Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Biman chandra Borua books

followers

ড. বিমান চন্দ্র বড়ুয়া

ডক্টর বিমান চন্দ্র বড়ুয়া, মাতা সোনাপতি বড়ুয়া, পিতা দীনগোপাল বড়ুয়া। তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত পশ্চিম আধার মানিক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালি বিষয়ে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি লাভ করেন। ২০০০ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণাধর্মী পত্রিকায় তাঁর অসংখ্য প্রবন্ধ রয়েছে। তাছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। র তিনি বিনয়ী, সদালাপী, সর্বদা হাস্যোজ্জ্বল এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ভারত এবং বাংলাদেশে বুদ্ধ ও বৌদ্ধধর্ম বিষয়ে যে কজন প্রথিতযশা অধ্যাপক-গবেষক রয়েছেন তিনি তাঁদের উত্তরসূরি। বৌদ্ধধর্ম ও সাহিত্য, সমাজ, সংস্কৃতি নিয়ে গবেষণা করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে তার বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। যেমন- সদ্ধম্ম সংগহো (একটি বৌদ্ধ ঐতিহ্য), পালি মঞ্জুসা (পালি বিষয়ক ব্যাকরণ), দাঠাবংস, জিনচরিত (বুদ্ধের জীবন ইতিহাস), বাঙালি বৌদ্ধ সংস্কৃতি। বিভিন্ন একাডেমিক, স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে তাঁর সম্পৃক্ততা রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো: সদস্য- বাংলা একাডেমি, জীবনসদস্য- বাংলাদেশ ইতিহাস পরিষদ, জীবনসদস্য- পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, জীবনসদস্য- পশ্চিমবঙ্গ আঞ্চলিক লোক সংস্কৃতি সংসদ, সাবেক সভাপতি- ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ, সাবেক সাধারণ সম্পাদক- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (ঢাকা অঞ্চল), প্রাক্তন সম্পাদক- ময়নামতি (বৌদ্ধধর্ম সমাজ ও সংস্কৃতি বিষয়ক মুখপত্র)। তাছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক কমিটির নির্বাচিত সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি অধ্যাপক ও চেয়ারম্যান- পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সিনেট সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়।

ড. বিমান চন্দ্র বড়ুয়া এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed