পড়ার সময় যেমন একপেইজ পড়ার পর নেক্সট পেইজ পড়তে ইচ্ছে এই বইটি পড়ার সময়ও এরকম মনে হয়েছে! এক ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট আবির ও তার বড় ভাই মাসুম ভাইকে দিয়ে বইটা শুরু হয়েছে। . আমি এই বইটিকে অন্যরকম বলব কেননা গল্পের আকারে লেখা হয়েছে। একজন বড় ভাই তাঁর ছোট ভাইকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন, সেটা শুনে তার কী প্রবলেম হচ্ছে আবার সেটা কিভাবে সল্ভ করা যায় - এরকম ভাবে বইটি এগিয়েছে। আমার কাছে মনে হয়েছে আমার মতো যাদের কোনোকারণে ব্যাটারি ডাউন বা লো হয়ে গেছে তাদের আাবির উত্তম মডেল হতে পারে। ঝংকার ভাইয়া তাঁর আগের বইয়ের মতো কয়েক অধ্যায় পর পর প্রশ্ন করেছেন , অ্যানসার দেওয়ার জন্যে জায়গাও রাখা হয়েছে। . আরেকটি বিষয় আমার কাছে ভালো লেগেছে সেটা হলো সঠিক জায়গায় সঠিক ব্যক্তিদের উক্তি ব্যবহার। সর্বপ্রথম উক্তিটি আমার কাছে খুব উপযুক্ত মনে হয়েছে। . বইটির শেষে একটা চমত্কার জিনিস আছে। নিজের অবস্থানটা কোথায় সেটা মাপার জন্যে বিশেষ বিশেষ প্রশ্ন করা হয়েছে। যার মাধ্যমে নিজের ব্যাটারির কতটুকু চার্জ আছে সেটাও মাপা যাবে। এখানেই শেষ না, ব্যাটারি ডাউন হলে কিভাবে রিচার্জ করতে হবে সেটাও আছে। পড়লেই বইটির কেরামতি বোঝা যাবে! . বইটি প্রকাশ করেছে আদর্শ। এই প্রকাশনীকে আমি অনেক পছন্দ করি। কেননা এই প্রকাশনীর বইও ভালো, দামও খুব কম। . সবশেষে বলা যায় জীবনে পথ চলার সময় হোঁচটও খেতে হয়। হোঁচট খেলেই তার পরাজয় হয় না, তার জীবন থেমে থাকে না। চৈনিক প্রবাদেই তো আছে, "পতন কখনো পরাজয় নয়, পরাজয় তখন যখন কেউ উঠে দাড়াতে চায় না"। আমাদের সবারই কোনো না কোনো কারনে ব্যাটারি ডাউন হতে পারে। তাই বলে বসে থাকব? নিজেকে চেইঞ্জ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। যেরকম আমি একটু একটু করে এগোচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সকল স্টুডেন্টদের বইটি পড়া উচিত। কারণ সবারই ব্যাটারি ডাউন হতে পারে। মুনির স্যারের মতো শেষ করছি, "সবার জীবনের সেকেন্ড ডিফারেনশিয়াল নেগেটিভ হোক"।
Read More
Was this review helpful to you?
By maruf morshed,
22 Feb 2018
Verified Purchase
বুক মিভিউ হিমু পরিবহনে কে জানি ক্ষমতা চায়, কি একটা পরীক্ষা দিয়ে। তার প্রতি উপদেশঃ প্রিমিয়ার লিগের খেলা, লম্বা লম্বা সিরিয়ালের সিজনগুলা, হিট খাওয়া মুভিগুলা এক একটা প্লাস্টিকের ফুল। এরা কখনোই মলিন হয়না। জিদান গেলে, রোনালদো আসে। রোনালদো গেলে, মেসি আসে। মেসি গেলে অন্য আরেক রোনালদো আসবে। সে গেলে আরেক রেকর্ড ব্রেকার আসবে। কিন্তু তোর জীবন থেকে যে সময় চলে যাচ্ছে, তা আর ফেরত আসবে না। জাস্ট ৫ স কাজ করলেই হবে। প্রথম স হচ্ছে সময়ঃ আড্ডা, মাস্তি, পার্টি, ঘোরাঘুরি, সব কমিয়ে লক্ষ্য অর্জনের পেছনে সময় দিতে হবে। তোর যেমন ২৪ ঘন্টায় এক দিন হয়, সফল মানুষদের ও ২৪ ঘন্টায় এক দিন হয়। তারপর ও তারা সফল। কারন সারা দিনের মধ্যে যতটুকু সময় পায় সেটা কাজের পেছনেই লাগায়। তোর মতো চৌত্রিশটা জিনিসে ঠুসা দেয় না। দ্বিতীয় স হচ্ছে স্কিল জীবনে যা ই করতে চাস না কেন তোকে স্কিল ডেভেলপ করতেই হবে। ইংরেজীতে কথা বলতে পারার স্কিল থাকবে সবচেয়ে উপরে। ইংরেজীতে রিপোর্ট এবং ইমেইল লিখতে পারা। অন্যের লেখা রিপোর্ট পড়তে পারা, বুঝতে পারা। তার পাশাপাশি বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। ভদ্র ভাষায় যাকে বলে নেটওয়ার্কিং। এক্সট্রা কারিকুলার একটিভিটিস এর সাথে যুক্ত থাকতে হবে। বিভিন্ন ওয়ার্কশপ,সেমিনার, কম্পিটিশনের পার্টিসিপেট করতে হবে। কোনো একটা অর্গানাইজেশনের দায়িত্ব নিতে হবে। তৃতীয় স হচ্ছে স্টেপঃ তুই এক লাফে আসমানে যেতে পারবিনা। একটা একটা করে সিড়ি পার হয়েই উঠতে হবে। চতুর্থ স হচ্ছে সাহসঃ শুরু করলেই হোচট খাবি, ব্যার্থ হবি। লোকজন নাক সিটকাবে, টিটকারি মারবে, ফ্যামিলি বাধা দিবে, গার্লফ্রেন্ড মন খারাপ করবে। তারপরেও স্বপ্নের পিছনে ছোটার সাহস রাখতে হবে। পঞ্চম স হচ্ছে সাধনাঃ একবার দুইবার খোচা দিয়ে দুই একটা চার ছয় পিটানো যায়, কিন্তু সেঞ্চুরি করা যায় না। সাধনা করতে হবে। শ্রম দিতে হবে। শ্রমের দম যত বেশি হবে, শ্রমের দাম তত বেশি হবে। তবে দুই একবার ব্যার্থ হলেই টিভি সিরিয়ালের পুরা সিজন আর বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি নিয়ে বসলে, অলিল খলিল হইতে পারবে, মাগার অনন্ত জলিল হইতে পারবিনা। সো ছোট ছোট স্টেপ বের করে, সময় নিয়ে সাহসের সাথে সাধনা করতে পারলেই, সফলতা আসবে। লাইফটা ঝাক্কাস হয়ে উঠবে। রিচার্জ your ডাউন ব্যাটারি। পুংটা পুংটা পোলাপাইনদের জন্য দারুন একটা বই। হয়তো কথাগুলোতে তেমন গভীরতা নেই, দিনশেষে হয়তো মস্তিষ্কে তেমন পাকাপোক্ত হবেনা। মনে হবে-কি সব হালকা কথা। কিন্তু ঝংকার তুলবে মনে। একটু সাহস জাগাবে।
Read More
Was this review helpful to you?
By EM Selim Ahmed,
13 Feb 2018
Verified Purchase
“ট্যালেন্ট বলতে কিচ্ছু নাই Only পরিশ্রম is Real”
জীবনের চাওয়াকে পাওয়া করতে না পেরে দিক হারিয়ে ফেলেছিলাম। ঠিক তখনি ঝংকার ভাইয়ার #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি বইটা রকমারি থেকে অর্ডার করেছিলাম। বইটিতে ঝংকার ভাইয়া এক জন বড় ভাই রূপে জুনিয়ার ভাইদের উপদেশ দিতে তুই বলে সম্মোধন করেছে যেটা মনে হয়েছে একান্ত আপন কোনো বড় ভাই আমাকে উপদেশ দিচ্ছেন।
১১ নম্বর পৃষ্ঠায় ভাইয়ার একটা কথা কানে অনাবরত বেজে যাচ্ছে সেটা হলো “ আসলে দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিচ্ছু নেই। পরিশ্রমী পোলাপাইন দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা, যে জ্ঞান অর্জন করে, আইলসা পোলাপাইন সেটাকেই ট্যালেন্ট বলে।”
ইচ্ছে করলেই একদিনে বইটা পড়া শেষ করতে পারতাম। কিন্তু আমি সেটা না করে ধীরে ধীরে এবং বইয়ের বিষয়বস্তু নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি, ঠিক ভাইয়া আমার একটা কমেন্টে আমাকে বলেছিলেন নিজের জীবনে প্রয়োগ করতে।
আমরা প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় আমাদের বলে দেয়, সাবধানে থাকিস। কখনোই বলে দেয় না, আজকে দুইটা রিস্ক নিয়ে আসিস। নতুন কিছু ট্রাই করে আসিস। লেখাটা “রিস্ক নেওয়াটা সাফল্যদের তপস্যা” অধ্যায়ের। ঝংকার মাহবুবের লেখা বলে কথা তার লেখা পড়তে পড়তে কখনও আগ্রহ হারায়নি। তার লেখার রসে ডুবে থাকবেন সবসময়। বইটা পরে ফেলতে পারেন।
Read More
Was this review helpful to you?
By Syed Ashir Abrar,
01 Mar 2018
Verified Purchase
বই এর প্রথম কিছু পেইজ দেখে কি মনে হয়? কোন কবিতা? আমি আপনাকে দোষ দেব না। বই এর সূচীপত্র যে এমন অন্ত্যমিল নিয়ে লেখা যায় সেটা কে-ই আগে ভেবেছিল? ছাত্রজীবনে আমরা যতরকম সমস্যার সম্মুখীন হই, সব গুলোর কি সুন্দর সমাধান দেওয়া। যতক্ষণ বইটি পড়ছিলাম মনে হচ্ছিল মাসুম ভাই এর উপদেশ গুলো যেন আবির-সুমনদের জন্য নয়, আমার জন্যই লেখা। লেখক খুব সুন্দর করেই আমার মনের মধ্যে যেই প্রশ্ন গুলো উঁকিঝুঁকি মারে সেগুলোকে আবির ও তার বন্ধুদের মাধ্যমে প্রকাশ করেছেন। আপনার মনে হবে এই মাসুম ভাই আপনার স্কুল/কলেজ কিংবা ডিপার্টমেন্টেরই বড় ভাই। বইটি অনেকটা মোটিভেশনাল হলেও এতে একটা গল্পের বই এর স্বাদ পাওয়া যাবে। কিছুক্ষণ পরপর একেকটা টুইস্ট, কিংবা এরপর আবির কিংবা তাঁর বন্ধুরা কি প্রশ্ন করে সেটা জানার জন্য একটা কৌতূহল বোধ করবেন। মাসুম ভাই চলে যাওয়ার পর আবিরের নিজের দায়িত্ব নিজে নেওয়ার গল্প গুলোতে আপনিও মনে মনে চাইবেন এবার নিজেই নিজেকে কন্ট্রোল করতে। এক কথায় অনবদ্য এক বই। এমনে এমনে তোহ বইটি বেস্ট সেলার হয়নি। বইটি না পড়লে আসলেই মিস করবেন। নিজের ব্যাটারি ডাউন থাকলে, এবং যদি না জানেন কি করে তা রিচার্জ করতে হবে তবে বইটি আপনার জন্য। যারা জানেন তারাও বইটি পড়তে পারেন, কথা দিচ্ছি হতাশ হবেন না।
Read More
Was this review helpful to you?
By Abdur Rakib,
02 Mar 2018
Verified Purchase
বইটি আর আট দশটি মোটিভেশনাল বইয়ের মতো নয়। বইয়ের ভিতর লেখক খুব সুন্দর ভাবে তার পাঠকের সাথে ইন্টারকশনের চেষ্টা করয়েছে, যেটা বরাবর ই ঝংকার ভাই করে থাকেন। কিছু পৃষ্ঠা পর পর ই লেখক তার পাঠকের কাছে কিছু প্রশ্নের উত্তর চেয়েছে, যে প্রশ্নের উত্তরের মাধ্যমে পাঠক তার নিজেকে নতুন ভাবে চিন্তে পারবে। লেখক খুব সুন্দর ভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যে লাইফে ভাল কিছু করতে হলে সুপার হিউম্যান হতে হয় না এবং আমরা দৈনন্দিন জীবনের কিভাবে সময় নষ্ট করই। আমরা কিভাবে নিজেদের সমস্যা গুলো অতি সহজে সমাধান করতে পারি। খুব সুন্দর এবং সাবলীল ভাবে ছোট ছোট গল্পের মাধ্যমে পাঠককে উৎসাহিত করা হইয়েছে। এই জন্য বইটি পড়তে পাঠকের মোটেও বোরিং লাগবে না। আর বইয়ের সব শেষে ব্যাটারি এর ঘর পূরণ করে পাঠক তার জীবনের বর্তমান অবস্থা সর্ম্পকে জানতে পারবে, যাতে করে সে বুঝতে পারবে তার অন্য দের সাথে পেরে উঠতে গেলে আর কি পরিমাণ পরিশ্রম করতে হবে। পরিশেষে, পুরো বই জুড়ে লেখক একটা কথায় ভালভাবে বুঝাতে চেয়েছেন, যে লাইফে কোনও শটকার্ট নাই, ভাল কিছু করতে হলে পরিশ্রম করতেই হবে, একবার চেষ্টা করে না হলে আবার চেষ্টা করতে হবে, কোন কাজে সফল হওয়ার জন্য লেগে থাকতে হবে।
Read More
Was this review helpful to you?
By Abid hossain rion,
08 Jan 2020
Verified Purchase
বইটির কয়েকটি দিক আমার বেশ নজর কেড়েছে এবং ভালোও লেগেছে। তার মধ্যে প্রথম হলো, লেখক বইটিতে যে যে পয়েন্ট তুলে ধরেছেন, তার প্রত্যেকটির সাথে তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন যেগুলো আমার কাছে অনেকটাই বাস্তবিক মনে হয়েছে। আর আসলে উদাহরণগুলোর সাথে আমি নিজেকে রিলেট করতে পারতেসিলাম। যার কারণে আমার কাছে পয়েন্টগুলো বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার সবচেয়ে বেশি যে পয়েন্টটা ভালো লেগেছে তা হলো, "বিজনেস করতে গেলে খাইতে হবে কনি"।কারণ এই পয়েন্টটাতে লেখক এক্কেবারে কড়া সত্য কথা নির্দেশনা হিসেবে দিয়েছেন যা আমাদেরকে আসলে কেউ সহজে বলতে চায় না। উল্টা আমরা বাস্তব জীবন কঠিন ভাবে শিখি। আমার কাছে ৫স ফর্মুলাটাও বেশ মজার মনে হয়েছে প্লাস কার্যকরীও বটে। বইটির আরেকটি বিশেষ দিক হলো, প্রত্যেক ৪ টা পয়েন্ট শেষে লেখক পাঠকের দিকে মানে আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আবার বইটির শেষে লেখক ব্যাটারির চার্জের সাথে প্রয়োগমূলক একটা কাজ দেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে এই দিকটি ছাত্রসমাজের জন্য বেশ উপকারী হবে।
Read More
Was this review helpful to you?
By Zahedul Hasan,
27 Feb 2018
Verified Purchase
বুক রিভিউ- "রিচার্জ Your ডাউন ব্যাটারি" -ঝংকার মাহবুব
বইটা হাতে পেয়ে অনেক ভাল লাগলো। আমার ব্যাটারি একদম Low বললেই চলে। একদিকে সামনে আবার পরিক্ষা! মহাঝামেলায়। কিন্তু তাতে কি? যদি পাশে থাকে আলোচ্য গল্পে মাসুম ভাইয়ার মতো Guideline! যেমনিভাবে তিনি আলোচ্য গল্পের ছাত্র আবিরকে টিপ্স্ দিচ্ছিলেন- কিভাবে পড়ালেখায় খাপ খাওয়াতে হয়, কিভাবে জীবনে উন্নতি করতে হয়, কিভাবে হতাশার করিডোর থেকে বের হতে হয় আর কিভাবে সাফল্যের চূড়ায় আরোহন করতে হয়। এমন একটা Guideline আমারও দরকার ছিল, যা আমি ফেলাম আমার প্রিয় ব্যক্তিত্ব- ঝংকার মাহবুবের কাছ থেকে। পরিক্ষার আগে আমার মাঝে কিছু জিনিসের অভাব ছিল, বিশেষ করে কন্ফিডেন্সের অভাব ছিল। কিন্তু এই বইটি যেন আমার হয়ে কথা বলছে, বইটি যেন বলছে- তোমাকে উন্নতি করতে হলে আরো চেঞ্জ হতে হবে, একবার না পারিলে দেখ শতবার। বইটিতে আরো বেশী ভাল লেগেছে- লেখকের "তুই" শব্দের সম্বন্ধটা, যেন কোনো বড় ভাই আমাকে উপদেশ দিচ্ছে। সবশেষে বইটি আমার জন্য এ বছরের অন্যতম সেরা উপহার।
Read More
Was this review helpful to you?
By Foial Ahmed,
07 Apr 2021
Verified Purchase
বইয়ের নাম থেকেই বোঝা যায় এটি একটা মোটিভেশনাল বই। পুরোটা বই ইউনিভার্সিটি পড়ুয়া দুই জনের কথোপকথন দিয়ে সাজানো হয়েছে। দুইজনের একজন জুনিওর (আবির) আরেকজন সিনিওর ভাই (মাসুম)। বইয়ের বিভিন্ন প্লটে জুনিওর আবির তার জীবনের বিভিন্ন সমস্যা সিনিওর মাসুম ভাইয়ের সাথে শেয়ার করে। ইউনিভার্সিটি তে ওঠার পর অথবা কয়েক সেমেস্টার পার করার পর বেশিরভাগ মানুষ যেসব সমস্যার সম্মুখীন হয় সেইসব সমস্যা কাটিয়ে ওঠার কিছু টিপস এন্ড ট্রিক্স বইটিতে দেয়ার চেষ্টা করা হয়েছে। কথোপথনে বড় ভাই মাসুম তুই তোকারি করে কথা বলে জন্যে বইটি পড়লে মনে হবে সত্যিই কোনো বড় ভাই আপনাকে বোঝাচ্ছে। আর বইটির প্রতিটি অধ্যায় শেষে নিজের অবস্থা যাচাই করার জন্যে কিছু এক্টিভিটিস দেয়া আছে সেগুলো দিয়ে নিজের অবস্থা সম্পর্কে ভালো ধারণা পাবেন সাথে কি করতে হবে তার দিক নির্দশনা ও পাবেন। যাদের গাইডলাইন দেয়ার মত বড় ভাই নেই অথবা ইউনিভার্সিটি জীবনের সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না কিংবা পথ চলতে চলতে খেই হারিয়ে ফেলেছেন তারা বইটি বইটি পড়ে ফেলুন।
Read More
Was this review helpful to you?
By Jahed Ahmod,
03 Mar 2018
Verified Purchase
“ রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তাঁর বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেন নি ”
-সৈয়দ মুজতবা আলী।
শত মাইল দূরে বাংলা একডেমীতে চলা অমর একুশে বইমেলায় যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হলেও rokomari.com এর সৌজন্যে পেয়ে গেলাম ভার্চুয়াল জগতের প্রিয় ব্যক্তিত্ব Jhankar Mahbub ভাইয়ের লেখা বই #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি।।।
পড়ার শুরুতে যে ভুমিকা লিখা রয়েছে সেটা পড়েই বইটির পড়ার তৃষ্ণা আরও কয়েক গুন বেড়ে গেল। তার পর যতই গিলতে শুরু করলাম ততই খিদে বাড়তে শুরু করল একপর্যায়ে গোগ্রাসে পুরো বইটি গিলে ফেললাম।
আহ! খালি প্রাণটা এবার ভরে গেল নতুন প্রভাতের স্বপ্নে। যেথায় শুধু হাতছানি দিয়ে ডাকে অদূর সোনালি ভবিষ্যৎ। আর সেই হাতছানিতে সাড়া দিয়ে চলছি গুটি গুটি পায়ে নিরন্তর।।
Read More
Was this review helpful to you?
By Rakibu islam,
11 Nov 2019
Verified Purchase
ঝংকার মাহবুব, ভাইয়ের, সবগুলো বই,খুব ভালো লেগেছে , কিন্তু এই বইটা ভেরি স্পেশাল, আমার বুকশেলফের পছন্দের তালিকায় এই বইটি রাখা আছে, বইটির মধ্যে বিশেষ কিছু কথা আছে, যা অন্যান্য আত্ম-উন্নয়নমূলক বই পাওয়া যায় না। বইটি একবারে পড়ে শেষ করা যায় না , এটি এমন একটি বই যে ডায়রির মত সবসময় কাছে রাখতে হয়, সাধারণত কোন বইয়ের লেখার অপশন থাকেনা, কিন্তু এই বইটিতে লেখার জন্য অনেক জায়গা রাখা আছে, চিঠি লিখে শেষ করতে হয়তো কয়েক বছরের প্রয়োজন, এবং বইটির শেষে একটি মজার চাট দেওয়া আছে, আর এটি থেকে আমরা ছাত্র জীবনে কোন লেভেলে আছি, আমাদের লাইফের ব্যাটারি কতটুকু চার্জ আছে, বইটির বর্ণনা যতই লিখি শেষ হবেনা, একটি পাঠক যখন বইটি পড়ে শেষ করবে, তখন বুঝতে পারবে বইটিতে কত কিছু আছে, স্টুডেন্ট পাঠকদের জন্য বইটি আবশ্যক, প্রত্যেক স্টুডেন্টের একবার হলেও বইটি পড়ার প্রয়োজন।।
Read More
Was this review helpful to you?
By Mahmudul Hasan Miraj,
05 Jan 2019
Verified Purchase
আমি এ পর্যন্ত যতগুলো আত্মউন্নয়নমূলক বই পড়েছি তার মধ্যে সবচেয়ে ফালতু মনে হয়েছে এই বইটি পড়ে। প্রশ্ন হতে পারে বই আবার ফালতু হয় কিভাবে? এর উত্তর হচ্ছেঃ যদি কোন আত্মউন্নয়নমূলক বইয়ে আত্মজীবনী লেখা থাকে তবে সেটাকে ফালতু না বলার উপায় নেই। বলতে পারেন, "একজন মানুষের জীবনের গল্পের মধ্যেও তো প্রেরনা আছে"। কিন্তু আমি বলবো, " প্রেরনা থাকুক বা নাই থাকুক, তাই বলে তো আত্মজীবনী কে আত্মউন্নয়ন বলে চালানো যায় না,"। তাছাড়া যখন বইয়ের নাম "রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি" সেখানে বইয়ের ভিতরে তো একটি অসমাপ্ত জীবনের গল্প লিখে দেয়ার কোনো মানে হয়না। ঝংকার মাহবুব এর অন্য বই কেমন তা জানিনা, তবে আপনি যদি লেখকের কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের ছাত্র রাজনীতির কথা জানতে চান তবেই এই বইটি কিনুন।
আসলেই দুনিয়াতে যার যে কাজ , তার সেইটা করতে মোটেও ভালো লাগে না । তারপর ও আমরা মানুষরা দিনের পর দিন খেঁটে যাচ্ছি । কেন ? কারণ একটাই মানুষ কাজ করেউপার্জন করে প্রয়োজন মিটাতে, চাহিদা পূরণ করতে ,কষ্ট থেকে মুক্তি পেতে। যার প্রয়োজন বা চাহিদা যত তীব্র তার অজুহাত আলসেমি ভয় তত কম । #সত্যিই_ভালো_না_লাগা_আমাদের_একটা_জাতীয়_সমস্যা ! :) #ট্যালেন্ট_বলতে_কিচ্ছু_নাই_Only_পরিশ্রম_is_Real :) বইটিতে ঝংকার ভাইয়া এক জন বড় ভাই রূপে ছোট ভাইদের উপদেশ দিতে গিয়ে #তুই বলে ফেলেছে । যেটা আমার মনে হয়েছে আপন কোনো বড় ভাই আমাকে উপদেশ দিচ্ছেন। জয়তু Recharge Your Down battery 3 3 3
Read More
Was this review helpful to you?
By Abu Yousuf Akash,
23 Jun 2021
Verified Purchase
দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নেই। পরিশ্রমী পোলাপান দিনের-পর-দিন সাধনা করে যে দক্ষতা, যে জ্ঞান অর্জন করে, আইলসা পোলাপান সেটাকেই ট্যালেন্ট বলে। Only পরিশ্রম is real.
Hard work beats talent when talent doesn’t work hard. _Tim Notke
যে পড়ালেখার জন্য আজকে ১ ঘন্টা সময় বের করতে পারবে না। সে পরের সপ্তাহে বা পরের সেমিস্টারেও ১ ঘন্টা বা ৪ ঘন্টাও বের করতে পারবে না। যা করার আজকেই করতে হবে।
It always seems impossible until it’s done. _Nelson Mandela
Experience, Information, Courage
Read More
Was this review helpful to you?
By Mesbah Ul Musfiq,
29 Nov 2019
Verified Purchase
Are you a teenagers? Do you a serious diseases of getting nervous every time? Don't you have any dream to achieve? Are you afraid of your future? Don't you have any mentor? If yes, then you need an one stop solution right?
Read the book. Not kidding. Read the book. Its easy to read and more easy to memories the lessons. Don't want to describe how. Just read the book and get answer.
I personally would like to thank the writer to write such easy digestible motivational book.
Read More
Was this review helpful to you?
By Mohammad Adnan Chowdhury,
19 Feb 2018
Verified Purchase
Jhankar mahbub did a very outstanding work by writing this book.This book is very interesting even for them who are not used to read books.Its written in the easy style so that anyone can understand.The nicest thing about this book is when you will be reading this book you feel that you are talking with your imaginary elder brother "Masum bhai".But I request to the writer to use formal language form in his next books.So give a read!Cheers!
When will i get this book??Questioned by Nazrul Islamon 03 Oct, 2016
A:
Sorry that will depends on publisher . Please click on "Back Order" option, when publisher will reprint that book then you will be notified . Answered by Md. Mahmud Alamon 03 Oct, 2016
Q:
এই বই মেলায় প্রকাশিত আর একটি বই কোথায় ??Questioned by Shihab Alamon 12 Feb, 2018
A:
https://www.rokomari.com/book/158227/
এই লিংক এ নতুন বইটি পাবেন। Answered by Md. Mahmud Alamon 12 Feb, 2018