"মাকতুব" বইটির কেন এই বই অংশ থেকে নেয়াঃ মাকতুব শব্দটির অর্থ হলাে যা লেখা হয়েছে...। তবে আরবেরা মনে করে, এই অনুবাদ যথার্থ নয়। কারণ এতে মনে হতে পারে যে আল্লাহ সবকিছু আগে থে... See more
"মাকতুব" বইটির কেন এই বই অংশ থেকে নেয়াঃ মাকতুব শব্দটির অর্থ হলাে যা লেখা হয়েছে...। তবে আরবেরা মনে করে, এই অনুবাদ যথার্থ নয়। কারণ এতে মনে হতে পারে যে আল্লাহ সবকিছু আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন, ফলে বান্দার কিছুই করার নেই। বাস্তবতা কিন্তু তা নয়। মানুষের অবশ্যই ভালাে-মন্দ বিচার করে কাজ করার দায়িত্ব আছে। আবার সবকিছু লেখা হয়েছে- তাও সত্য। দুটির মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য আছে। সবকিছু ইতােমধ্যেই লেখা হয়ে থাকলেও আল্লাহ করুণাময় আমাদের সহায়তা করতে চান বলেই এসব কিছু লেখা হয়েছে। এ বইতে সংক্ষিপ্ত যেসব ঘটনা বলা হয়েছে, তা বিবেচনা করা হলে মনে হতে পারে এটিই যথার্থ নামকরণ। এই বইয়ে কোনাে বক্তব্য বা কাহিনী কোনােভাবেই বড় নয়। আবার কোনােটি অপরটির সাথে কোনােভাবে সম্পৃক্তও নয়। তবে প্রতিটি কাহিনীতে রয়েছে গ্রহণ করার মতাে শিক্ষা। পড়তে পড়তে পাঠককে চিন্তামগ্ন হতেই হবে, মুগ্ধতার সৃষ্টি করবে। অতি সরল এসব কাহিনীর মূল্য কিন্তু অমূল্য। কোনাে কোনােটি ব্যাকুলতা সৃষ্টি করতে পারে, আবার কোনাে কোনােটি আপনার চেহারা উজ্জ্বল করে তুলতে পারে মনের মতাে কিছু পাওয়ার আনন্দে। এখানে লিপিবদ্ধ কাহিনীগুলাের কয়েকটি কোয়েলিহাের নিজস্ব সৃষ্টি, বাকিগুলাে সারা পৃথিবীর গল্প ভাণ্ডার, লােককাহিনী থেকে সংগ্রহ করা। প্রতিটি কাহিনীই নিজেকে বদলানাের প্রয়ােজনের কথা মনে করিয়ে দেবে। এগুলাে আমাদের জীবনের অনেক প্রশ্নকে সামনে নিয়ে আসবে : আমার জীবন কোন দিকে যাচ্ছে? আমার সত্যিকার অর্থে কী প্রয়ােজন? আমি এই কাজ কেন করছি? আমাকে সত্যিকারের খুশি করে কোন জিনিসটি- ইত্যাদি ইত্যাদি। কোয়েলিয়াের আগ্রহী পাঠকদের কাছে এই সুর নতুন কিছু নয়। এই সুর বিষয়বস্তু পাওলাে কোয়েলিয়াের অন্যান্য বইয়েও প্রবলভাবে ছড়িয়ে আছে। তিনি ওইসব বইয়ের কাহিনী এসব চিন্তাধারার সাথে এমনভাবে গেঁথে নিয়েছেন যে মনেই হবে না এগুলাে অন্য কোনাে সূত্র থেকে নেওয়া হয়েছে। পড়তে পড়তে পাঠকের ভাবনায় আসবে, লেখক পাওলাে কোয়েলিয়াে কিভাবে গােপন কুঠুরীতে থাকা কথাগুলাে অবলীলায় বলতে পারলেন। আবারাে স্বীকার করতে হবে, তিনি কখনাে উদ্দীপনা সৃষ্টি করতে ব্যর্থ হন না। এগুলাের কোনাে একটিই জীবনকে প্রবলভাবে প্রভাবিত করতে পারে। পারে না?
ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাওলো কোয়েলহো ডি’সুজা ১৯৪৭ সালের ২৪ আগস্ট দেশটির রাজধানী রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেন। একই শহরে তার শিক্ষাজীবনের শুরু এবং বেড়ে ওঠা। আইন বিষয়ে কিছুদিন পড়াশোনার পর ভ্রমণের নেশায় তা আর শেষ করতে পারেননি। ঐ সময়টা ভবঘুরের ন্যায় ঘুরে বেড়িয়েছেন মেক্সিকো, উত্তর আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, চিলিসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে। এর পরপরই ছোটবেলার স্বপ্ন বই লেখাকে বাস্তবে রূপ দেন। ১৯৮২ সালে ‘হেল আর্কাইভস’ নামক বই দ্বারা সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। তবে এই প্রবেশ আকর্ষণীয় ছিলো না। এমনকি দ্বিতীয় প্রকাশিত বই ‘প্রাক্টিক্যাল ম্যানুয়েল অব ভ্যাম্পায়ারিজম’ তার নিজেরই অপছন্দের তালিকায় ছিলো। ১৯৮৭ সালে ‘পিলগ্রিমেজ’ এর পর ১৯৮৮ সালে প্রকাশ পায় তার আরেক বই ‘দ্য আলকেমিস্ট’। পাওলো কোয়েলহো এর বই হিসেবে ‘দ্য আলকেমিস্ট’ বইটিই মূলত কোয়েলহোর লেখক-জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তবে ‘৮৭ সালে বইটি প্রকাশিত হয়েছিলো ব্রাজিলের একটি ছোট প্রকাশনা সংস্থা থেকে, যারা ন’শোর বেশি কপি ছাপাতে নারাজ ছিলো। ১৯৯৩ সালে একই বই আমেরিকার বিখ্যাত প্রকাশনী হারপার কলিন্স থেকে প্রকাশিত হলে পাঠক মহলে হুলুস্থুল পড়ে যায়। বইটি এখন পর্যন্ত মোট ৮০টি ভাষায় অনূদিত হয়েছে, যা পাওলো কোয়েলহো এর বই সমূহ এর মাঝে অনন্য। কোয়েলহোর কাহিনীগুলোর বিশেষত্ব হলো তার কল্পনাশক্তির জাদুকরী মোহ। কোনো সরল গল্প দ্বারা তিনি গভীর জীবন দর্শনবোধ পাঠকদের মাঝে সঞ্চালন করতে চান, এবং সফলতার সাথে করেও এসেছেন। পাওলো কোয়েলহো এর বই সমগ্র-তে স্থান পাওয়া উপন্যাসগুলোর মাঝে ‘দ্য আলকেমিস্ট’, ‘ব্রিদা’, ‘দ্য ডেভিল এন্ড মিস প্রাইম’, ‘দ্য জহির’, ‘দ্য ভ্যালকাইরিস’ উল্লেখযোগ্য। এছাড়াও ‘দ্য মাডি রোড’, ‘দ্য রং গিফট’, ‘দ্য জায়ান্ট ট্রি’, ‘দ্য ফিশ হু সেভড মাই লাইফ’, ‘আই উড র্যাদার বি ইন হেল’, ‘রিবিল্ডিং দ্য ওয়ার্ল্ড’ এর মতো ছোটগল্পগুলোতেও দর্শনের প্রমাণ মেলে, যা পাঠকদের গভীরভাবে ভাবতে শেখায়। পাওলো কোয়েলহোর আরেক পরিচয় তিনি গীতিকার। বেশ কিছু জনপ্রিয় ব্রাজিলীয় গানের জনক তিনি।
পাওলো কোয়েলহোর লেখা বই এর মধ্যে আমার পড়া ২য় বই এটি। এর আগে আলকেমিস্ট বইটির মাধ্যমে লেখকের লেখার সাথে পরিচয় হয়। মাকতুব। মানে যা লেখা হয়ে গেছে। যাকে আমরা বলি তকদির বা ভাগ্য। ৮০ পৃষ্ঠার ছোট আকারের একটি বই, অনেকগুলো ছোট ছোট গল্প, উদাহরণের মাধ্যমে বিভিন্ন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন লেখক। যার মধ্যে কিছু হলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা আর কিছু লেখকের নিজস্ব সৃষ্টি। প্রতিটি ছোট ছোট গল্পেরই রয়েছে একটি অন্তর্নিহিত অর্থ। কয়েকদিন লগেছে বইটি শেষ করতে। যখনই এটি পড়েছি,অনেকটা মনোযোগ দিয়েই পড়তে হয়েছে এর অন্তর্নিহিত ভাবটি ধরার জন্য। তবে এটা সত্য যে কিছু কিছু গল্পের মিনিং টা বুঝতে পারি নি। প্রথম দিন খুবই আগ্রহ নিয়ে পড়া শুরু করে করছি আর শেষদিনও অনেক সন্তুষ্টি নিয়ে পড়া শেষ করি। বইটি পড়ার সময় যা ভালো লেগেছে তাই হাইলাইট করে রেখেছি। নিম্নে আমার পছন্দের কিছু উক্তি উদ্বিতি করছি-
- কেউ ভয় পেলে এবং ভীত হওয়া সত্বেও সে যদি নিজেকে ভীত হতে না দেয়, তবে তা হলো তার সাহসিকতার প্রমাণ।
- আমি যেইমাত্র সব প্রশ্নের জবাব পেলাম, সাথে সাথেই সব প্রশ্নই বদলে গেল।
- অল্প কিছু জিনিসকে ভয় করে সেগুলোর উপরই সব ভয়কে নিয়োজিত করুন। এর মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলোর মুখামুখি হওয়ার সাহস পাবেন।
- ওই লোকই জ্ঞান, যিনি তাকে কিছু করতে বাধ্য করা হচ্ছে দেখতে পেলে সেখান থেকে সরে পড়েন।
- অন্যরা কী ভাবে তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের হৃদয় কী উপভোগ করে সেটিই গুরুত্বপূর্ণ।
- জ্ঞানী তিনিই যিনি তার আবেগকে হত্যা না করে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
- তুমি যদি কোনো ব্যাপারে অসন্তুষ্ট থাকো তা যদিও তোমার পছন্দের কিছু হয়, কিন্তু এখন তুমি করতে পারছ না। তবে তা করা বন্ধ করে দাও।
- একবার তুমি সিদ্ধান্ত নিতে পারলে অন্যসব বিকল্প ভূলে যাও।
- সবকিছুই শেষ পর্যন্ত সেরা বিষয়ে পরিনত হয়। কোনো বিষয় যদি ঠিকমতো না চলে, এর কারন হলো তুমি এখনো শেষ প্রান্তে উপনীত হওনি।
- গাছে যখন ফলে ভর্তি থাকে, তখন এর শাখাগুলি মাটি স্পর্শ করে। আর যখন গাছ ফলশূন্য থাকে তখন এর শাখাগুলো থাকে উদ্বত ও অহংকার। সত্যিকারের জ্ঞানী ব্যাক্তি বিনীত থাকে। বোকারাই সবসময় বিশ্বাস করে যে সে অন্যদের চেয়ে উত্তম।
- তুমি কারও উপর এমন কিছু ছাপিয়ে দিওনা, যা তুমি চাওনা যে অন্যরা তা তোমার উপর ছাপিয়ে দিক।
-কেউ শুনুক বা না শুনুক পাখি গান গাইবেই।
- প্রার্থনা ছাড়াও বিশ্বাস থাকতে পারে। তবে বিশ্বাস ছাড়া প্রার্থনা হতে পারে না।
Read More
Was this review helpful to you?
By Morsalin Osama,
07 Aug 2021
Verified Purchase
পাওলো কোহেলহোর বই গুলো উদ্যোম গ্রহণের জন্য যথেষ্ট ভালো। মাকতুব বইটিও তেমনই। অনেক ইন্সপায়ারিং স্টোরিজ আছে এই বইয়ে। এই বইয়ে মজার দিক হলো, আপনি যেখান থেকেই খুলেন না কেনো! পড়ে যেতে পারবেন। আর এ বইটি বারবার পড়লেও বিরক্তি আসবেনা।
Read More
Was this review helpful to you?
By Prasanta Chakraborty,
30 May 2022
Verified Purchase
প্রতিটা গল্পই এক গভীর চিন্তার জগতে নিয়ে যায়, জীবন কে দেখার অন্যরকম দৃষ্টি তৈরি করে। ছোট কলেবরের বই টি কিন্তু পড়তে সময় লেগেছে প্রায় ১৫ দিন। পড়েছি আর ভেবেছি। যারা এই পৃথিবী কে ভালবাসেন তাদের জন্য অবশ্যপাঠ্য একটি বই।
Read More
Was this review helpful to you?
By তনুশ্রী,
07 Jul 2021
Verified Purchase
পাওলো কোয়েলহো কখনোই হতাশ করেন না পাঠককে। বইটি নিজের সাথে নিজের কমিউনিকেশন গ্যাপ টা ফিলাপ করতে সাহায্য করবে কিছুটা। সুন্দর প্রচ্ছদ আর সহজ শব্দে গভীরতম অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে বইটিতে
Read More
Was this review helpful to you?
By Kamran Ahmed,
28 Aug 2022
Verified Purchase
আলহামদুলিল্লাহ। জ্ঞানের রাজ্যে বিচরণের জন্য বই পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রকমারি সেই ব্যাবস্থাকে আরও সহজ করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রকমারি পরিবারের প্রতি।
Read More
Was this review helpful to you?
By Muhammad Tanim,
28 Dec 2021
Verified Purchase
ইসলাম এবং দ্বীনের পথে একধাপ এগিয়ে যাওয়ার জন্যে প্রিয় আরিফ আজাদ ভাই এর ভাইয়ের গুরুত্ব অপরিসীম,,,, ধন্যবাদ রকমারি কে, খুভ সহজেই আমাদের কাছে বইগুলো পৌঁছে দেওয়ার জন্যে ??
Read More
Was this review helpful to you?
By asmatasmim,
26 Aug 2021
Verified Purchase
awesome book. have some spelling mistakes bat if I ignore spelling mistakes then this is a very helpful book for everyone...
Read More
Was this review helpful to you?
By Badrul Alam Junayed ,
25 Apr 2022
Verified Purchase
বরাবরের মত পাওলো কোয়েলহো আমার প্রিয় লেখক। বইটি বই প্রেমিদের জন্যে এককথায় অসাধারণ।
Read More
Was this review helpful to you?
By 8801635668935,
18 Sep 2023
Verified Purchase
পাওলো কোয়েলহ মানেই এডভেঞ্চার এর গল্গ. খুবই পছন্দ হয়েছে
Read More
Was this review helpful to you?
By Robiul Khan,
11 Jan 2022
Verified Purchase
ধন্যবাদ রকমারিকে সঠিক সময়ে পন্য ডেলিভারি দেওয়ার জন্য