"বি স্মার্ট উইথ মুহাম্মাদ" বইয়ের কিছু কথা: জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে রাসূল ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা... See more
"বি স্মার্ট উইথ মুহাম্মাদ" বইয়ের কিছু কথা: জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে রাসূল ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সাধারণত জীবনীগ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, এখানে ইচ্ছে করেই সেগুলো সেভাবে বর্ণনা করা হয়নি। এই বইয়ে আমাদের ভাষা অনেকটা ঘরোয়া। অনেকটা সাদাসিধা। ইসলামি দৃষ্টিকোণ থেকে রাসূল ﷺ এর ব্যাপারে যেসব জীবনী লেখা হয়, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়; রাসূলর ﷺ ৪০ বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল ﷺ জীবনী মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামীন খুব স্পষ্ট করে বলেছেন, ‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ।’ (৩৩:২১) কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, রাসূল ﷺ এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না। শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল ﷺ একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে দিন পার করছে, রাসূল ﷺ কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মাদ, কৈশোরের মুহাম্মাদ এবং নবুওয়তের আগের যুবক মুহাম্মাদকে দেখবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে তিনি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার পাত্র। আমরা প্রিয় নেতাকে জীবনের চেয়েও ভালোবাসি। কিন্তু আমরা তাঁকে এমন সম্ভ্রম-জাগানিয়া নিখুঁত মানুষ হিসেবে তুলে ধরি যে, আমাদের সময়ে তাঁকে অনুসরণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা কেন যেন রাসূল ﷺ কে কঠিন করে উপস্থাপন করতে চাই। এই বইতে পাঠক তাঁর সম্পর্কে এক নতুন চিত্র পাবেন। তারা দেখবেন কীভাবে তিনি আমাদের মতোই, আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেগুলোর মোকাবিলা করেছেন। সেগুলোর মোকাবিলায় তিনি আমাদের অনুপ্রাণিত করবেন। পাঠক আরও খেয়াল করবেন যে, এখানে নিজের জীবন উন্নয়নের ধাপগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চিরাচরিত বইগুলোর বর্ণনাভঙ্গীতে অনেক সময় মনে হয়, আমরা কী আর তাঁর মতো হতে পারব? এ ধরনের হীনমন্যতা দূর করে বাস্তব পদক্ষেপ দেখিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। পৃথিবীতে মানুষ যতটা নিখুঁত হতে পারে নিঃসন্দেহে রাসূল ﷺ তা-ই ছিলেন। কিন্তু এটা সত্য যে তিনি ছিলেন মানুষ। মানুষ হিসেবে অনেক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এসব ইস্যুতে প্রিয় নবিজী আর আমাদের মাঝে দারুণ কিছু মিল আছে। আমরা সহজাত উপায়েই নবিজীকে অনুসরণ করতে পারি। তাঁর ব্যাপারে আমি যেসব কাহিনির উল্লেখ করেছি, সেগুলো অত্যন্ত নির্ভরযোগ্য ও প্রমাণিত দলিল থেকে নিয়েছি। অন্যান্য কিছু বইয়েরও সাহায্য নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য: • আকরাম উমারি। আস-সীরাহ আন-নাবাউইয়াহ আস-সাহীহাহ (নবী মুহাম্মাদের নির্ভরযোগ্য জীবনী), ২য় খণ্ড। • মাহদি রিযকুল্লাহ আহমাদ, আস-সীরাহ আন-নাবাউইয়া ফি দাও‘উল-মাসাদির আল-আসলিয়াহ (আদি উৎসের আলোকে ইসলামের নবীর জীবনী), ২য় খণ্ড। আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন বইয়ের অনেক বিষয় আমি এখানে নিয়ে এসেছি। বিশেষ করে যেগুলো ইসলামের সাথে খাপ খায়, যেগুলো রাসূলর ﷺ জীবনে পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে সামাজিক বিচারবুদ্ধি, সৃষ্টিশীলতা, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, নেতৃত্ব বিকাশের মতো বিষয়গুলো। চিরাচরিত জীবনীগ্রন্থের দৃষ্টিকোণ থেকে এই বইকে দেখটা ঠিক হবে না। এটা ঐ শ্রেণিতে পড়ে না। আবার ঠিক আত্ম-উন্নয়নমূলক বইও না। আমি এই দুই ধরনের এক অনন্য মিশেল তৈরি করতে চেষ্টা করেছি।
#bookreviewguardian বৈচিত্রময় জগতে আদম জাতির প্রকৃতিগত স্বভাব হলো তার পছন্দের নায়কের মতো হতে চাওয়া। শিশুকাল হতেই মানুষ তার প্রিয় ব্যক্তিত্বের খোজে থাকে। চায় নিজেকে তার অনুকরণ, অনুসরণ করাতে। তবে আমাদের সমাজ আমাদের পরিবারিক শিক্ষা, পারিপার্শ্বিক ব্যবস্থা অনুকরণের আসল চিত্র ও মূল আদর্শই বদলে দিয়েছে। যার কারণে শিশুকাল থেকেই ব্যক্তি তাদের মূল নায়ক খুজতে থাকে চতুর্ভুজ আকারের কোন এক বাক্সে। চায় তার প্রশ্নের সমাধানগুলো শুনতে। অবশেষে বিষণ্নতা-হতাশার সময় যখন সে কারোও কাছে উত্তর খুঁজে না পায় তখন মৃত্যুই হয়ে দাড়ায় তার জন্য সবচেয়ে সহজ পথ। আমরা আজ আমাদের মূল আদর্শ ও সঠিক শিক্ষক থেকে দিশাহারা। যিনি শিখিয়ে গেছেন জীবনের প্রতিটি ধাপে ধাপে যেভাবে বিপদকে রুখতে হয়, যেভাবে জীবনকে উপভোগ করা যায়, যেভাবে সমাজের সামনে নিজেকে একজন বুদ্ধিমান, তীক্ষ্ণ, স্মার্ট ব্যক্তি হিসেবে উপস্থাপন করা যায়। ইসলামি ধারায় নিজের জীবনকে দুনিয়াবি জাহান্নামের ভিতরে প্রশান্তির জান্নাত গড়ার সকল পদ্ধতিই তিনি আমাদেরকে আপন জীবনের কার্যাবলি দ্বারা বুঝিয়ে দিয়ে গেছেন। কিন্তু আফসোস! আমরা আজ বেখবর। নিজেদের প্রশ্নের উত্তর খুজে ফিরি জনে জনে। অথচ যেখানে সব প্রশ্নের উত্তর পড়ে রয়েছে চোখের সামনে নবীজির জীবন অধ্যায়নে। বাল্যকাল হতে যৌবন পর্যন্ত নবীজি কি করেছেন, কিভাবে দিন কাটিয়েছেন, তা কয়জনই বা জানি? এর পরবর্তী সময়গুলো থেকে কয়জনই বা কিছু আসলেই শিখি? বিভিন্ন ধরনের বই ছাপা হলেও অনেক বিস্তারিত বা কঠিন হওয়ার কারণে সবসময় বোধগম্য হয়ে উঠে না সবার। তবে বি স্মার্ট উইথ মুহাম্মাদ এমন একটি বই যা আপনার আমার জন্যই লেখা হয়েছে। কুয়েতের ড. হিশাম আল-আওয়াদি তার এই বইতে রাসুল (সা:) এর নবুওতের আগ পর্যন্ত প্রস্তুতিকালের বর্ণনাই করেছেন। তার উক্ত বইয়ের অনুবাদ হল আজকের "বি স্মার্ট উইথ মুহাম্মাদ" মাসুদ শরীফ অনুবাদকৃত। • লেখক পরিচিতি ড. হিশাম আল-আওয়াদির জন্ম কুয়েতে। পড়াশোনা করেছেন ইতিহাস, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিষয়ে। নিজে শিখে অন্যকে শিখানোতেই তার ঢের আগ্রহ। মানুষকে অনুপ্রাণিত করাই তার পেশা। প্রজ্জ্বলিত এই ব্যক্তি বর্তমানে আমেরিকান ইউনিভার্সিটি অফ কুয়েতে ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত। • বই নিয়ে কথোপকথন শুধুমাত্র সূচিপত্র দেখেই বুঝা যায় বইয়ের অভ্যন্তরীণ বিষয়বস্তু। ধাপে ধাপে বইটিকে সুবিন্যাস্ত রূপে সাজানো হয়েছে। ১. মুহাম্মদ (সা:) এর শিশুকাল : এই অধ্যায়ে ছোট ছোট শিরোনামে রাসুলের মানবিক বিকাশ, বাচ্চাদের মনের হালত ও তাদের চাহিদা পূরণ, মরুভূমি হতে শিক্ষা, ভাষা দক্ষতা, মা হারানোর পর তাদের আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন? মোটামোটি রাসুলের শৈশব থেকে পাওয়া সব শিক্ষাই রয়েছে। এই অধ্যায়টি প্যারেন্টিং শেখার অধ্যায় হিসেবেই গৃহীত হয়। ২. মুহাম্মাদ (সা:) এর পরিবার : এই অধ্যায়ে আমাদের রাসুলের সম্পূর্ণ পরিবারের পরিচিতি দেওয়া হয়েছে "কুসাই হতে আব্দুল্লাহ" পর্যন্ত। পরিবারের সাথে সুব্যবহার, বর্ধিত পরিবার বিকল্প এবং রাসুলের পরিবারের সদস্যগন হতে শিক্ষার বর্ণনা পরিপূর্ণভাবে দেওয়ার এক প্রয়াস। ৩. মুহাম্মাদ (সা:) এর চারপাশ ): এই অধ্যায়ে মক্কা, সমাজ, নারী, বিদেশিরা, অর্থনীতি, বাজার, প্রলয় প্রভাব, প্রকৃতি বনাম পরিচর্যা মোটকথা রাসুলের পরিবেশ হতে আমাদের কি লাভ হলো সে সব কিছুর চুলচেরা বিশ্লেষন করা হয়েছে। ৪. মুহাম্মাদ (সা:) এর কৈশোর : টিনএজ বয়েসের শিশুদের সামলানোর এক প্রক্রিয়া ও তাদের মানুসিক অবস্থার উন্নতি সাধনের জন্যেই এই অধ্যায়টি। অসম্ভব শিক্ষণীয় এই অধ্যায়টি রাসুল (সা:) এর কিশোর বয়স হতে বেশ খানিকটা ফায়েদা পাঠককে দিবে। ৫. তরুন মুহাম্মাদ (সা:) : তরুন বয়সে আমাদের রাসুল এর ব্যক্তিত্ব, সৃজনশীলতা, চিন্তাভাবনা কেমন ছিল? তার পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতাই বা কেমন ছিল? এসকল প্রশ্নের জবাব সুন্দরতম রূপে দেওয়া হয়েছে উক্ত অধ্যায়টিতে। ৬. চল্লিশের কোঠায় মুহাম্মাদ ও পঞ্চাশের কোঠায় মুহাম্মাদ : এই এই দুটি অধ্যায়ে নবুওত প্রাপ্তি, তার পরবর্তীর অবস্থার পরিবর্তন, দ্বন্দ, হিজরত, মদিনায় নেতৃত্ব এবং তার জীবনের শেষ পর্যায়ের বিষয়গুলো লাইন বাই লাইন সাজানো হয়েছে। ৭. আপনার মিশন শুরু : এই অধ্যায়তে প্রান্তটিকা ও বিবলিওগ্রাফি রয়েছে। • ভালোলাগা মন্দলাগা ভালো লাগার বিষয়গুলো তুলতে গেলে এক বিশাল লিস্ট হয়ে পড়বে। আলাদা এক পুস্তিকার রূপ যেন না নেয় সে ভয়েই সংক্ষেপে বলছি। ১. বইটি প্যারেন্টিং এর বই হিসেবে বেস্ট বইগুলোর মধ্যে পড়ে। বইয়ের কথা, শিক্ষাগুলো আমাদের বাবা-মাদের সামনে সন্তানদের এক আলাদা রূপ তুলে ধরবে। ২. কন্টেন্টের বিষয়ে কোন সন্দেহ নেই। এই ধরনের বইগুলো বেশি বেশি প্রচলিত হওয়া প্রয়োজন। আমাদের দেশে প্যারেন্টিং জাতীয় বই খুবই কম। ৩. সূচিপত্রটি এক কথায় "চমৎকার"। এক নজর চোখ বুলালেই ব্যক্তি সম্পূর্ণ বই সম্পর্কে ধারণা পেয়ে যাবে। ৪. ভাষা, অনুবাদ, বাইন্ডিং, পেজ, ফন্ট সবকিছু বেশ প্রশংসনীয়। অভিযোগ করার কোন সুযোগ নেই। খারাপ লাগার দিক থেকে কিছু পাই নি। বা বলতে পারেন চোখ দু'টি ইচ্ছে করেই ধরে নি। এত সুন্দর, বিরল একটি বইয়ের কোন ভূল-ত্রুটি ধরতে ইচ্ছে হয় নি। • মূল মেসেজ : আমরা স্মার্ট হতে চাই। হ্যাঁ, আমরা স্মার্ট হতে চাই। চাওয়াতে কোন দোষ নেই। কিন্ত সেই চাওয়া যেন হারামে রূপ না নেই। সেই চাওয়া যেন আমাদের জান্নাতে যাওয়ার পথ হয়ে দাড়ায়। সেই চাওয়া যেন আমাদেরকে আমাদের রাসুলের অনুগামী করে তুলে। সেই চাওয়াকে পূর্ণতায় রূপান্তর করতে হলে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। বি স্মার্ট উইথ মুহাম্মাদ সেই একটা বই যা আমাদেরকে স্মার্ট করে তুলবে। এত সুন্দর একটি বইকে আমাদের সামনে নিয়ে আসার জন্যে গার্ডিয়ান পাবলিকেশনকে ঢের ধন্যবাদ। বই : বি স্মার্ট উইথ মুহাম্মাদ লেখক : ড. হিশাম আল আওয়াদি অনুবাদক: মাসুদ শরীফ পাবলিকেশ : গার্ডিয়ান পাবলিকেশন মূল্য : ২৫০ (হার্ডকভার)
Read More
Was this review helpful to you?
By Ayesha Khanam Tinu ,
24 Oct 2022
Verified Purchase
বুক রিভিউ বইঃ বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ) লেখকঃ ড. হিশাম আল - আওয়াদি অনুবাদকঃ মাসুদ শরীফ মোট পৃষ্ঠাঃ ১৩৮ প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশন প্রথম প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০১৭ হার্ডকাভার মূল্যঃ ২৫০ টাকা পেপারব্যাক মূল্যঃ২২০ টাকা রিভিউ লেখিকাঃ সেতারা কবির সেতু লেখক পরিচিতিঃ ড. হিশাম আল - আওয়াদির জন্ম কুয়েতে। পড়াশোনা করেছেন ইতিহাস, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিষয়ে। অধ্যায়নের সময়টা কাটিয়েছেন ক্যামব্রিজ, এক্সোটারসহ আরো কয়েকটি ব্রিটিশ ইউনিভার্সিটিতে। পিএইচডি ডিগ্রিধারী এই গবেষক একসময় অধ্যাপনা করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে। ড. হিশামের আগ্রহের বিষয় মানুষকে অনুপ্রাণিত করা, উদ্দীপ্ত করা। নিজে শেখা, অন্যকে শেখানো। অনুবাদক পরিচিতিঃ অনুবাদক মাসুদ শরীফ পড়াশোনা করেছেন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। পড়াশোনা শেষ করে এখন পুরোদস্তুর পাঠক, লেখক এবং অনুবাদক হিসেবে কাজ করছেন। মাসুদ শরীফের অনুবাদ ভালো লেগেছে। সাবলীলভাবে অনুবাদ করেছেন তিনি। বইটি সম্পর্কে প্রাথমিক ধারণাঃ হযরত মুহাম্মাদ ( সাঃ) - এর অন্যান্য জীবনীগ্রন্থের মতো এই বইটি না। এখানে নবীজি (সাঃ)- কে শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স পর্যন্ত দেখানো হয়েছে খুবই সাবলীলভাবে। সেই সাথে আমরা নবীজি ( সাঃ) - এর শিশু বয়স থেকে শুরু করে প্রতিটি পর্যায় থেকে শিক্ষা নিয়ে কিভাবে নিজেদের গড়ে তুলতে পারি তা সুন্দর বিশ্লেষণ করা হয়েছে এই বইটিতে। পাঠ প্রতিক্রিয়াঃ নবীজি ( সাঃ) - এর জীবনীকে অনেকগুলো ছোট, ছোট অধ্যায়ে ভাগ করা হয়েছে এই বইটিতে। মুহাম্মাদ (সাঃ) -এর শিশুকাল, পরিবার, চারপাশ, কৈশোর, তরুণ বয়স, নবুয়্যত প্রাপ্তি অর্থাৎ হযরত মুহাম্মাদ (সাঃ) -এর সমগ্র জীবনকেই এখানে দেখানো হয়েছে। নবীজী (সাঃ) - এর জীবনের প্রতিটি পর্যায় থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে নিজেদের গড়ে তুলতে পারি সেই বিষয়েই এই বইটিতে আলোচনা করা হয়েছে। আমরা সাধারণত নবীজী (সাঃ) -এর শৈশব এবং বাল্যকাল সেভাবে পড়ি না। যার কারনে আমরা অনেকেই আমাদের শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে নবীজী ( সাঃ) - এর শৈশবের উদাহরণ কম দিয়ে থাকি। কিন্তু পাঠকরা যখন এই বইটি পাঠ করবে তখন সহজেই জানতে পারবেন শিশু হিসেবে নবীজি (সাঃ) কেমন ছিলেন, বালক হিসেবে কেমন ছিলেন, তরুণ হিসেবে কেমন ছিলেন। সেই সাথে নবীজি (সাঃ)- এর জীবনের বিভিন্ন পর্যায় থেকে শিক্ষা নিয়ে একজন পাঠক নিজেকে এবং পরিবারের অন্য সদস্যদের আত্নন্নোয়নে সহায়তা করতে পারেন। বালক হিসেবে রাসূল (সা.) ছিলেন অসাধারণ। হাদিস থেকে দেখা যায়, তাঁর দাদা ছোটবেলাতেই এটা খেয়াল করেছিলেন। বলেছিলেন এই ছেলে বড় হলে বিশেষ কিছু হবে। প্রায় একই রকমের ভবিষ্যদ্বাণী আরও একজন করেছিলেন। ১২ বছর বয়সে কিশোর মুহাম্মদ (সা.) যখন সিরিয়া সফরে যান,তখন এক সন্ন্যাসী এ রকমটা বলেছিলেন। বালক মুহাম্মদ (সা.) যখন দাদার ঘরে লালিত হচ্ছেন, তখন দাদার বয়স আশির কোঠায়। খুব ভালোবাসতেন নাতিকে। তবে এই নাতি যে একসময় নবি হবেন এমন কথা তারা হয়তো কোনদিন ভাবেননি। তাঁর মাও কি কখনো এমন স্বপ্ন দেখেছিলেন? বড় হয়ে বিশেষ কিছু হবেন এ পর্যন্তই হয়তো। তাঁকে নিয়ে তাদের উচ্ছ্বাস তাঁর কানেও পৌঁছাত। বার বার পৌঁছাত। তাঁকে নিয়ে তাদের ভাবনা তিনি হৃদয় দিয়ে অনুভব করতেন। যে বাচ্চা সব সময় বাবা-মায়ের মুখে শোনে সে ভদ্র,স্মার্ট, বড় হয়ে ভালো কিছু হবে -সেই বাচ্চাকে দেখবেন; আর যে বাচ্চা প্রতিনিয়ত বাবা -মায়ের গালি আর বকা খায়,সে বাচ্চাকে দেখবেন। দুই বাচ্চার বেড়ে ওঠাতে বিস্তর পার্থক্য খুঁজে পাবেন। বাবা মায়ের কাছ থেকেই কিন্তু শিশুরা নিজেদের ব্যাপারে জানতে শেখে। কারণ বাবা - মা তাকে সবচেয়ে ভালোভাবে চিনে। কাজেই তাদের কথা সে মনে প্রাণে বিশ্বাস করে। সেখান থেকেই তার মধ্যে আত্নমর্যাদা গড়ে ওঠে। তারা যা বলেন, সেই কথাগুলো তার কানে বাজতে থাকে। কাজেই শিশুদের নিয়ে যাই বলবেন, ভেবেচিন্তে বলবেন! বাচ্চাদের আত্নবিশ্বাস কীভাবে বাড়াবেনঃ ★ প্রতিটি শিশুর মধ্যেই প্রতিভা আছে। আপনার নিজের বাচ্চাটাও প্রতিভাবান। আপনি তার প্রতিভা আবিষ্কারে সাহায্য করুন। তার প্রতিভা বিকাশে সহায়তা করুন।সে যদি দেখে আপনি তার পাশে আছেন,তাকে সাহস যোগাচ্ছেন,তাহলে সেও নিজের সামর্থ্য নিয়ে বিশ্বাস করতে শিখবে। ★ বলার সময় কী কী শব্দ ব্যবহার করছেন, তা নিয়ে সতর্ক থাকবেন। বিশেষ করে ও কী করবে, না করবে এ জিনিসগুলো বুঝিয়ে বলার সময় বেশি সতর্ক থাকা প্রয়োজন। গঠনমূলক ও ইতিবাচকভাবে ওদের ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিৎ। আমি কি চাচ্ছি সেটা তাকে বলা উচিৎ। যেমন-'চিৎকার করো না তো' এভাবে না বলে বলতে পারি ' আস্তে কথা বলো বাবা'। ★ বাচ্চার নেতিবাচক অভ্যাস বদলানোর জন্য আঘাত না -করে সহায়ক উপায় অবলম্বনের চেষ্টা করুন। যেমন-' এত আলসেমি করো না' এভাবে না বলে সে যেন মজাদার বা প্রোডাক্টিভ উপায়ে সময় কাটাতে পারে সেই চেষ্টা করতে হবে। আট বছর বয়স পর্যন্ত বালক মুহাম্মদ (সা.) তাঁর দাদার সাথে ছিলেন। এরপর চলে যান তাঁর চাচার বাড়িতে। বিয়ে করার আগ পর্যন্ত ওখানেই ছিলেন।নবি মুহাম্মদ (সা.)- এর শৈশবের জীবনের শিক্ষাকে আমাদের বর্তমান জীবনে কাজে লাগিয়ে শিশু সন্তান প্রতিপালনে স্মার্ট হতে পারি। সবশেষে বলতে পারি, একজন পাঠক হিসেবে আমার উপলব্ধি হচ্ছে সকল শ্রেণির মানুষের জন্য এই বইটি অবশ্যই পাঠ্য। বইটিতে রাসূল ( সাঃ) -এর নবী হওয়ার আগের জীবনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এই বইটিতে দেখেছি শিশুকাল থেকে কিভাবে তিনি নিজের ব্যক্তিত্ব গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সে কিভাবে নেতৃত্ব দিয়েছেন। রাসূল ( সাঃ) - এর জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে নিজের জীবন গড়ে তুলতে পারি, এই বইটি মূলত সেই বিষয়টিই তুলে ধরেছে।
Read More
Was this review helpful to you?
By Azharul Islam Rana,
02 Nov 2019
Verified Purchase
এক কথায় অসাধারণ।
প্রিয় নবি হযরত মুহম্মদ(সা.) এর জীবনাদর্শকে নিজের জীবনে কীভাবে প্রতিফলিত করতে হয় তা শেখানো হয়েছে এই বই য়ে। আমাদের নবীজী ছিলেন সবার চেয়ে ব্যতিক্রমী, তার অসাধারণ গুণগুলো আমাদের জীবনে পড়তে গ্রহন করার জন্য বইটিতে রয়েছে অসাধারণ আলোকবর্তিকা। বইটির মধ্য দিয়ে মানুষ খুজে পাবে তার কাংখিত জ্ঞান। নিজেকে করতে পারবে ধন্য। অনুবাদের ভাষাও খুব ভাল
Read More
Was this review helpful to you?
By Ehsanul Haque Shipon,
24 Oct 2019
Verified Purchase
বইটিতে যথেষ্ট সমস্যা বিদ্যমান। নবীজি সল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এর আদর্শ কে মডারেট ব্যাখ্যা দেয়া হয়েছে। আর নবুয়তের আগের জীবনের অনেক কিছুই সুন্নাহ না হলেও সম পর্যায়ের বলে উল্লেখ করা হয়েছে।
Read More
Was this review helpful to you?
By Nasreen Abedin,
14 Nov 2019
Verified Purchase
আমার জীবনে পড়া অন্যতম সেরা বই! এই বইটি আমাকে শিখিয়েছে নবীজি (সা.) কিভাবে বড় হয়েছেন, আর একুশ শতাব্দীতে আমরা আমাদের সন্তানদের কিভাবে মানুষ করছি...