"স্বপ্নভ্রমণ জেরুসালেম" বইটির সামারীঃ পৃথিবীর সবচেয়ে প্রার্থিত সোনার গম্ভুজ। যার নিচেই আছে পবিত্র কালো পাথর। আত্মার রহস্য, বোরাককে বেঁধে রাখার স্তম্ভ এবং উর্ধ্বাকাশ গমনের ডোম... See more
"স্বপ্নভ্রমণ জেরুসালেম" বইটির সামারীঃ পৃথিবীর সবচেয়ে প্রার্থিত সোনার গম্ভুজ। যার নিচেই আছে পবিত্র কালো পাথর। আত্মার রহস্য, বোরাককে বেঁধে রাখার স্তম্ভ এবং উর্ধ্বাকাশ গমনের ডোম। আছে রক্ত, ধ্বংস, ক্রুসেড।ইসলামের নানাবিধ ইতিহাস, ইসলামের উত্থান-পতনের ইতিহাস এই জেরুসালেম।ইহুদীদের বর্বরতা, মুসলিম, খ্রিস্টান, ইহুদী সহ সবার কাছেই ছিলো পরিত্রতম স্থান-তীর্থস্থান। এটি মূলত নির্মাণ করেন সোলায়মান (আঃ)তিনি ছিলেন ইহুদীদের নবী। লেখক এখানে জেরুসালেমের নানা সুদীর্ঘ ইতিহাস তুলে ধরেছেন। এই একটি জায়গা নিয়েই কেন সব জাতির মধ্যে এতো সংঘাত। তাছাড়া ডোম অব দ্য রকের সৌন্দর্য তিনি উপস্থাপন করেছেন।
#রকমারি_বই_রিভিউ_প্রতিযোগিতা বই : স্বপ্নভ্রমন জেরুসালেম লেখক : বুলবুল সরওয়ার প্রকাশনী : ঐতিহ্য ঘরানা : ভ্রমন / ইতিহাস বইয়ের ধরন : হার্ডকভার পৃষ্ঠা : ২৫৮ মুদ্রিত মূল্য. : ৫৮০ টাকা
#বইয়ের_ফ্লেপ_থেকে
পৃথিবীর সবচেয়ে প্রার্থিত সোনার গম্বুজ। যার নিচেই আছে পবিত্র কালো পাথর। আছে আত্তার রহস্য, আছে বোরককে বেঁধে রাখার স্তম্ভ এবং ঊধ্বার্কাশ গমনের ডোম।
আছে রক্ত, আছে ধ্বংস, আছে ক্রুসেড। আছে ওমরের ক্ষমা, সালাদীনেন মহিমান্বিত বিজয়, সুলতান সুলেমানের কীর্তিময় চল্লিশ-ফুট উঁচু নরর-প্রাচির। আছে রানি বিলকিস, জেজেবেল, হেরেম সুলতান রোক্সালিনা। আছে প্রকৌশলী চার্লস ওয়ারেন, ইলুমিনিতির হিরাম আবিফ ও হসপিটালার-টেম্পালাররা। দ্বিতীয় কিবলার পাশাপাশি আছে রোদন প্রাচির।
নেবুকান্দনেজ্জার ও টাইটাসের কান্নার সাথে মিশে আছে ইহুদি-বর্বরতা। আছেন ইব্রাহিম ধেকে এরিয়াল শ্যারন পর্যন্ত কত মহানয়ক-খলনায়ক।
তাই সেই মোনালী গম্বুজেনন টান চিরাচরিত। বিশ্ব পর্যটকের সবচেয়ে বেশী ভ্রমন সেখানে। বহু বছরের খাঁজে লুকিয়ে থাকা সেই স্বপ্ন, সেই প্রেমের অন্জলি—না ইতিহাস, না ঘৃনার উপাখ্যান। প্রেম ছাড়া এ পরিভ্রমন অসম্পূর্ণ; অর্থহীন।
#মতামত
আমি চমৎকৃত হয়েছি বইটি পড়ে। কারন লেখকের সাবলিল বলার ঢং। তিনি এই ছোট্ট বইটিতে এত কঠিন ইতিহাস কতো সহজে তুলে ধরেছেন। যারা ভ্রমন কাহিনীর পাশাপাশি ইতিহাস জানতে চায়, তাদের জন্য এই বই সুখাদ্য।
জেরুসালেমের যে এত ইতিহাস আছে তা আমি বইটি পড়ার আগে জানতাম না। জেরুসালেমের আকর্ষন ডোম-অব-রক যা সেখানকার সকল ধর্মালম্বিদের তীর্থস্থান। সেখানে পাশাপাশি জায়গায় নামাজও হচ্ছে, খ্রীষ্টান রা উপাসনা করছে আবার ইহুদিরাও প্রার্থনা করছে। সে এক মহা মিলন মেলা।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা:) মিরাজ গমনের পথে মসজিদুল আকসায় নামাজ পড়েন। সেই মসজিদের সুন্দর বর্ননা দিযয়েছেন লেখক। নবীজি তার বোরাক কোথায় বেঁধেছিলেন, কোধাথেকে ঊর্ধ্বগামী হয়েছিলেন তাও উল্লেখ আছে।
নবী সোলাইমান(আ:) যিনি পৃথিবীর সকল মাকুলকাতকে তার আদেশ করার ক্ষমতা রাখতেন, তিনি এই জেরুসালেমের কোন প্রসাদ জীনদের দিয়ে তৈরী করিয়ে ছিলেন তাও জেনেছি। নবী সোলাইমান (আ:) এই ডোম-অব-রক তৈরীর পর কিভাবে সেটা দখল করে নেয় ইহুদিরা, তাদের থেকে আবার ক্রুসেডরা, তারপর তাদের থেকে সুলতান সালাদিন, তারপর আবার ইংল্যান্ড, ফ্রান্স, তারপর হযরত ওমর, থেকে আবার খ্রিষ্টানরা, তাদের থেকে আবার সুলতান সুলেমানের দখল।
জ্যাক দ্য রিপারের রহস্য আমরা মোটামুটি সকলেই কম বেশী জানি। কিন্তু মূল কি ষড়যন্ত্র তা অকেই জানি না। রানি এলিজাবেত সহ কিরে এই ষড়যন্ত্র তৈরী করে তা লেখক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এই কাহিনী থ্রিলার গল্পকেও হার মানায়। এ যেন এক স্বপ্ন। রক্ত হিম করা কাহিনী, ঘৃনা, সুখ, আনন্দ সব কিছু।
আর সব শেষে ধন্যাবদ ‘ঐতিহ্য' প্রকাশনীকে। এত চমৎকার বই প্রকাশ করার জন্য। বইয়ের বাইন্ডিং খুব ভালো এবং বিশেষত এই বইয়ের পাতা গুলো খুব উন্নত মানের।
আমি অধম তাই আমার মনের আবেগ তুলে ধরতে পারিনি। পারিনি লেখকের আর্জি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে।
Read More
Was this review helpful to you?
By md.mohsin,
11 Jan 2020
Verified Purchase
এটিকে ভ্রমণ গ্রন্থ বলা উজিত নয়। পুরো বই জুড়ে জেরুসালেম এর ইতিহাস। আমার মতো যারা ভ্রমণ কাহিনী পছন্দ করেন, তারা এটি পড়তে পড়তে বরিং হয়ে যাবেন। কারণ ভ্রমণ কাহিনী পড়তে বসে লম্বা ইতিহাস নিশ্চয়ই ভালো লাগবে না। উগ্রবাদি লক্ষ করা গেছে বেশি।
Read More
Was this review helpful to you?
By Tawhid Islam,
06 Dec 2021
Verified Purchase
Bad courier service of the country, stop using this delivery system
Read More
Was this review helpful to you?
By Shadin Pranto ,
03 Oct 2019
Verified Purchase
জেরুসালেমের ইতিহাসের সাথে পুরো বিশ্বের ইতিহাস জড়িত। সেই জেরুসালেম ভ্রমণ কাহিনী নিয়ে বুলবুল সরওয়ারের এই বই।
জনাব বুলবুল সরওয়ার একটি বিশেষ মতাদর্শের প্রতিষ্ঠানে কর্মরত জানতাম। কিন্তু তিনিও যে তাদেরই মতাদর্শের লোক তা জানা ছিল না।ধন্যবাদ জনাবকে নিজের পরিচয় প্রকাশ করার জন্যে। জনাবের মতো উগ্রবাদী সাম্প্রদায়িক আর কতো ঘাপটি মেরে সাধু সেজো আছে কে জানে? সারা বইতে জেরুসালেম ভ্রমণের নামে পুরো জেরুসালেমের ইতিহাস একটানা লিখেছেন।যেন ভ্রমণকাহিনী নয়, পাক্কা ঐতিহাসিক হিসেবে পাঠ্যবই লিখতে বসেছেন। তার উগ্রবাদীতার নজির -
শেবার রানীর কাহিনী লিখতে গিয়ে যা লেখেন, " সে হলো জিন এবং মানুষের ঔরসজাত -কিংবা আল্লাই ভালো জানেন - এক অপরূপ ললনা, যার দেহে সূর্যের আভা। শত সহস্র সেনাপতি তার আজ্ঞাবহ এবং তার কাছে পরাস্ত হিন্দুস্তানের দেবতা রাম- কৃষ্ণ" (পৃষ্ঠা ১০২) শেবার রানীর কাহিনীতে রামকৃষ্ণ কোথা থেকে প্রাসঙ্গিক হয়? মীর মশাররফ "বিষাদসিন্ধু" তে মরুভূমিতে হিন্দু ব্রাহ্মণ খুঁজে বের করে, তাদেরকে মুসলমান বানিয়ে ছেড়েছিলেন। জনাব বুলবুল সরওয়ারও তো কম যান না।
" আধুনিকতাই কি জন্ম দেয়নি চরমপন্থার? " (পৃষ্ঠা ১৯২) আধুনিকতার সাথে চরমপন্থার জন্মের সম্পর্ক তিনি অবশ্য ব্যাখা করেননি।
" মুঘলদের সাড়ে তিনশো বছরের ইতিহাসে একটিও বিদ্রোহ নেই ; অথচ ইংরেজদের পৌনে দুশো বছরে অগুনিত বিদ্রোহ, বিপ্লব এবং গণজাগরণ। " ( পৃষ্ঠা ১৮৬) আমার প্রশ্ন লেখকের নিজ মাতৃভূমি বারো ভূঁইয়াদের কথা তিনি বেমালুম ভুলে গেলেন? আর মুঘলদের পিতা-পুত্রের ক্ষমতা আর নারী ভাগাভাগি নিয়ে বিদ্রোহ, পু্ত্রের মাথা কেটে পিতাকে উপহার দেয়ার ঘটনা নাহয় নাই বললাম।
" আর খ্রিস্টানদের কান্ডটা সর্বার্থেই ভয়াবহ। ইহুদিদের হাতে-বোনা পবিত্র গ্রন্থের অর্ধেক তারা ধার নিয়েছে বড়ভাই থেকে ; যা আবার হাদিসের মতো যাচাই-বাছাই করার চেয়ে ঠিকঠাক করা হয়েছে সমকালীন চার্চ, সম্রাটের ইচ্ছা ও উচিতের দোহাই দিয়ে। " ( পৃষ্ঠা ১৫৩) বাইবেল নিয়ে সরাসরি এগুলো লিখছেন। লেখক নিজেকে ধর্মপ্রাণ দাবি করার চেষ্টা করেছেন সারা বইতে। একজন ধর্মপ্রাণ নিশ্চয়ই অন্যের ধর্মেকে হেয় করে নিজের দ্বীনকে মহিমান্বিত করতে চেষ্টা করেন না।
" আমার চোখ ভিজে আসে। কারণ, ঈসা নবীর শিক্ষা এবং উপদেশ এত দ্রুত ইহুদিরা গিলে ফেলে যে মাত্র পাঁচশো বছরের মধ্যেই নতুন নবী পাঠাতে হয় দুনিয়ায়। " ( পৃষ্ঠা ১৩৭) ঈসা (আ) কী শুধু ইহুদিদের জন্য এসেছিলেন? না, যদি ঈসার সব উপদেশ ইহুদিরাই গিলতো তবে আরবে কেন নবী হযরত মুহাম্মদ (স) জন্মেছিলেন? উপদেশ গিলে খেল ইহুদিরা অথচ নবী এলেন আরবদের মাঝে? কাকে ভুল প্রমাণ করতে চায় এই বুলবুল সরওয়ার? কাদের মাঝে নবী প্রেরিত হয় তা ক্লাস ফাইভের ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে লেখা আছে। লেখকের উচিত অবিলম্বে তা পাঠ করা।
এতো সাম্প্রদায়িক লোক কীভাবে লিখতে পারে তা বুঝতে পারছি না। সমাজেই সবাই তাহলে অসুস্থতার পথে হাঁটছি।
বাংলা ভ্রমণসাহিত্যের তিন অমররত্ন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, অন্নদাশংকর রায় এবং মুজতবা দ্য গ্রেট তো অন্যের ধর্মে, বিশ্বাসে আঘাত দেননি। তাঁরা তবে এত বেশি পাঠকপ্রিয়তা কীভাবে পেলেন? হাল আমলে সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদও ভ্রমণ কাহিনী লিখেছেন কই তাঁরা তো সাম্প্রদায়িকতা আনেন নি। তাঁরা তো জনপ্রিয়তার মাপকাঠির বাইরের লোক। ইদানীং শাকুর মজিদ, মঈনুস সুলতান নামের দুই ভদ্রলোকের ভ্রমণকাহিনী পড়ি। তাঁরাও তো এভাবে আক্রমণ করেননি। তারেক অণুও বেশ লিখেন। তিনিও তো এসব ভুজুংভাজুং দেন না।
লেখক জেরুসালেমকে তীর্থতুল্য মানেন। তাই আবেগের ফাঁদে পড়ে নিয়ন্ত্রণ করতে পারলেন না হয়ত। নানা উদ্ভট কথাবার্তা লিখে দিলেন।
বুলবুল সরওয়ারের (লেখকের জন্ম ১৯৬২, ফ্লপ মতে)জন্মের ঢের আগে এক বাঙালি হিন্দু সাধু তীর্থ ভ্রমণ নিয়ে ধর্মীয় রসে ভ্রমণ কাহিনী লিখেছেন "মরুতীর্থ হিংলাজ" নামে। সেই সাধু অবধূত তো তাঁর বইতে অপরের বিশ্বাসকে আঘাত করেননি। অথচ নিজ ধর্মের গুণকীর্তন সারা বইতে ঠিকই করেছেন।
তবুও বলবো জনাব বুলবুল সরওয়ার যথেষ্ট পড়াশোনা করে বইটি লিখেছেন। বিশেষত, ইতিহাসের ওপর তাঁর দখল নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।তাঁর এই বই পড়ে ক্রুসেড নিয়ে আলাদা আগ্রহ সৃষ্টি হল, জানতে ইচ্ছা করছে রুকনউদ্দিন বাইবার্সকে নিয়ে। ঘাঁটাতে হবে নতুন করে জ্যাক দ্য রিপারের ঘটনাটিকে। আর তুলনামূলক ধর্মতত্ত্ব তো সারা বই জুড়েই ছিল।
Read More
Was this review helpful to you?
By Shahriar Rashid ,
13 Oct 2023
Verified Purchase
#বুকরিভিউ
মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কতটুকু জানেন আপনি? কতটুকুই বা জানেন বিশ্বের প্রধান তিনটি ধর্মের পবিত্র শহর জেরুজালেম সম্পর্কে? বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে তা বুঝতে জেরুজালেমের ইতিহাস সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। সুলেখক বুলবুল সরওয়ার রচিত "স্বপ্নভ্রমণ জেরুসালেম" বইটি থেকে আপনারা উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে ভালভাবে জানতে পারবেন। মজার বিষয় হলো বইটি জেরুজালেম নিয়ে রচিত হলেও এটি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের নানা শাখা-প্রশাখায়। লেখক হযরত দাউদ আঃ থেকে শুরু করে হযরত সোলায়মান (আঃ), হযরত ইসা (আঃ), হযরত মুহাম্মদ (সঃ), ওমর (রাঃ), গাজী সালাউদ্দীন আয়ুবী, অটোমান শাসক, স্পেনের রাজা-রানি ফান্ডিন্যান্ড ও ইসাবেলা, ব্রিটিশ রাজপরিবার, জ্যাক দ্য রিপার সহ ইতিহাসের আরো অনেক মহানায়ক ও খলনায়কে তুলে এনেছে এই বইয়ে এবং সেটা খুবই প্রাসঙ্গিকভাবে। আর জেরুজালেম, ডোম অব রক এবং আল আকসা মসজিদের নানা জানা - অজানা কথাতো এসেছেই। সবমিলিয়ে আমার কাছে বইটি অসাধারণ লেগেছে।
বই: স্বপ্নভ্রমণ জেরুসালেম লেখক: বুলবুল সরওয়ার প্রকাশনী: ঐতিহ্য Oitijjhya প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৭ পৃষ্ঠা সংখ্যা: ২৫৮ মুদ্রিত মূল্য: ৫৮০ টাকা