প্রতিটি মানুষের নিয়তি রয়েছে। তাকে ওই নিয়তির পথে চলতেই হবে। যে ওই পথে চলবে এবং চূড়ান্ত সাফল্য অর্জন করতেই হবে। এই পথচলা ফুলবিছানাে পথে হবে না। নানা সমস্যা আসবে, সেগুলাে অতিক্রম করতে ... See more
প্রতিটি মানুষের নিয়তি রয়েছে। তাকে ওই নিয়তির পথে চলতেই হবে। যে ওই পথে চলবে এবং চূড়ান্ত সাফল্য অর্জন করতেই হবে। এই পথচলা ফুলবিছানাে পথে হবে না। নানা সমস্যা আসবে, সেগুলাে অতিক্রম করতে হবে। তিনি দেখিয়েছেন যে ভালােবাসা, অন্তরাত্মার ডাকে এগিয়ে যাওয়ার পথে কোনাে কিছুই বাধা নয়। আর এগিয়ে গিয়ে যে প্রাপ্তি হবে তা অনেক বেশি। তা এতই বেশি যে কল্পনাকেও হার মানাবে। অ্যালকেমিস্ট ওই স্বপ্নপূরণের পথেই ছুটতে তাগিদ সৃষ্টি করে। প্রথমে জানতে হবে আমাদের মনের গভীরে থাকা স্বপ্নটি কী। তা জানা কঠিন কোনাে কাজ নয়। একেবারে শৈশবেই স্বপ্নটি মানুষকে তাড়া করতে থাকে, স্বপ্নপথে ছুটতে উদ্বুদ্ধ করতে থাকে। কেউ কেউ বুঝে চলতে শুরু করে, কেউ বােঝেই না বা বুঝলেও নানা কষ্ট আর জটিলতার কথা ভেবে ঝুঁকি নিতে চায় না। তারা ব্যর্থই হয়ে থাকে। আবার কেউ কেউ কিছু দূর গিয়ে থমকে যায়, সামান্য প্রলােভনেই পথ হারায় বা পথ থেকে সরে যায়। সাময়িক আত্মতৃপ্তি সে পেলেও চুড়ান্তভাবে বঞ্চিত হয় এবং তা তাকে বাকি জীবন তাড়া করতে থাকে। আর দুঃস্বপ্ন তার সব সুখ কেড়ে নেয়।
অ্যালকেমিস্ট আমাদের শেখায়, স্বপ্ন কোনাে প্রতিবন্ধকতাই অজেয় নয়। যেকোনাে বয়সে, যেকোনাে পরিস্থিতিতে, যেকোনাে সময়ে মানুষ তার স্বপ্নের পথে চলতে পারে, নিয়তির কাছে পৌছাতে পারে। আর এর মাধ্যমেই তার জীবনকে সে স্বার্থক করতে পারে। অ্যালকেমিস্টের স্বার্থকতাই এখানে। আর এ কারণেই বইটি বেস্ট সেলার ।
ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাওলো কোয়েলহো ডি’সুজা ১৯৪৭ সালের ২৪ আগস্ট দেশটির রাজধানী রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেন। একই শহরে তার শিক্ষাজীবনের শুরু এবং বেড়ে ওঠা। আইন বিষয়ে কিছুদিন পড়াশোনার পর ভ্রমণের নেশায় তা আর শেষ করতে পারেননি। ঐ সময়টা ভবঘুরের ন্যায় ঘুরে বেড়িয়েছেন মেক্সিকো, উত্তর আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, চিলিসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে। এর পরপরই ছোটবেলার স্বপ্ন বই লেখাকে বাস্তবে রূপ দেন। ১৯৮২ সালে ‘হেল আর্কাইভস’ নামক বই দ্বারা সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। তবে এই প্রবেশ আকর্ষণীয় ছিলো না। এমনকি দ্বিতীয় প্রকাশিত বই ‘প্রাক্টিক্যাল ম্যানুয়েল অব ভ্যাম্পায়ারিজম’ তার নিজেরই অপছন্দের তালিকায় ছিলো। ১৯৮৭ সালে ‘পিলগ্রিমেজ’ এর পর ১৯৮৮ সালে প্রকাশ পায় তার আরেক বই ‘দ্য আলকেমিস্ট’। পাওলো কোয়েলহো এর বই হিসেবে ‘দ্য আলকেমিস্ট’ বইটিই মূলত কোয়েলহোর লেখক-জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তবে ‘৮৭ সালে বইটি প্রকাশিত হয়েছিলো ব্রাজিলের একটি ছোট প্রকাশনা সংস্থা থেকে, যারা ন’শোর বেশি কপি ছাপাতে নারাজ ছিলো। ১৯৯৩ সালে একই বই আমেরিকার বিখ্যাত প্রকাশনী হারপার কলিন্স থেকে প্রকাশিত হলে পাঠক মহলে হুলুস্থুল পড়ে যায়। বইটি এখন পর্যন্ত মোট ৮০টি ভাষায় অনূদিত হয়েছে, যা পাওলো কোয়েলহো এর বই সমূহ এর মাঝে অনন্য। কোয়েলহোর কাহিনীগুলোর বিশেষত্ব হলো তার কল্পনাশক্তির জাদুকরী মোহ। কোনো সরল গল্প দ্বারা তিনি গভীর জীবন দর্শনবোধ পাঠকদের মাঝে সঞ্চালন করতে চান, এবং সফলতার সাথে করেও এসেছেন। পাওলো কোয়েলহো এর বই সমগ্র-তে স্থান পাওয়া উপন্যাসগুলোর মাঝে ‘দ্য আলকেমিস্ট’, ‘ব্রিদা’, ‘দ্য ডেভিল এন্ড মিস প্রাইম’, ‘দ্য জহির’, ‘দ্য ভ্যালকাইরিস’ উল্লেখযোগ্য। এছাড়াও ‘দ্য মাডি রোড’, ‘দ্য রং গিফট’, ‘দ্য জায়ান্ট ট্রি’, ‘দ্য ফিশ হু সেভড মাই লাইফ’, ‘আই উড র্যাদার বি ইন হেল’, ‘রিবিল্ডিং দ্য ওয়ার্ল্ড’ এর মতো ছোটগল্পগুলোতেও দর্শনের প্রমাণ মেলে, যা পাঠকদের গভীরভাবে ভাবতে শেখায়। পাওলো কোয়েলহোর আরেক পরিচয় তিনি গীতিকার। বেশ কিছু জনপ্রিয় ব্রাজিলীয় গানের জনক তিনি।
প্রথমে ভেবেছিলাম,,কি কভার দিয়েছে সুন্দর না। পড়ার পড় বুঝলাম,,এই কথাটা আসলেই সত্যি যে বইয়ের চেহারা দেখে কখনো বইয়ের ভেতর টা যাচাই করা উচিৎ না। এক কথায় বই টা খুবই ভালো
Read More
Was this review helpful to you?
By Beauty of islam,
12 Dec 2024
Verified Purchase
আমার প্রথম অর্ডার ছিল,খুব ভালো অভিজ্ঞতা - ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে আরো বই অর্ডার দিব,সততাও নিষ্ঠার সাথে এগিয়ে যাগ #রকমারি✨
Read More
Was this review helpful to you?
By Sazzad Ahmed,
07 Jun 2023
Verified Purchase
জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করেছে। অঅনেককিছু শিখলাম
Read More
Was this review helpful to you?
By Zonayed Hossen,
14 Mar 2024
Verified Purchase
উপন্যাসটি বেশ ভালো। বইয়ের quality is very good
Read More
Was this review helpful to you?
By Mst. Ismotara,
13 Oct 2023
Verified Purchase
জীবনের সৌন্দর্য উপভোগ করতে শেখায় বইটি
Read More
Was this review helpful to you?
By 880****349,
25 Aug 2024
Verified Purchase
অনেক সুন্দর একটি বই,,অনুপ্রেরণা মূলক।
Read More
Was this review helpful to you?
By Atkia Rahaman Rafa,
26 Dec 2024
Verified Purchase
খুবই সুন্দর বই। এক কথায় অসাধারন ??।।
Read More
Was this review helpful to you?
By Mustakim Ahammed Opu,
18 Dec 2023
Verified Purchase
awesome story. i like this book.
Read More
Was this review helpful to you?
By Md. Moktarul Islam,
02 Sep 2021
Verified Purchase
অসাধারণ বই। অনুবাদও অনেক ভাল ।
Read More
Was this review helpful to you?
By MD.Nahid Hasan Dip,
11 Aug 2024
Verified Purchase
Its really an outstanding one
Read More
Was this review helpful to you?
By Mohammad Aminul Islam,
06 Sep 2021
Verified Purchase
thanks for smooth service.
Read More
Was this review helpful to you?
By Iqbal Hossain,
22 May 2023
Verified Purchase
চমৎকার
Read More
Was this review helpful to you?
By Mohammad Abdul Mugni,
31 Jan 2023
Verified Purchase
⭐⭐⭐⭐⭐
Read More
Was this review helpful to you?
By Tamjid Shajol,
08 Dec 2019
Verified Purchase
আচ্ছা স্বপ্ন কি কখনো সত্যি হয়? নাকি শুধুই উর্বর মস্তিষ্কের কোনো কৌশল? যা সাময়িকের জন্য অলীক রাজ্যে পরিভ্রমণের সুযোগ করে দেয়! সান্তিয়াগো বুঝতে পারে না তার দেখা বিশেষ স্বপ্নটার ইঙ্গিত। পুরোপুরি বোঝার আগেই হারিয়ে যায় অতলে। তার কি স্বপ্নটাকে অনুসরণ করা উচিত?
স্পেনের আন্দালুসিয়ার সান্তিয়াগো বেড়ে উঠেছে আর দশটা ছেলের মতই। তবে পার্থক্য হচ্ছে বাবার চাওয়া মোতাবেক যাজক না হয়ে বেছে নিয়েছে রাখাল জীবন। তবে পড়া ছাড়েনি। মেষপাল নিয়ে ঘুরে বেড়ালেও বই তার নিত্য সঙ্গী। বইয়ের অক্ষরগুলো কথা বলে। আর তাইতো চারপাশের এত বিচিত্র জিনিসের রূপ, রস, গন্ধ প্রাণভরে উপভোগ করতে পারে। মেষপাল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ইচ্ছে স্বাধীন জীবনটা নিয়ে সে সুখী। তবে ইচ্ছে হয় পশম বিক্রি করতে গিয়ে যে বণিকের মেয়ের সাথে দেখা হয়েছিল তার কাছে ফিরে যেতে।
এর মধ্যেই স্বপ্নটা তাকে তাড়া করে বেড়ায়। তাবির জানতে হাজির হয় এক জিপসি বুড়ির কাছে। বুড়ি তাকে শোনায় পিরামিড আর গুপ্তধনের গল্প। বিনিময়ে দাবি করে গুপ্তধনের একাংশ। যে জিনিসের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ সেটার ভাগ চাওয়াটা বিচিত্রই বৈকি! পথে নামে রাখাল বালক। এবার তাকে লক্ষ্য স্থির করতে হবে আসলে সে কি চায়?
ঘটনাচক্রে দেখা হয়ে যায় এক বুড়োর সাথে। বুড়ো নিজেকে দাবি করে সালেমের রাজা বলে। প্রথমে তার উপস্থিতিতে বিরক্ত হলেও একসময় তার প্রজ্ঞা আর দর্শনে অভিভূত হয় সান্তিয়াগো। গুপ্তধনের ব্যাপারে নতুন করে আশাবাদী হয়। সালেমের রাজা তার হাতে তুলে দেয় লক্ষণ পাথর উরিম-থুমিম। গুপ্তধনের সন্ধানে প্রয়োজনে পথ দেখাবে তারা। কেউ যদি প্রাণপনে কোনো কিছু চায় মহাবিশ্বের প্রতিটি কণা যোগসাজশে লেগে পড়ে সেই চাহিদা মেটাতে।
যাত্রা শুরু হয় রাখাল বালকের। এগুতে হবে প্রতিটি লক্ষণ বিচার করে। প্রতিদিন ঝুলিতে যোগ হতে থাকে কতশত অভিজ্ঞতা! নতুন দেশ, নতুন মানুষ আর বিচিত্র তাদের জীবনযাত্রা। এতদিনের ছোটগন্ডিতে কতকিছু তার অজানা ছিল! আর তাই নিজের অজান্তেই ফাঁদে পড়ে যায়। কিন্তু থামলে চলবে না। লক্ষ্য স্থির করা হয়ে গিয়েছে বহু আগেই। আবার অভিজ্ঞতা সঞ্চয়ে নেমে পড়ে রাখাল বালক। এবার সে শেখে স্বপ্ন কেমন করে মানুষকে বাঁচিয়ে রাখে, স্ফটিকও কেমন করে জীবনকে রঙিন করে তোলে!
অবশেষে একদিন আবার বেরিয়ে পড়ে অর্ধসমাপ্ত যাত্রায়। এবার তার শিক্ষক মরুভূমি। বৈরী আবহাওয়া, লুকিয়ে থাকা বিপদ আর নতুন নতুন লক্ষণ তার অভিজ্ঞতার ঝুলিকে বড় করতে থাকে। জীবনে আসে ভালোবাসাও। তবে তার জন্য নিজেকে প্রমাণ করতে হবে। সে কি ধরতে পারবে ধাতুকে সোনা বানানোয় পারদর্শী সালেমের রাজার ইঙ্গিত? বৈশ্বিক ভাষার সাথে আত্মার ভাষা যোগাযোগ স্থাপন করতে পারবে? স্বপ্ন কি সত্যি হয়ে ধরা দেবে?
গল্পটা মূলত দু'ভাগে বিভক্ত। একদিকে রাখাল বালকের স্বপ্নপূরণে যাত্রা আর অন্যদিকে পাঠকের স্বপ্নকে পূরণ করার আহ্বান। জীবন আমাদের ততটুকুই দেয় ঠিক যতটুকু আমরা চাই। চেয়েও কোনো কিছু না পাওয়া গেলে বুঝতে হবে চাওয়াটা জোরালো ছিল না। স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সাহস হয় খুব কম মানুষেরই। স্বপ্নকে অধরা মনে করে এড়িয়ে যাওয়া লোকের সংখ্যাই বেশি। তবে যারা সাহসী হয় তারা সন্ধান পায় পরশ পাথরের। যা হয়ত ছিল তার খুব কাছেই। অনুধাবন করতে না পারায় অনাবিষ্কৃত রয়ে গিয়েছিল বহুকাল। ধাতুকে সোনায় পরিণত করার বিদ্যেটা শুধু এক জায়গায় বা এক অর্থেই সীমাবদ্ধ নয়। চাইলে এই জ্ঞান বদলে দিতে পারে সবকিছু।
স্বপ্নকে পুঁজি করেই মানুষের বেঁচে থাকা। কেউ চায় আজীবন স্বপ্নটাকে জিইয়ে রাখতে আবার কেউ চায় তার মুখোমুখি হতে। আত্মতৃপ্তি তখনই আসে যখন স্বপ্নকে ছোঁয়া যায়। রাখাল বালকের গল্প অগোচরে আমাদের বলে যায় সেই অজানা সত্যের কথা। লক্ষণ বিচার করতে পারাটাই আসল। প্রবল ইচ্ছাশক্তি একসময় নিয়ে যায় আকাঙ্ক্ষিত স্বপ্নের দ্বারপ্রান্তে। জীবনের কাছে সঠিক উপায়ে চাইতে শিখলে সে খালি হাতে ফেরায় না। বরং প্রত্যাশার অতীত প্রাপ্তিতে ভরিয়ে দেয়।
দি আলকেমিস্ট বইটি পড়ার সুযোগ হয়েছিল অনেক আগেই। তবে যে অনুবাদটি আমি পড়েছি অতি দুঃখের সাথে বলতে হচ্ছে অভিজ্ঞতা সুখকর ছিল না। পড়ে কোনো ইন্টারেস্ট পাচ্ছিলাম না। এক রকম জোর করেই শেষ করেছি। এরপর গল্পটা যখন নিজ থেকে চিন্তা করলাম তখন বুঝতে পারলাম আসলে চমৎকার একটা গল্প ছিল। অনুবাদের দূর্দশার কারণে এত বিরক্ত লাগছিল। সে যাই হোক পরে যখন শুনলাম মোঃ ফুয়াদ আল ফিদাহ-র অনুবাদ বের হচ্ছে তখন ঠিক করি আরেকবার পড়ব। যেহেতু তার অনুবাদের সাথে আগে থেকেই পরিচিতি ছিল তাই ভরসা করতে দ্বিধা হয়নি। এরপর যখন হাতে পেলাম আর পড়লাম বুঝতে পারলাম আমার ধারণা মিথ্যে ছিল না।
ভীনদেশী বই অনুবাদের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকে। আর আক্ষরিক অনুবাদের কারণে ক্ষেত্রবিশেষে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে এ বইয়ের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। যেহেতু বইটি দর্শন ঘেঁষা তাই অনেক কথা বলা হয়েছে ইঙ্গিতপূর্ণ ভাষায়। শব্দচয়ন কখনো কখনো জটিল মনে হতে পারে। তবে বইটির গাম্ভীর্য ধরে রাখতে এইটুকু প্রয়োজন ছিল। একটানে শেষ করার মত বই নয় এটি। ধীরে ধীরে অনুভব করে পড়লে তবেই এর প্রকৃত স্বাদ উপভোগ করা সম্ভব হবে।
যারা অনুবাদ পড়া নিয়ে দ্বিধায় ছিলেন এতদিন, তারা এবার আর হতাশ হবেন না আশা করি। প্রকাশনীর বাঁধাই, কাগজ, মূল্যমান বরাবরের মতই সন্তোষজনক। তবে কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক চোখে পড়েছে। আর ভেতরের চমৎকার ইলাস্ট্রেশনগুলোর কথা উল্লেখ না করলে অন্যায় হবে। প্রচ্ছদ বেশ নান্দনিক।
তবে আর দেরি কেন? আজই যাত্রা শুরু হোক সান্তিয়াগোর সাথে।
Read More
Was this review helpful to you?
By Rakibul Hasan,
09 Nov 2019
Verified Purchase
"তুমি যখন মন থেকে কিছু করতে চাইবে, পুরো বিশ্ব তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে" এই লাইন যেমনি রাখাল কে স্বপ্ন পেছনে ছুটতে সাহায্য করে তেমনি আপনাকে ও আপনার স্বপ্নের তাড়ানায় ছুটাতে হতে পারে।
পাউলো কোয়েনহো অত্যন্ত চমৎকার উপন্যাস দ্যা আলকেমিস্ট । স্বপ্ন পেছনে ছুটতে থাকা রাখাল বলক হতে পারে আপনার স্বপ্নের অনুপ্রেরণা । এই অসাধারণ উপন্যাসটি হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে।
সত্যিই উপন্যাসটি এক কথায় অসাধারণ ছিল। লেগে থাকুন স্বপ্ন জয় হবেই
মূল বইয়ের সম্পূর্ণটাই কি অনুবাদ করা আছে এই বইয়ে??Questioned by 880****931on 27 Oct, 2024
A:
প্রিয় গ্রাহক,
এই গ্রন্থে সম্পূর্ণ বইয়ের অনুবাদ অন্তর্ভুক্ত করা হয়েছে।
ধন্যবাদ।Answered by Zakariya Arifon 27 Oct, 2024
Q:
এটার কি পেপারব্যাক আছে নাকি শুধুই হার্ডকভার? ?Questioned by Dipta Dason 01 Jul, 2024
A:
প্রিয় গ্রাহক, জি, পেপারব্যাক ও পাওয়া যাবে। নিম্নের লিংক থেকে অর্ডার করতে পারবেন।
https://www.rokomari.com/book/345816/alchemistAnswered by Rafid Ahmedon 01 Jul, 2024
Q:
বইটি এখন অর্ডার করলে পাওয়া যাবে?Questioned by Fardin Ahmed Sohelon 29 Jun, 2024
ভাই এটা কি এখনো স্টকে আছে?Questioned by suv****comon 24 Jun, 2024
A:
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
Answered by Rafid Ahmedon 24 Jun, 2024
Q:
এটা কি সম্পূর্ণ বই নাকি অর্ধেক বা খন্ড আকারে ?Questioned by Rhyme Islamon 05 Mar, 2024
A:
প্রিয় গ্রাহক, বইটিতে পূর্ণাঙ্গ উপন্যাস দেওয়া আছে। ধন্যবাদ।Answered by Rafid Ahmedon 05 Mar, 2024
Q:
eta ki original??Questioned by Sohrabil Abibon 29 Mar, 2023
A:
জি, এটা অনুবাদ বই। Answered by Al Amin Sarkeron 29 Mar, 2023
Q:
এই বইটি কি হার্ডকভার? নাকি পেপারব্যাক? ?Questioned by Hujjatul Islamon 21 Jan, 2023
A:
জি, এটা হার্ডকভার।Answered by Al Amin Sarkeron 21 Jan, 2023